Ajker Patrika

অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ধর্ষণে সহায়তা করেছেন পাকিস্তানি ক্রিকেটার ইয়াসির শাহ! 

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১২: ১৫
অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ধর্ষণে সহায়তা করেছেন পাকিস্তানি ক্রিকেটার ইয়াসির শাহ! 

পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহর বিরুদ্ধে এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ধর্ষণে সহায়তার অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে ইসলামাবাদের শালিমার পুলিশ স্টেশনে এফআইআরও (অভিযোগপত্র) করা হয়েছে। গত ১৯ ডিসেম্বর নির্যাতিত মেয়েটির এক আত্মীয় থানায় এই অভিযোগ দায়ের করেছেন। 
 
জানা গেছে, ঘটনাটি ঘটেছে চলতি বছরের ১৪ আগস্ট। এখন পর্যন্ত এই অভিযোগে কাউকে গ্রেপ্তার করা হয়নি। 

অভিযোগপত্রে বলা হয়েছে, সেই মেয়েকে ইয়াসিরের বন্ধু ফারহান বাট নামে একজন ধর্ষণ করেছেন। তবে মেয়েটির পরিবার যখন থানায় মামলা দায়েরের উদ্যোগ নেয়, তখন ইয়াসির তাদের নানা ধরনের হুমকি ও ভয়ভীতি দেখান। এমনকি অভিযোগ না করার জন্য নানা ধরনের প্রলোভন দেখানো হয়েছে তাদের। 

এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি ইয়াসির। তবে পিসিবির পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘আমাদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়ের বিরুদ্ধে কিছু অভিযোগ আমরা পেয়েছি। পিসিবি এখন তথ্যগুলো জড়ো করছে। সব দিক বিবেচনা করে চূড়ান্ত মন্তব্য করা হবে।’ 

পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট খেলে ২৩৫ উইকেট নিয়েছেন ইয়াসির। চোটে পড়ে বেশ কিছুদিন ধরে মাঠের বাইরে আছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত