Ajker Patrika

ঢাকার মালিকানা থাকছে বিসিবির কাছে

ঢাকার মালিকানা থাকছে বিসিবির কাছে

আজ চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট। তবে আগের রাতের নাটকীয়তায় পাল্টে গেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেঁধে দেওয়া শর্তপূরণ করতে না পারায় ফ্র্যাঞ্চাইজি স্বত্ব হারিয়েছে রুপা অ্যান্ড মার্ন গ্রুপ। 

ফলে এখন ঢাকার মালিকানা থাকছে বিসিবির কাছে। আজ প্লেয়ার্স ড্রাফটের অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। তবে পরে অবশ্য স্পনসরদের হাতে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। ড্রাফটে ঢাকার হয়ে দল সাজাবে বিসিবিই। 

নিয়ম অনুযায়ী ড্রাফটের বাইরে থেকে একজন বাংলাদেশি ছাড়াও তিনজন বিদেশি খেলোয়াড় নিতে পারবে দলগুলো। ড্রাফটের বাইরে থেকে একজন বাংলাদেশি ক্রিকেটার নেওয়ার ক্ষেত্রে বাকি ছিল শুধু ঢাকা। আজ বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকার হয়ে খেলবেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। 

এ ছাড়া বাংলাদেশিদের মধ্যে কুমিল্লা মোস্তাফিজুর রহমান, সিলেট তাসকিন আহমেদ, খুলনা মুশফিকুর রহিম ও চট্টগ্রামে খেলবে নাসুম আহমেদকে দলে নিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত