Ajker Patrika

যুক্তরাষ্ট্রের কাছে হেরে যা বললেন বাবর

আপডেট : ০৭ জুন ২০২৪, ১৪: ৫৩
যুক্তরাষ্ট্রের কাছে হেরে যা বললেন বাবর

বিরাট কোহলিকে (৪০৩৮ রান) পেছনে ফেলে গতকাল আন্তর্জাতিক টি­-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪০৬৭ রানের রেকর্ড গড়েছেন বাবর আজম। এমন দুর্দান্ত রেকর্ডটা জয় দিয়ে রাঙানোর সুযোগ ছিল তাঁর সামনে। কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে যাওয়ায় রেকর্ডের আনন্দটা মাটি হয়েছে পাকিস্তান অধিনায়কের। 

সব সংস্করণ মিলিয়ে প্রথমবার যুক্তরাষ্ট্রের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম অঘটনের শিকার হয়েছে পাকিস্তান। ম্যাচ হারার পর স্বাভাবিকভাবেই যে কারও মন খারাপ হওয়ার কথা। বাবরের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি। দল হারায় সোজাসাপ্টা জানিয়েছেন, তাঁর খারাপ লেগেছে। 

সঙ্গে বাবর এটিও জানিয়েছেন যে, তিন বিভাগে ভালো না করার কারণেই ম্যাচে হেরেছেন তাঁরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি হতাশ। আমরা তিন বিভাগেই ভালো করতে পারিনি। প্রথম ৬ ওভারে আমরা খুব বেশি উইকেট নিতে পারিনি। মাঝের ওভারে স্পিনাররা উইকেট নিতে না পারায় আমাদের ওপর চাপ বেড়েছে। পরের ১০ ওভারে কামব্যাক করলেও তখন প্রতিপক্ষ ম্যাচ শেষ করে দিয়েছে। আর সুপার ওভারে যেভাবে খেলাটি শেষ করেছে তাতে যুক্তরাষ্ট্রকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে।’ 

সুপার ওভারে যুক্তরাষ্ট্রের ব্যাটাররা দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন বলে মনে করছেন বাবর। সুপার ওভার নিয়ে তিনি বলেছেন, ‘সে (মোহাম্মদ আমির) অভিজ্ঞ একজন বোলার। সে জানে কীভাবে বোলিং করতে হয় এবং আমরা সেভাবেই ফিল্ডিং সাজিয়েছিলাম। তবে আমি মনে করি, যুক্তরাষ্ট্রের ব্যাটাররা বেশ বুদ্ধিমান। উইকেটকিপারের হাতে বল থাকার পরও তারা দৌড়েছে (রান নিতে)। সুপার ওভারে এটা তাদের প্লাস পয়েন্ট ছিল।’ 

বাবর অবশ্য ভুল বলেননি। সুপার ওভারে ব্যাটিংয়ে নেমে আমিরের করা ৩টি ওয়াইড বলে ৪ রান বাই নিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই ব্যাটার অ্যারন জোন্স ও হারমিত সিং।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আদালতে আসামির স্বীকারোক্তি—১০ লাখ টাকা লোন দেয়নি বলে ব্যাংকে চুরির সিদ্ধান্ত নিই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত