টেস্ট থেকে প্রায় দুই বছর আগে অবসরের ঘোষণা দিয়েছিলেন মঈন আলী। তবু এই সংস্করণে তাঁর ফেরার কথা শোনা যাচ্ছিল অনেক দিন। অ্যাশেজ দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফিরছেন তিনি। এ ব্যাপারে বেন স্টোকসের সঙ্গে মজাও করেছিলেন মঈন।
জ্যাক লিচের ছিটকে যাওয়াতেই মূলত অ্যাশেজে ডাক পেয়েছেন মঈন। পিঠের চোটে পুরো অ্যাশেজ থেকেই ছিটকে গেলেন লিচ। লিচের পরিবর্তে ইংল্যান্ডের প্রথম দুই টেস্টের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন তিনি (মঈন)। লিচের ছিটকে পড়ায় মঈন অ্যাশেজে খেলবেন কি না, সেই প্রশ্ন করেছিলেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের প্রশ্ন শুনে অবাক মঈন তখন মজা করেন। কেননা তিনি (মঈন) লিচের ছিটকে পড়ার প্রসঙ্গে জানতেন না। গতকাল এজবাস্টনে সংবাদ সম্মেলনে মঈন বলেন, ‘স্টোকসি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে মেসেজ করেছিল, অ্যাশেজ? আমি ভেবেছিলাম স্টোকস আমার সঙ্গে মজা করছে। কারণ পিঠের চোটে ভোগা লিচের ব্যাপারে আমি জানতাম না। তাই আমি ‘লল’ বলে মেসেজ দিয়েছিলাম। পরে সংবাদ পেলাম এবং তার (স্টোকস) সঙ্গে কথা বললাম। আসলে অ্যাশেজই ছিল। এর অংশ হতে পারা অনেক দারুণ কিছু।’
পাঁচ টেস্টের এবারের অ্যাশেজ সিরিজ হবে ইংল্যান্ডে। পরশু এজবাস্টনে শুরু হচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মহারণ। আর ওভালে ২৭ জুলাই হবে সিরিজের পঞ্চম টেস্ট। ঘরের মাঠে সিরিজ পুনরুদ্ধারের লক্ষ্যে নামবে ইংলিশরা। সর্বশেষ সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া।
টেস্ট থেকে প্রায় দুই বছর আগে অবসরের ঘোষণা দিয়েছিলেন মঈন আলী। তবু এই সংস্করণে তাঁর ফেরার কথা শোনা যাচ্ছিল অনেক দিন। অ্যাশেজ দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফিরছেন তিনি। এ ব্যাপারে বেন স্টোকসের সঙ্গে মজাও করেছিলেন মঈন।
জ্যাক লিচের ছিটকে যাওয়াতেই মূলত অ্যাশেজে ডাক পেয়েছেন মঈন। পিঠের চোটে পুরো অ্যাশেজ থেকেই ছিটকে গেলেন লিচ। লিচের পরিবর্তে ইংল্যান্ডের প্রথম দুই টেস্টের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন তিনি (মঈন)। লিচের ছিটকে পড়ায় মঈন অ্যাশেজে খেলবেন কি না, সেই প্রশ্ন করেছিলেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের প্রশ্ন শুনে অবাক মঈন তখন মজা করেন। কেননা তিনি (মঈন) লিচের ছিটকে পড়ার প্রসঙ্গে জানতেন না। গতকাল এজবাস্টনে সংবাদ সম্মেলনে মঈন বলেন, ‘স্টোকসি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে মেসেজ করেছিল, অ্যাশেজ? আমি ভেবেছিলাম স্টোকস আমার সঙ্গে মজা করছে। কারণ পিঠের চোটে ভোগা লিচের ব্যাপারে আমি জানতাম না। তাই আমি ‘লল’ বলে মেসেজ দিয়েছিলাম। পরে সংবাদ পেলাম এবং তার (স্টোকস) সঙ্গে কথা বললাম। আসলে অ্যাশেজই ছিল। এর অংশ হতে পারা অনেক দারুণ কিছু।’
পাঁচ টেস্টের এবারের অ্যাশেজ সিরিজ হবে ইংল্যান্ডে। পরশু এজবাস্টনে শুরু হচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মহারণ। আর ওভালে ২৭ জুলাই হবে সিরিজের পঞ্চম টেস্ট। ঘরের মাঠে সিরিজ পুনরুদ্ধারের লক্ষ্যে নামবে ইংলিশরা। সর্বশেষ সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া।
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে