সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা যখন মাঠে ভারতীয় বোলারদের সামলাতে হিমশিম খাচ্ছেন, তখন ধারাভাষ্য কক্ষে বসে বেশ মজাই করছিলেন। উগরে দিচ্ছিলেন পুরোনো দিনের স্মৃতি। চেন্নাই টেস্টে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর সঙ্গে মাইক্রোফোন হাতে বেশ কৌতুকপূর্ণ কথাও বলছিলেন তিনি।
আজ তৃতীয় দিনের সকালের সেশনে বাংলাদেশি স্পিনারদের ওপর বেশ চড়াও হয়ে খেলছিলেন দুই ভারতীয় ব্যাটার ঋষভ পন্ত ও শুবমান গিল। বাউন্ডারি হাঁকিয়ে লিড বড় করার চেষ্টায় ছিলেন দুজনে। দুজনের ছয় মারা দেখে তামিম ও শাস্ত্রীর মধ্যে ছয় মারার কৌশল নিয়ে আলোচনা শুরু হয়।
বাংলাদেশ ওপেনার তামিম যুক্তি দেন, টেস্ট ম্যাচে বড় স্কোরের জন্য পেশিশক্তি দরকার বলে জানান। তিনি পন্তের নিচু হয়ে ব্যাটিংয়ের দিকে ইঙ্গিত করে সেটি উল্লেখ করেন। সে জায়গা থেকে শাস্ত্রী বিতর্ক শুরু করেন তামিমের সঙ্গে। তাঁর দাবি, এটা (ছয় মারা) শারীরিক শক্তির চেয়ে বেশি কৌশলগত বিষয়। তিনি পন্ত ও গিলের ছয় মারার দিকে ইঙ্গিত করে জানান, দুজনের ব্যাটিংয়ের সময় কীভাবে ভরকে শক্তিতে রূপান্তর করেন। তাঁদের মাথার অবস্থানও কেমন থাকে সেটি বলেন শাস্ত্রী।
এ সময় শাস্ত্রী আলোচনার সময় তামিমকে তাঁর ছয় মারা নিয়ে একটু কৌতুক করে হাসতে হাসতে বলেন, ‘কেন তুমি অভিযোগ করছো? তুমি তো আর্নল্ড শোয়ার্জনেগার (হলিউড অভিনেতা) নও, বাংলাদেশের হয়ে তুমি সবচেয়ে বেশি (টেস্টে) ৬ মেরেছো। ৪১!’
বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ৬ মেরেছেন তামিম। সংখ্যাটা—৪১। আন্তর্জাতিক ক্রিকেটেও সর্বোচ্চ ৬ তামিমের—১৮৮।
সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা যখন মাঠে ভারতীয় বোলারদের সামলাতে হিমশিম খাচ্ছেন, তখন ধারাভাষ্য কক্ষে বসে বেশ মজাই করছিলেন। উগরে দিচ্ছিলেন পুরোনো দিনের স্মৃতি। চেন্নাই টেস্টে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর সঙ্গে মাইক্রোফোন হাতে বেশ কৌতুকপূর্ণ কথাও বলছিলেন তিনি।
আজ তৃতীয় দিনের সকালের সেশনে বাংলাদেশি স্পিনারদের ওপর বেশ চড়াও হয়ে খেলছিলেন দুই ভারতীয় ব্যাটার ঋষভ পন্ত ও শুবমান গিল। বাউন্ডারি হাঁকিয়ে লিড বড় করার চেষ্টায় ছিলেন দুজনে। দুজনের ছয় মারা দেখে তামিম ও শাস্ত্রীর মধ্যে ছয় মারার কৌশল নিয়ে আলোচনা শুরু হয়।
বাংলাদেশ ওপেনার তামিম যুক্তি দেন, টেস্ট ম্যাচে বড় স্কোরের জন্য পেশিশক্তি দরকার বলে জানান। তিনি পন্তের নিচু হয়ে ব্যাটিংয়ের দিকে ইঙ্গিত করে সেটি উল্লেখ করেন। সে জায়গা থেকে শাস্ত্রী বিতর্ক শুরু করেন তামিমের সঙ্গে। তাঁর দাবি, এটা (ছয় মারা) শারীরিক শক্তির চেয়ে বেশি কৌশলগত বিষয়। তিনি পন্ত ও গিলের ছয় মারার দিকে ইঙ্গিত করে জানান, দুজনের ব্যাটিংয়ের সময় কীভাবে ভরকে শক্তিতে রূপান্তর করেন। তাঁদের মাথার অবস্থানও কেমন থাকে সেটি বলেন শাস্ত্রী।
এ সময় শাস্ত্রী আলোচনার সময় তামিমকে তাঁর ছয় মারা নিয়ে একটু কৌতুক করে হাসতে হাসতে বলেন, ‘কেন তুমি অভিযোগ করছো? তুমি তো আর্নল্ড শোয়ার্জনেগার (হলিউড অভিনেতা) নও, বাংলাদেশের হয়ে তুমি সবচেয়ে বেশি (টেস্টে) ৬ মেরেছো। ৪১!’
বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ৬ মেরেছেন তামিম। সংখ্যাটা—৪১। আন্তর্জাতিক ক্রিকেটেও সর্বোচ্চ ৬ তামিমের—১৮৮।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে