বিরাট কোহলিকে (৪০৩৮ রান) পেছনে ফেলে গতকাল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪০৬৭ রানের রেকর্ড গড়েছেন বাবর আজম। এমন দুর্দান্ত রেকর্ডটা জয় দিয়ে রাঙানোর সুযোগ ছিল তাঁর সামনে। কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে যাওয়ায় রেকর্ডের আনন্দটা মাটি হয়েছে পাকিস্তান অধিনায়কের।
সব সংস্করণ মিলিয়ে প্রথমবার যুক্তরাষ্ট্রের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম অঘটনের শিকার হয়েছে পাকিস্তান। ম্যাচ হারার পর স্বাভাবিকভাবেই যে কারও মন খারাপ হওয়ার কথা। বাবরের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি। দল হারায় সোজাসাপ্টা জানিয়েছেন, তাঁর খারাপ লেগেছে।
সঙ্গে বাবর এটিও জানিয়েছেন যে, তিন বিভাগে ভালো না করার কারণেই ম্যাচে হেরেছেন তাঁরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি হতাশ। আমরা তিন বিভাগেই ভালো করতে পারিনি। প্রথম ৬ ওভারে আমরা খুব বেশি উইকেট নিতে পারিনি। মাঝের ওভারে স্পিনাররা উইকেট নিতে না পারায় আমাদের ওপর চাপ বেড়েছে। পরের ১০ ওভারে কামব্যাক করলেও তখন প্রতিপক্ষ ম্যাচ শেষ করে দিয়েছে। আর সুপার ওভারে যেভাবে খেলাটি শেষ করেছে তাতে যুক্তরাষ্ট্রকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে।’
সুপার ওভারে যুক্তরাষ্ট্রের ব্যাটাররা দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন বলে মনে করছেন বাবর। সুপার ওভার নিয়ে তিনি বলেছেন, ‘সে (মোহাম্মদ আমির) অভিজ্ঞ একজন বোলার। সে জানে কীভাবে বোলিং করতে হয় এবং আমরা সেভাবেই ফিল্ডিং সাজিয়েছিলাম। তবে আমি মনে করি, যুক্তরাষ্ট্রের ব্যাটাররা বেশ বুদ্ধিমান। উইকেটকিপারের হাতে বল থাকার পরও তারা দৌড়েছে (রান নিতে)। সুপার ওভারে এটা তাদের প্লাস পয়েন্ট ছিল।’
বাবর অবশ্য ভুল বলেননি। সুপার ওভারে ব্যাটিংয়ে নেমে আমিরের করা ৩টি ওয়াইড বলে ৪ রান বাই নিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই ব্যাটার অ্যারন জোন্স ও হারমিত সিং।
বিরাট কোহলিকে (৪০৩৮ রান) পেছনে ফেলে গতকাল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪০৬৭ রানের রেকর্ড গড়েছেন বাবর আজম। এমন দুর্দান্ত রেকর্ডটা জয় দিয়ে রাঙানোর সুযোগ ছিল তাঁর সামনে। কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে যাওয়ায় রেকর্ডের আনন্দটা মাটি হয়েছে পাকিস্তান অধিনায়কের।
সব সংস্করণ মিলিয়ে প্রথমবার যুক্তরাষ্ট্রের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম অঘটনের শিকার হয়েছে পাকিস্তান। ম্যাচ হারার পর স্বাভাবিকভাবেই যে কারও মন খারাপ হওয়ার কথা। বাবরের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি। দল হারায় সোজাসাপ্টা জানিয়েছেন, তাঁর খারাপ লেগেছে।
সঙ্গে বাবর এটিও জানিয়েছেন যে, তিন বিভাগে ভালো না করার কারণেই ম্যাচে হেরেছেন তাঁরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি হতাশ। আমরা তিন বিভাগেই ভালো করতে পারিনি। প্রথম ৬ ওভারে আমরা খুব বেশি উইকেট নিতে পারিনি। মাঝের ওভারে স্পিনাররা উইকেট নিতে না পারায় আমাদের ওপর চাপ বেড়েছে। পরের ১০ ওভারে কামব্যাক করলেও তখন প্রতিপক্ষ ম্যাচ শেষ করে দিয়েছে। আর সুপার ওভারে যেভাবে খেলাটি শেষ করেছে তাতে যুক্তরাষ্ট্রকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে।’
সুপার ওভারে যুক্তরাষ্ট্রের ব্যাটাররা দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন বলে মনে করছেন বাবর। সুপার ওভার নিয়ে তিনি বলেছেন, ‘সে (মোহাম্মদ আমির) অভিজ্ঞ একজন বোলার। সে জানে কীভাবে বোলিং করতে হয় এবং আমরা সেভাবেই ফিল্ডিং সাজিয়েছিলাম। তবে আমি মনে করি, যুক্তরাষ্ট্রের ব্যাটাররা বেশ বুদ্ধিমান। উইকেটকিপারের হাতে বল থাকার পরও তারা দৌড়েছে (রান নিতে)। সুপার ওভারে এটা তাদের প্লাস পয়েন্ট ছিল।’
বাবর অবশ্য ভুল বলেননি। সুপার ওভারে ব্যাটিংয়ে নেমে আমিরের করা ৩টি ওয়াইড বলে ৪ রান বাই নিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই ব্যাটার অ্যারন জোন্স ও হারমিত সিং।
একের পর এক দুঃসংবাদ পেয়ে চলেছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। কদিন আগে পাকিস্তানের এশিয়া কাপের দলে জায়গা হয়নি বাবর-রিজওয়ানের। দুই তারকা ক্রিকেটারকে এবার কেন্দ্রীয় চুক্তিতেও নিচে নামিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২ মিনিট আগেএকটু এদিক সেদিক হলেই হলো। তাওহিদ হৃদয় প্রতিবাদ করতে ছাড়েন না। সামাজিক মাধ্যমে বিস্তারিত পোস্ট দিয়ে প্রতিবাদ তো জানান। এমনকি তাঁর সঙ্গে কোনো ঘটনা ঘটলে কড়া প্রতিবাদ করেন বাংলাদেশের এই তরুণ ক্রিকেটার।
১ ঘণ্টা আগেটপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দল এখন পর্যন্ত খেলেছে তিন ম্যাচ। জিতেছে দুই ম্যাচ ও হেরেছে এক ম্যাচ। ১১ দলের মধ্যে পয়েন্ট তালিকায় এই মুহূর্তে ৯ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে২০১০-এর পর পাকিস্তান দলের দরজা দানিশ কানেরিয়ার জন্য এক রকম বন্ধ হয়ে যায়। বাদ পড়ার পর প্রায়ই তিনি পাকিস্তান ক্রিকেট নিয়ে তির্যক মন্তব্য করেন। এমনকি পাকিস্তানের কোনো ক্রিকেটার বা দল নিয়ে কেউ উল্টোপাল্টা মন্তব্য করলে খুব মজা পান কানেরিয়া।
২ ঘণ্টা আগে