নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
টেস্টে বাংলাদেশের সবচেয়ে বিব্রতকর হার কোনটি—এমন প্রশ্নে অনেকেই টেনে আনেন আড়াই বছর আগে রশিদ খানদের বিপক্ষে সাকিব আল হাসানদের বিধ্বস্ত হওয়ার সেই টেস্টটিকে। মাত্র দুই টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ যে একমাত্র টেস্টে হেরেছিল ২২৪ রানের বড় ব্যবধানে।
যে টেস্টটি বাংলাদেশের জন্য নিয়ে এসেছিল হতাশা ও দুর্দশার মুহূর্ত সেই টেস্টটিই আবার আফগানদের জন্য হয়ে আছে স্মরণীয়। সংস্করণটা ভিন্ন হলেও রশিদ খানরা সেই ‘প্রিয়’ মাঠেই আগামীকাল খেলতে নামছেন আবারও। এবার অবশ্য টেস্ট নয়, ওয়ানডে সিরিজ।
তবুও আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদি ওয়ানডে সিরিজে ভালো করার জন্য পুঁজি মানছেন সেই টেস্টের অভিজ্ঞতাকে। আজ সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক বলেন, ‘আমার সেখান (চট্টগ্রাম) থেকে শুরু করতে যাচ্ছি, যেখানে আমাদের বেশি ভালো স্মৃতি আছে। আছে বেশ কিছু ইতিবাচক দিক। আগামীকালও আমরা পুনরায় সেভাবে শুরু করতে চাই।’
আফগানিস্তানের বোলিং বিভাগ বলতে গেলে স্পিননির্ভর। রশিদ, মোহাম্মদ নবী ও মুজিবউর রহমান-এই ত্রয়ী বিশ্বের যেকোনো শক্তিশালী ব্যাটিং বিভাগেরই পরীক্ষা নিয়েছেন অতীতে। ঐতিহ্যগতভাবে বাংলাদেশের উইকেটেও অনেকটাই ধীরগতির হয়ে থাকে।
সেটি কাজে লাগিয়েই দুইয়ে দুইয়ে চার মেলাতে চান হাশমতউল্লাহ, ‘আমাদের ভালো স্পিন বোলিং আক্রমণ আছে। বাংলাদেশেরও উইকেট ভালো স্পিন সহায়ক। আমি তাই খুবই আত্মবিশ্বাসী যে এই উইকেট আমাদের জন্য ভালো সহায়ক হবে।’
একটা সময় বাংলাদেশ দলের কোচিং করানো স্টুয়ার্ট ল এখন রশিদ-নবীদের কোচ। স্বাভাবিকভাবেই বাংলাদেশ দল সম্পর্কে বেশ ভালোই জানা এই অস্ট্রেলিয়ানের। সেটিকে কাজে লাগাতে চান আফগান অধিনায়ক। বলেন, তিনি (স্টুয়াট ল) এখানে কোচ ছিলেন। তিনি এখানকার সবকিছু জানেন। উইকেট ও মাঠ সম্পর্কে ভালো ধারনা আছে। তিনি আমাদের সেসব বিষয়ে পরামর্শ দেবেন। আমি সেটি অনুসরণ করব।’
মুজিব উর রহমান, কায়েস আহমেদরা গত কদিনে ব্যস্ত ছিলেন বিপিএলে। তাঁরা আছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলেও। স্বাভাবিকভাবেই বাংলাদেশের উইকেটে গত এক মাস খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবেন তাঁরা। আফগান অধিনায়কও সামনে আনছেন সেটিকে, ‘আমরা সব ধরণের সংস্করণ এখানে খেলেছি। ওয়ানডে তো অবশ্যই। আর আমাদের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের অনেকেই বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে। যেটা আমাদের উইকেট, মাঠ সম্পর্কে জানতে সহায়তা করবে।’
টেস্টে বাংলাদেশের সবচেয়ে বিব্রতকর হার কোনটি—এমন প্রশ্নে অনেকেই টেনে আনেন আড়াই বছর আগে রশিদ খানদের বিপক্ষে সাকিব আল হাসানদের বিধ্বস্ত হওয়ার সেই টেস্টটিকে। মাত্র দুই টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ যে একমাত্র টেস্টে হেরেছিল ২২৪ রানের বড় ব্যবধানে।
যে টেস্টটি বাংলাদেশের জন্য নিয়ে এসেছিল হতাশা ও দুর্দশার মুহূর্ত সেই টেস্টটিই আবার আফগানদের জন্য হয়ে আছে স্মরণীয়। সংস্করণটা ভিন্ন হলেও রশিদ খানরা সেই ‘প্রিয়’ মাঠেই আগামীকাল খেলতে নামছেন আবারও। এবার অবশ্য টেস্ট নয়, ওয়ানডে সিরিজ।
তবুও আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদি ওয়ানডে সিরিজে ভালো করার জন্য পুঁজি মানছেন সেই টেস্টের অভিজ্ঞতাকে। আজ সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক বলেন, ‘আমার সেখান (চট্টগ্রাম) থেকে শুরু করতে যাচ্ছি, যেখানে আমাদের বেশি ভালো স্মৃতি আছে। আছে বেশ কিছু ইতিবাচক দিক। আগামীকালও আমরা পুনরায় সেভাবে শুরু করতে চাই।’
আফগানিস্তানের বোলিং বিভাগ বলতে গেলে স্পিননির্ভর। রশিদ, মোহাম্মদ নবী ও মুজিবউর রহমান-এই ত্রয়ী বিশ্বের যেকোনো শক্তিশালী ব্যাটিং বিভাগেরই পরীক্ষা নিয়েছেন অতীতে। ঐতিহ্যগতভাবে বাংলাদেশের উইকেটেও অনেকটাই ধীরগতির হয়ে থাকে।
সেটি কাজে লাগিয়েই দুইয়ে দুইয়ে চার মেলাতে চান হাশমতউল্লাহ, ‘আমাদের ভালো স্পিন বোলিং আক্রমণ আছে। বাংলাদেশেরও উইকেট ভালো স্পিন সহায়ক। আমি তাই খুবই আত্মবিশ্বাসী যে এই উইকেট আমাদের জন্য ভালো সহায়ক হবে।’
একটা সময় বাংলাদেশ দলের কোচিং করানো স্টুয়ার্ট ল এখন রশিদ-নবীদের কোচ। স্বাভাবিকভাবেই বাংলাদেশ দল সম্পর্কে বেশ ভালোই জানা এই অস্ট্রেলিয়ানের। সেটিকে কাজে লাগাতে চান আফগান অধিনায়ক। বলেন, তিনি (স্টুয়াট ল) এখানে কোচ ছিলেন। তিনি এখানকার সবকিছু জানেন। উইকেট ও মাঠ সম্পর্কে ভালো ধারনা আছে। তিনি আমাদের সেসব বিষয়ে পরামর্শ দেবেন। আমি সেটি অনুসরণ করব।’
মুজিব উর রহমান, কায়েস আহমেদরা গত কদিনে ব্যস্ত ছিলেন বিপিএলে। তাঁরা আছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলেও। স্বাভাবিকভাবেই বাংলাদেশের উইকেটে গত এক মাস খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবেন তাঁরা। আফগান অধিনায়কও সামনে আনছেন সেটিকে, ‘আমরা সব ধরণের সংস্করণ এখানে খেলেছি। ওয়ানডে তো অবশ্যই। আর আমাদের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের অনেকেই বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে। যেটা আমাদের উইকেট, মাঠ সম্পর্কে জানতে সহায়তা করবে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের পর বিরাট কোহলি-রোহিত শর্মা এখন ব্যস্ত ওয়ানডে নিয়ে। ওয়ানডেতে রোহিত-কোহলি সবশেষ খেলেছেন এ বছরের ৯ মার্চ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে।
২৮ মিনিট আগেসাথিরা জাকির জেসির যাত্রা যেন একটার পর একটা মাইলফলক ছোঁয়ার গল্প। একসময় ছিলেন বাংলাদেশের নারী ক্রিকেটের বড় মুখ। সেখান থেকে কোচ, ক্লাব কর্মকর্তা, অতঃপর এখন আম্পায়ার।
১ ঘণ্টা আগেজর্জিনা রদ্রিগেজের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর পরিচয় তো আজকের নয়। রোনালদো-রদ্রিগেজ জুটি একে অপরকে চেনেন ৯ বছর ধরে। দীর্ঘ সময় ধরে পরিচিত এই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব রোনালদো দিয়েছেন গত সপ্তাহে।
১ ঘণ্টা আগেলিওনেল মেসির এখন ম্যাচ মিস করা নতুন কিছু নয়। চোট ইদানীং এত ভোগাচ্ছে যে কোচরা তাঁকে মাঠে নামাতে সাহস পান না। এমনকি লিগস কাপে কোয়ার্টার ফাইনালে মায়ামির ম্যাচ মেসিকে দেখতে হয় গ্যালারিতে বসে।
২ ঘণ্টা আগে