Ajker Patrika

পাকিস্তানের ব্যাটাররা নন, দ্বিতীয় দিন খেলল বৃষ্টি

পাকিস্তানের ব্যাটাররা নন, দ্বিতীয় দিন খেলল বৃষ্টি

দীর্ঘ ৮ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয়ের দুর্দান্ত সুযোগ পাচ্ছে পাকিস্তান। প্রথম টেস্টের ৪ উইকেটের জয়ে ইতিমধ্যে সিরিজে এগিয়ে রয়েছে তারা। দ্বিতীয় ও শেষ টেস্টে শুধু ড্র করলেই চলবে তাদের। 

তবে সিরিজের শেষ টেস্ট ড্র নয় জয়ের আশাই করতে পারে পাকিস্তান। কলম্বোর সিংহলজি স্পোর্টস ক্লাব মাঠেও (এসএসসি) শুরুটা দুর্দান্ত করেছে তারা। কিন্তু বেরসিক বৃষ্টি এই টেস্টে একটু ঝামেলা বাঁধিয়েছে। দ্বিতীয় দিনে বলা চলে খেলাই হতে দেয়নি বৃষ্টি। এতে করে টেস্টে আরও বড় ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগটা হাতছাড়া হয়েছে পাকিস্তানের। 

 ২ উইকেটে ১৪৫ রানে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমে আজ মাত্র ৩৩ রান যোগ করতে পারে পাকিস্তান। এতে অবশ্য সফরকারীদের কোনো ভুল ছিল না। প্রকৃতিই তাদের বাধা দিয়েছে। আজ যে মাত্র ১০ ওভার খেলা হয়েছে। দিনের বাকি সময়টা বেরসিক বৃষ্টিই খেলেছে। বৃষ্টিতে আর খেলা না হওয়ায় দিন শেষে পাকিস্তানের রান ২ উইকেটে ১৭৮। এতে করে ১২ রানের লিড পেয়েছে পাকিস্তান। ৮৭ রানে আবদুল্লাহ শফিক ব্যাটিংয়ে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সঙ্গে। ২৮ রানে অপরাজিত আছেন বাবর। 

গতকাল প্রথম দিনেই শ্রীলঙ্কাকে মাত্র ১৬৬ রানে অলআউট করে পাকিস্তান। লঙ্কানদের এত অল্প রানে আটকে রাখার পথে ৬৯ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার আবরার আহমেদ। বোলিংয়ের পর নিজেদের ইনিংসে ব্যাটিংয়েও দুর্দান্ত ছিল পাকিস্তান। দিনের খেলা শেষে ২ উইকেটে ১৪৫ রান করেছিল তারা। 

সর্বশেষ ২০১৫ সালে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। তিন টেস্টের সিরিজে সেবার ২–১ ব্যবধানে জিতেছিল সফরকারীরা। মাঝে ২০২২ সালে দুই টেস্টের সিরিজ খেললেও ১–১ ব্যবধানে সমতায় শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত