নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ জাতীয় দলের ওপেনার মোহাম্মদ নাঈম। তামিম ইকবালের অনুপস্থিতিতে দীর্ঘদিন ধরে জাতীয় দলের ওপেনিং করছেন তিনি। অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে টানা ব্যাট হাতে ব্যর্থ নাঈম। ফর্মহীনতা কিংবা শট খেলার দুর্বলতা দেখা যাচ্ছে এই ব্যাটারের মাঝে। আর তাতেই তার টি-টোয়েন্টি দলে থাকা নিয়ে প্রশ্নও উঠেছে।
চলতি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ ম্যাচের ৭টিতে ব্যাটিংয়ে নেমেছিলেন নাঈম। এই সাত ইনিংসে সর্বোচ্চ ১৫ রানসহ ৬৫.৭৮ স্ট্রাইক রেটে মোট সংগ্রহ ৫০। ২০ পার হয়নি কোনো ইনিংস।
নাঈমের আসলে কী হয়েছে? কেন তার ব্যাটে রান নেই এই নিয়ে প্রশ্নেরও কোনো শেষ নেই। শুরুতে মিনিস্টার ঢাকা দলের হয়ে তিনে নামেন তিনি। এরপর চারে জায়গা হয় তাঁর। শেষ পর্যন্ত আটে নেমেও ব্যর্থ হয়েছিলেন নাঈম, বাদ পড়েন পরের ম্যাচে।
ওপেনার হয়েও অন্য পজিশনে নামায় নাঈনের এমন অধঃপতন কী না এমন প্রশ্নে ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম আজকের পত্রিকাকে বলছিলেন, ‘পজিশনের জন্য এমন হতে পারে। কিন্তু বিশ্বকাপ থেকে টানা এমন খারাপ করারটা পারফরম্যান্সে ঘাটতিও হতে পারে। তার ফর্মহীনতা দলের জন্যও ক্ষতিকর।’
বিপিএলের প্রথম ধাপের দশ ম্যাচ শেষ হয়েছে ঢাকার। শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্টে টিকে থাকার শঙ্কা দেখা দিয়েছে ঢাকা-শিবিরে। ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার নিতে আসা সাকিবের সঙ্গে দেখা হয় নাঈমের।
টুর্নামেন্টের শুরুতে ব্যাটিং নিয়ে খানিকটা ধুঁকলেও টানা পাঁচ ম্যাচে দুর্দান্ত সাকিব। তাইতো সাকিবকে সামনে পেয়ে হয়তো নিজের দুর্বলতার কথা জানান নাঈম। সাকিবেরও জাতীয় দলের সতীর্থের ব্যাটিং সমস্যার কথা জানার কথা। তাই মাঠের এক কোণে নাঈমকে শট খেলার বিভিন্ন টিপস দেন তিনি। ভেসে আসা বল কিংবা স্লোয়ারকে কীভাবে খেলবে কিংবা টার্ন করা বলে কীভাবে রান করতে হয় এই টিপসগুলোই দিতে দেখা যায় সাকিবকে। তারপর নাঈমও সাকিবের দেখাদেখি চেষ্টা করেন।
বাংলাদেশ জাতীয় দলের ওপেনার মোহাম্মদ নাঈম। তামিম ইকবালের অনুপস্থিতিতে দীর্ঘদিন ধরে জাতীয় দলের ওপেনিং করছেন তিনি। অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে টানা ব্যাট হাতে ব্যর্থ নাঈম। ফর্মহীনতা কিংবা শট খেলার দুর্বলতা দেখা যাচ্ছে এই ব্যাটারের মাঝে। আর তাতেই তার টি-টোয়েন্টি দলে থাকা নিয়ে প্রশ্নও উঠেছে।
চলতি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ ম্যাচের ৭টিতে ব্যাটিংয়ে নেমেছিলেন নাঈম। এই সাত ইনিংসে সর্বোচ্চ ১৫ রানসহ ৬৫.৭৮ স্ট্রাইক রেটে মোট সংগ্রহ ৫০। ২০ পার হয়নি কোনো ইনিংস।
নাঈমের আসলে কী হয়েছে? কেন তার ব্যাটে রান নেই এই নিয়ে প্রশ্নেরও কোনো শেষ নেই। শুরুতে মিনিস্টার ঢাকা দলের হয়ে তিনে নামেন তিনি। এরপর চারে জায়গা হয় তাঁর। শেষ পর্যন্ত আটে নেমেও ব্যর্থ হয়েছিলেন নাঈম, বাদ পড়েন পরের ম্যাচে।
ওপেনার হয়েও অন্য পজিশনে নামায় নাঈনের এমন অধঃপতন কী না এমন প্রশ্নে ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম আজকের পত্রিকাকে বলছিলেন, ‘পজিশনের জন্য এমন হতে পারে। কিন্তু বিশ্বকাপ থেকে টানা এমন খারাপ করারটা পারফরম্যান্সে ঘাটতিও হতে পারে। তার ফর্মহীনতা দলের জন্যও ক্ষতিকর।’
বিপিএলের প্রথম ধাপের দশ ম্যাচ শেষ হয়েছে ঢাকার। শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্টে টিকে থাকার শঙ্কা দেখা দিয়েছে ঢাকা-শিবিরে। ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার নিতে আসা সাকিবের সঙ্গে দেখা হয় নাঈমের।
টুর্নামেন্টের শুরুতে ব্যাটিং নিয়ে খানিকটা ধুঁকলেও টানা পাঁচ ম্যাচে দুর্দান্ত সাকিব। তাইতো সাকিবকে সামনে পেয়ে হয়তো নিজের দুর্বলতার কথা জানান নাঈম। সাকিবেরও জাতীয় দলের সতীর্থের ব্যাটিং সমস্যার কথা জানার কথা। তাই মাঠের এক কোণে নাঈমকে শট খেলার বিভিন্ন টিপস দেন তিনি। ভেসে আসা বল কিংবা স্লোয়ারকে কীভাবে খেলবে কিংবা টার্ন করা বলে কীভাবে রান করতে হয় এই টিপসগুলোই দিতে দেখা যায় সাকিবকে। তারপর নাঈমও সাকিবের দেখাদেখি চেষ্টা করেন।
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৩ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে