নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার দুজনের ঝোড়ো ব্যাটিংয়ের খ্যাতি তো রয়েছেই। পাশাপাশি ইনিংস বড় করতে না পারার সমালোচনাও সহ্য করতে হয় নিয়মিত। মিরপুর শেরেবাংলায় ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুজনে আজ আশা জাগিয়েও ইনিংস বড় করতে পারেনি।
সৌম্য-তানজিদ তামিমের ব্যর্থতার দিনে তাঁদের দল লিজেন্ডস অব রূপগঞ্জও লড়াই করতে পারেনি। মিরপুর শেরেবাংলায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে রূপগঞ্জ হেরেছে ৮৯ রানে। অন্যদিকে বিকেএসপির তিন নম্বর মাঠে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। দলের হারের দিনে সেঞ্চুরি মিস করেন ধানমন্ডির ইয়াসির আলী চৌধুরী রাব্বি।
বিকেএসপির চার নম্বর মাঠে আজ রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি সোহান। তিন অঙ্ক ছুঁতে না পারলেও তাঁর ইনিংসে ভেস্তে গেছে রূপগঞ্জ টাইগার্সের নাসির হোসেন (৭৭) ও আসাদুল্লাহ আল গালিবের (৬৭) জোড়া ফিফটি। অন্যদিকে মিরপুরে শরীফুল ইসলাম ৪০ রানে নিয়েছেন ৬ উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে এবারই প্রথমবার ইনিংসে ৫ বা তার বেশি উইকেট পেলেন শরীফুল।
মিরপুরে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রূপগঞ্জ অধিনায়ক সাইফ হাসান। প্রথমে ব্যাটিং পাওয়া অগ্রণী ব্যাংক নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে করেছে ৩০৬ রান। ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করেছেন সাদমান ইসলাম। ১০৪ বলের ইনিংসে মেরেছেন ১২ চার। উইকেটরক্ষক ইমরানুজ্জামান (৫০) ও তিন নম্বরে নামা অমিত হাসান (৫৯)-এই দুই ব্যাটারের ব্যাট থেকেও এসেছে ফিফটি। রূপগঞ্জের রেজাউর রহমান রাজা ৬ ওভারে ৪৭ রানে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন শরীফুল ইসলাম, সামিউন বশির রাতুল, সাইফ ও শেখ মেহেদী হাসান।
৩০৭ রানের লক্ষ্যে নেমে ৭.৪ ওভারে ২ উইকেটে ৪১ রানে পরিণত হয় ধানমন্ডি। ১৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৭ রান করেন তানজিদ তামিম। তৃতীয় উইকেটে এরপর মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ৫৩ রানের জুটি গড়তে অবদান রাখেন সৌম্য। ১৬তম ওভারের চতুর্থ বলে সৌম্যকে ফিরিয়ে জুটি ভাঙেন আরিফ আহমেদ। সৌম্য স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে তাইবুর রহমানের তালুবন্দী হয়েছেন।
৪১ বলে ৫ চারে ৩২ রান করে সৌম্য বিদায় নিলে ১৫.৪ ওভারে ৩ উইকেটে ৯৪ রানে পরিণত হয় লিজেন্ডস অব রূপগঞ্জ। তৃতীয় উইকেটের জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ৪০.১ ওভারে ২১৭ রানে অলআউট হয়েছে রূপগঞ্জ। অগ্রণী ব্যাংকের রবিউল হক পেয়েছেন ৪ উইকেট। ম্যাচসেরা হয়েছেন সাদমান ইসলাম।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে পারটেক্স অধিনায়ক আহরার আমিন পাইন। প্রথমে ব্যাটিং পাওয়া ধানমন্ডি ৪৯ ওভারে ২২৯ রানে গুটিয়ে গেছে। ইনিংস সর্বোচ্চ ৯০ রান করেন ইয়াসির। ১০৬ বলের ইনিংসে মেরেছেন ৩ চার ও ৪ ছক্কা। পারটেক্সের বাঁহাতি স্পিনার মোহাম্মদ শাহিদুল ইসলাম ১০
ওভারে ৩১ রানে নিয়েছেন ৫ উইকেট। জয়ের লক্ষ্যে নেমে ৪৮ ওভারে ৮ উইকেটে করেছে ২৩৪ রান। পারটেক্সের ইনিংস সর্বোচ্চ ৮৫ রান করে অপরাজিত থাকেন পাইন। অলরাউন্ড পারফরম্যান্সে তিনিই হয়েছেন ম্যাচসেরা। ৯ ওভারে ৪২ রানে নিয়েছেন ৩ উইকেট। ১২৬ বলের ইনিংসে ৩ চার ও ৪ ছক্কা মেরেছেন।
বিকেএসপির চার নম্বর মাঠে দিনের অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হেসেখেলে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া গাজী ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ৩০১ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ৮৪ রান করেন শামসুর রহমান শুভ। জয়ের লক্ষ্যে নামা ব্রাদার্সের ইনিংসে জাহিদুজ্জামান খানের সেঞ্চুরি ছাড়া বলার কিছুই নেই। ৯২ বলে ১৭ চার ও ২ ছক্কায় ১২২ রান করেন ব্রাদার্স অধিনায়ক জাহিদুজ্জামান। ৪৩.১ ওভারে ২৫০ রানে গুটিয়ে গেছে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের ওয়াসি সিদ্দিকি ১০ ওভারে ৫২ রানে ৬ উইকেট নিয়েছেন। গাজীর ৫১ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন ওয়াসি।
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার দুজনের ঝোড়ো ব্যাটিংয়ের খ্যাতি তো রয়েছেই। পাশাপাশি ইনিংস বড় করতে না পারার সমালোচনাও সহ্য করতে হয় নিয়মিত। মিরপুর শেরেবাংলায় ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুজনে আজ আশা জাগিয়েও ইনিংস বড় করতে পারেনি।
সৌম্য-তানজিদ তামিমের ব্যর্থতার দিনে তাঁদের দল লিজেন্ডস অব রূপগঞ্জও লড়াই করতে পারেনি। মিরপুর শেরেবাংলায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে রূপগঞ্জ হেরেছে ৮৯ রানে। অন্যদিকে বিকেএসপির তিন নম্বর মাঠে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। দলের হারের দিনে সেঞ্চুরি মিস করেন ধানমন্ডির ইয়াসির আলী চৌধুরী রাব্বি।
বিকেএসপির চার নম্বর মাঠে আজ রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি সোহান। তিন অঙ্ক ছুঁতে না পারলেও তাঁর ইনিংসে ভেস্তে গেছে রূপগঞ্জ টাইগার্সের নাসির হোসেন (৭৭) ও আসাদুল্লাহ আল গালিবের (৬৭) জোড়া ফিফটি। অন্যদিকে মিরপুরে শরীফুল ইসলাম ৪০ রানে নিয়েছেন ৬ উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে এবারই প্রথমবার ইনিংসে ৫ বা তার বেশি উইকেট পেলেন শরীফুল।
মিরপুরে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রূপগঞ্জ অধিনায়ক সাইফ হাসান। প্রথমে ব্যাটিং পাওয়া অগ্রণী ব্যাংক নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে করেছে ৩০৬ রান। ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করেছেন সাদমান ইসলাম। ১০৪ বলের ইনিংসে মেরেছেন ১২ চার। উইকেটরক্ষক ইমরানুজ্জামান (৫০) ও তিন নম্বরে নামা অমিত হাসান (৫৯)-এই দুই ব্যাটারের ব্যাট থেকেও এসেছে ফিফটি। রূপগঞ্জের রেজাউর রহমান রাজা ৬ ওভারে ৪৭ রানে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন শরীফুল ইসলাম, সামিউন বশির রাতুল, সাইফ ও শেখ মেহেদী হাসান।
৩০৭ রানের লক্ষ্যে নেমে ৭.৪ ওভারে ২ উইকেটে ৪১ রানে পরিণত হয় ধানমন্ডি। ১৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৭ রান করেন তানজিদ তামিম। তৃতীয় উইকেটে এরপর মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ৫৩ রানের জুটি গড়তে অবদান রাখেন সৌম্য। ১৬তম ওভারের চতুর্থ বলে সৌম্যকে ফিরিয়ে জুটি ভাঙেন আরিফ আহমেদ। সৌম্য স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে তাইবুর রহমানের তালুবন্দী হয়েছেন।
৪১ বলে ৫ চারে ৩২ রান করে সৌম্য বিদায় নিলে ১৫.৪ ওভারে ৩ উইকেটে ৯৪ রানে পরিণত হয় লিজেন্ডস অব রূপগঞ্জ। তৃতীয় উইকেটের জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ৪০.১ ওভারে ২১৭ রানে অলআউট হয়েছে রূপগঞ্জ। অগ্রণী ব্যাংকের রবিউল হক পেয়েছেন ৪ উইকেট। ম্যাচসেরা হয়েছেন সাদমান ইসলাম।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে পারটেক্স অধিনায়ক আহরার আমিন পাইন। প্রথমে ব্যাটিং পাওয়া ধানমন্ডি ৪৯ ওভারে ২২৯ রানে গুটিয়ে গেছে। ইনিংস সর্বোচ্চ ৯০ রান করেন ইয়াসির। ১০৬ বলের ইনিংসে মেরেছেন ৩ চার ও ৪ ছক্কা। পারটেক্সের বাঁহাতি স্পিনার মোহাম্মদ শাহিদুল ইসলাম ১০
ওভারে ৩১ রানে নিয়েছেন ৫ উইকেট। জয়ের লক্ষ্যে নেমে ৪৮ ওভারে ৮ উইকেটে করেছে ২৩৪ রান। পারটেক্সের ইনিংস সর্বোচ্চ ৮৫ রান করে অপরাজিত থাকেন পাইন। অলরাউন্ড পারফরম্যান্সে তিনিই হয়েছেন ম্যাচসেরা। ৯ ওভারে ৪২ রানে নিয়েছেন ৩ উইকেট। ১২৬ বলের ইনিংসে ৩ চার ও ৪ ছক্কা মেরেছেন।
বিকেএসপির চার নম্বর মাঠে দিনের অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হেসেখেলে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া গাজী ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ৩০১ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ৮৪ রান করেন শামসুর রহমান শুভ। জয়ের লক্ষ্যে নামা ব্রাদার্সের ইনিংসে জাহিদুজ্জামান খানের সেঞ্চুরি ছাড়া বলার কিছুই নেই। ৯২ বলে ১৭ চার ও ২ ছক্কায় ১২২ রান করেন ব্রাদার্স অধিনায়ক জাহিদুজ্জামান। ৪৩.১ ওভারে ২৫০ রানে গুটিয়ে গেছে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের ওয়াসি সিদ্দিকি ১০ ওভারে ৫২ রানে ৬ উইকেট নিয়েছেন। গাজীর ৫১ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন ওয়াসি।
আর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
৪ মিনিট আগেকাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১২ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১৩ ঘণ্টা আগে