নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
চট্টগ্রামের আকাশে আজও রোদের তীব্রতা। তবে গত দিনের চেয়ে কিছুটা কমই বলা চলে। মেঘের কারণে ঢেকে যাচ্ছে সূর্য। মাঝে মাঝেই কমে যাচ্ছে আলো। সিলেটের পুনরাবৃত্তি এড়াতে চট্টগ্রাম টেস্ট নিয়ে বিশেষভাবে সতর্ক বাংলাদেশ দল। যদিও উইকেটের আচরণ নিয়ে কিছু আলোচনা হয়েছে, তবে টিম ম্যানেজমেন্টের মূল মনোযোগ ছিল ব্যাটিং নিয়ে বিশেষ করে ভালো শুরুর দিকেই।
সিলেট টেস্টে হতাশাজনক পারফরম্যান্সের পর বাংলাদেশের একাদশে পরিবর্তনের আভাস ছিল। দ্বিতীয় টেস্টে ঠিক তাই হলো। চট্টগ্রামে আজ শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে একাদশে তিন পরিবর্তন এনেছে স্বাগতিকেরা। মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে একাদশে ফিরেছেন এনামুল হক বিজয়। তিন বছর পর টেস্ট খেলতে যাচ্ছেন বিজয়। একই সঙ্গে পেসার খালেদ আহমেদের পরিবর্তে এসেছেন নাঈম হাসান। আর সাদা বলের ক্রিকেটে আলো ছড়ানো তানজিম হাসান সাকিবের আজ অভিষেক হয়েছে টেস্টে।
নাঈম হাসানের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। মিরাজ স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে দারুণ কার্যকরী। ব্যাটিং লাইনআপে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে দুই অভিজ্ঞ মুমিনুল হক ও মুশফিকুর রহিম থাকছেন। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন জাকের আলী অনিক। পেস আক্রমণে তানজিম সাকিবের সঙ্গে থাকছেন হাসান মাহমুদ।
চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। সফরকারীরা তাদের একাদশে দুইটি পরিবর্তন এনেছে। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নামছেন ভিনসেন্ট মাসেকেসা। দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার তাফাদজওয়া সিগা। বাদ পড়েছেন ভিক্টর নিয়াউচি ও নিয়াশা মায়াভো।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাঈম হাসান
জিম্বাবুয়ে একাদশ
শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারেন, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, তাফাদজোয়া সিগা (উইকেটরক্ষক), ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিনসেন্ট মাসেকেসা, নিকোলাস ওয়েলচ
চট্টগ্রামের আকাশে আজও রোদের তীব্রতা। তবে গত দিনের চেয়ে কিছুটা কমই বলা চলে। মেঘের কারণে ঢেকে যাচ্ছে সূর্য। মাঝে মাঝেই কমে যাচ্ছে আলো। সিলেটের পুনরাবৃত্তি এড়াতে চট্টগ্রাম টেস্ট নিয়ে বিশেষভাবে সতর্ক বাংলাদেশ দল। যদিও উইকেটের আচরণ নিয়ে কিছু আলোচনা হয়েছে, তবে টিম ম্যানেজমেন্টের মূল মনোযোগ ছিল ব্যাটিং নিয়ে বিশেষ করে ভালো শুরুর দিকেই।
সিলেট টেস্টে হতাশাজনক পারফরম্যান্সের পর বাংলাদেশের একাদশে পরিবর্তনের আভাস ছিল। দ্বিতীয় টেস্টে ঠিক তাই হলো। চট্টগ্রামে আজ শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে একাদশে তিন পরিবর্তন এনেছে স্বাগতিকেরা। মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে একাদশে ফিরেছেন এনামুল হক বিজয়। তিন বছর পর টেস্ট খেলতে যাচ্ছেন বিজয়। একই সঙ্গে পেসার খালেদ আহমেদের পরিবর্তে এসেছেন নাঈম হাসান। আর সাদা বলের ক্রিকেটে আলো ছড়ানো তানজিম হাসান সাকিবের আজ অভিষেক হয়েছে টেস্টে।
নাঈম হাসানের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। মিরাজ স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে দারুণ কার্যকরী। ব্যাটিং লাইনআপে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে দুই অভিজ্ঞ মুমিনুল হক ও মুশফিকুর রহিম থাকছেন। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন জাকের আলী অনিক। পেস আক্রমণে তানজিম সাকিবের সঙ্গে থাকছেন হাসান মাহমুদ।
চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। সফরকারীরা তাদের একাদশে দুইটি পরিবর্তন এনেছে। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নামছেন ভিনসেন্ট মাসেকেসা। দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার তাফাদজওয়া সিগা। বাদ পড়েছেন ভিক্টর নিয়াউচি ও নিয়াশা মায়াভো।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাঈম হাসান
জিম্বাবুয়ে একাদশ
শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারেন, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, তাফাদজোয়া সিগা (উইকেটরক্ষক), ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিনসেন্ট মাসেকেসা, নিকোলাস ওয়েলচ
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে