Ajker Patrika

আইসিসির ‘শাস্তি’ পেল মিরপুর

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ২০: ২০
আইসিসির ‘শাস্তি’ পেল মিরপুর

মিরপুর টেস্টের উইকেট নিয়ে তুমুল আলোচনা গত কদিনে। দুই দলের চার ইনিংস মিলিয়ে খেলা হয়েছে ১০৬৯ বল বা ১৭৮.১ ওভার, বলের হিসেবে বাংলাদেশের মাঠে হওয়া টেস্টের মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্যের টেস্ট এটি। প্রতি গড়ে ৫ ওভার শেষ হওয়ার আগেই একটি করে উইকেট পড়েছে। মাঝে একদিন বৃষ্টিতে না ভেসে গেলে আড়াই দিনেই খেলা শেষ হয়ে যেত। এমন উইকেট সরবরাহ করায় আইসিসি মিরপুরকে ‘শাস্তি’ দিয়েছে। 

আজ সন্ধ্যায় আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যে হওয়া মিরপুর টেস্টের উইকেট নিয়ে তারা ‘অসন্তুষ্ট’। ম্যাচ অফিশিয়াল ও দুই দলের অধিনায়কের সঙ্গে কথা বলে আইসিসির ম্যাচ রেফারি ডেভিড বুন একটি ‘ডিমেরিট পয়েন্ট’ দিয়েছেন মিরপুরকে। বিসিবি চাইলে ১৪ দিনের মধ্যে আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে পারবে। এই ডিমেরিট পয়েন্টের মেয়াদ পাঁচ বছরের জন্য। এ সময়ে ৬ ডিমেরিট পয়েন্ট পেলে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হবে মিরপুর।

বুন বলেছেন, ‘আউটফিল্ড খুব ভালো ছিল। বৃষ্টির পরও অনেক ভালো ছিল। তবে পিচ সম্ভবত পুরোপুরি তৈরি ছিল না। প্রথম সেশনের পর থেকেই বাউন্স অসম ছিল। ব্যাটাররা যখন সামনে খেলতে গেছে, স্পিনারদের বল প্রায় কাঁধের ওপর দিয়ে গেছে এবং কখনো কখনো নিচুও হয়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত