নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রায় আট বছর ধরে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসা নাজমুল হাসান পাপন আর এই দায়িত্বে থাকতে চান না। বেশ কিছু দিন ধরে এমন ইঙ্গিত দিয়ে আসছেন তিনি। যদিও অতীতের দুই নির্বাচনে তাঁর বিপক্ষে দাঁড়ানোর আগ্রহ দেখাননি কেউ। তবে পাপন এবার চান উন্মুক্ত প্যানেলেই হোক নির্বাচন। কিন্তু এতেও যে কেউ সভাপতি হতে আগ্রহ দেখাবেন না, সেটি মনে করিয়ে দিলেন পাপন নিজেই।
আজ মঙ্গলবার মিরপুরে বর্তমান পরিচালনা পর্ষদের শেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেছেন, ‘আমার একটা জিনিস মনে হচ্ছে, আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এ পদটা (বিসিবি সভাপতি) নিতে চাইবে!’
আবারও কি আপনাকে সভাপতি হিসেবে দেখা যাবে, এমন প্রশ্নে বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমি চাই আমার বোর্ডে যারাই আসুক তারা যেন চ্যালেঞ্জ নিয়ে বলে, আমি সভাপতি হতে চাই। কেউ অন্তত বলুক, এখন তো কেউ বলেও না। এটা ভালো দিক না।’
ভবিষ্যতের জন্য নেতৃত্ব গড়ে তোলা জরুরি, সেটি মনে করিয়ে দিয়ে নাজমুল হাসান বলেন, ‘কারও জন্য কিছু আটকে থাকে না। আমাদের একটা পাইপলাইন থাকা উচিত। যেখানে নতুনরা দায়িত্ব নিবে। নতুন নেতৃত্ব তৈরি করা উচিত এবং বাংলাদেশে লিডারশিপের অভাব নেই। কিছু কারণে কেউ আসতে চায় না।’
সবাই বিসিবির পরিচালক হতে চাইলেও প্রেসিডেন্ট হতে চায় না বলে মনে করেন নাজমুল হাসান। তিনি বলেন, ‘এমন কেউ নেই যে পরিচালক হতে চায় না। কিন্তু প্রেসিডেন্ট পদের কথাটা বললে আর কেউ নাম বলে না। কেন বলে না জানি না, কিন্তু আমি একটু ওপেন রাখতে চাই। আমি চেষ্টা করব। আমি বলি না আমি সফল। আমি চাই নতুন কেউ আসুক। আমি তাকে পুরো সমর্থন দেব। আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আমরা হেরে গেলেও সহায়তা দেব। এটা কিন্তু ঠিক না একজন চলছে তো চলছে, আর কারও ইচ্ছা করবে না।’
প্রায় আট বছর ধরে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসা নাজমুল হাসান পাপন আর এই দায়িত্বে থাকতে চান না। বেশ কিছু দিন ধরে এমন ইঙ্গিত দিয়ে আসছেন তিনি। যদিও অতীতের দুই নির্বাচনে তাঁর বিপক্ষে দাঁড়ানোর আগ্রহ দেখাননি কেউ। তবে পাপন এবার চান উন্মুক্ত প্যানেলেই হোক নির্বাচন। কিন্তু এতেও যে কেউ সভাপতি হতে আগ্রহ দেখাবেন না, সেটি মনে করিয়ে দিলেন পাপন নিজেই।
আজ মঙ্গলবার মিরপুরে বর্তমান পরিচালনা পর্ষদের শেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেছেন, ‘আমার একটা জিনিস মনে হচ্ছে, আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এ পদটা (বিসিবি সভাপতি) নিতে চাইবে!’
আবারও কি আপনাকে সভাপতি হিসেবে দেখা যাবে, এমন প্রশ্নে বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমি চাই আমার বোর্ডে যারাই আসুক তারা যেন চ্যালেঞ্জ নিয়ে বলে, আমি সভাপতি হতে চাই। কেউ অন্তত বলুক, এখন তো কেউ বলেও না। এটা ভালো দিক না।’
ভবিষ্যতের জন্য নেতৃত্ব গড়ে তোলা জরুরি, সেটি মনে করিয়ে দিয়ে নাজমুল হাসান বলেন, ‘কারও জন্য কিছু আটকে থাকে না। আমাদের একটা পাইপলাইন থাকা উচিত। যেখানে নতুনরা দায়িত্ব নিবে। নতুন নেতৃত্ব তৈরি করা উচিত এবং বাংলাদেশে লিডারশিপের অভাব নেই। কিছু কারণে কেউ আসতে চায় না।’
সবাই বিসিবির পরিচালক হতে চাইলেও প্রেসিডেন্ট হতে চায় না বলে মনে করেন নাজমুল হাসান। তিনি বলেন, ‘এমন কেউ নেই যে পরিচালক হতে চায় না। কিন্তু প্রেসিডেন্ট পদের কথাটা বললে আর কেউ নাম বলে না। কেন বলে না জানি না, কিন্তু আমি একটু ওপেন রাখতে চাই। আমি চেষ্টা করব। আমি বলি না আমি সফল। আমি চাই নতুন কেউ আসুক। আমি তাকে পুরো সমর্থন দেব। আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আমরা হেরে গেলেও সহায়তা দেব। এটা কিন্তু ঠিক না একজন চলছে তো চলছে, আর কারও ইচ্ছা করবে না।’
বার্সেলোনার ২০২৪-২৫ মৌসুমের লা লিগায় চ্যাম্পিয়ন হওয়া সময়ের ব্যাপার মাত্র। তবে রিয়াল মাদ্রিদ এখনো শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে জয়ের পর আত্মবিশ্বাস বেড়েছে রিয়ালের।
৩৪ মিনিট আগেকদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
১২ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
১৩ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
১৪ ঘণ্টা আগে