Ajker Patrika

ইমনের সেঞ্চুরিতে তামিমের ক্লাবকে রানের পাহাড়ে চাপা দিল আবাহনী

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৫: ১৫
১২৪ বলে ৯ চার ও ৮ ছক্কায় ১২৬ রান করেছেন পারভেজ হোসেন ইমন। ছবি: বিসিবি
১২৪ বলে ৯ চার ও ৮ ছক্কায় ১২৬ রান করেছেন পারভেজ হোসেন ইমন। ছবি: বিসিবি

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ১৫ সদস্যের দলে থাকলেও একাদশে নামা হয়নি তাঁর। টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্সও ছিল বিবর্ণ। তবে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন তিনি।

বিকেএসপির ৪ নম্বর মাঠে আজ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছে গুলশান ক্রিকেট ক্লাব ও আবাহনী। গুলশান ক্রিকেট ক্লাবের পৃষ্ঠপোষক তামিম ইকবাল। এই দলের বিপক্ষে ইমন সেঞ্চুরি করেছেন ১০০ বলে। তিন অঙ্ক ছোঁয়ার পর সিজদা দিলেন আবাহনীর এই বাঁহাতি ব্যাটার। তাঁর সেঞ্চুরিতেই আবাহনী নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩২৩ রান করেছে।

টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন গুলশান ক্রিকেট ক্লাবের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া আবাহনীর উদ্বোধনী জুটিতে ৫১ রান যোগ করেছেন ইমন ও জিসান আলম। ১২তম ওভারের দ্বিতীয় বলে জিসানকে ফিরিয়ে জুটি ভাঙেন আসাদুজ্জামান পায়েল। এরপর ৩ নম্বরে আবাহনীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ে নামলেও হতাশ করেছেন। ২১ বলে ৯ রান করেছেন।

জিসান, শান্তর দ্রুত বিদায়ে আবাহনীর স্কোর হয়ে যায় ১৭.১ ওভারে ২ উইকেটে ৭০ রান। একপ্রান্তে ইমন তাঁর সাবলীল ব্যাটিং চালিয়ে গেছেন। ৪ নম্বরে নামা মোহাম্মদ মিঠুনও রানের চাকা সচল রেখেছেন। ৬৫ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭২ রান করেন মিঠুন। তৃতীয় উইকেটে মিঠুন-ইমন গড়েছেন ১৭১ রানের জুটি। ৪১তম ওভারের প্রথম বলে মিঠুনকে ফিরিয়ে জুটি ভাঙেন আজিজুল তামিম।

মিঠুনের বিদায়ের পর তাণ্ডব চালিয়েছে আবাহনী। শেষ ৫৯ বলে ৩ উইকেট হারিয়ে ৮২ রান যোগ করেছে। আবাহনীর ৩২৩ রানের মধ্যে ইমন করেছেন ১২৬ রান। ওপেনিংয়ে নেমে ৪৫তম ওভারে আউট হয়েছেন। ১২৪ বলের ইনিংসে ৯ চার ও ৮ ছক্কা মেরেছেন এই বাঁহাতি ব্যাটার। ৩২৪ রানের লক্ষ্যে নেমে ঝোড়ো ব্যাটিং করছে গুলশান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ২ উইকেটে ৬৯ রান করেছে গুলশান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত