এলাম, দেখলাম এবং জয় করলাম- স্যাম কারানের কাছে ব্যাপারটা যেন এমনই। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপই কারানের প্রথম বিশ্বকাপ এবং এই বিশ্বকাপেই করলেন বাজিমাত। একই সঙ্গে ফাইনালসেরা এবং টুর্নামেন্টসেরা হলেন ইংল্যান্ডের এই বাঁহাতি পেসার।
আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) ফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন কারান। ৪ ওভার বোলিং করে ১২ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট।বৈচিত্র্যময় বোলিং করে পাকিস্তানি ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন কারান। যদিও কারান মনে করেন, তিনি ফাইনাল সেরার যোগ্য নন। বরং পুরষ্কার পাওয়া উচিত বেন স্টোকসের। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কারান বলেন, ‘আমি মনে করি না এই পুরস্কার আমার পাওয়া উচিত। স্টোকস অসাধারণ খেলেছে।’
ফাইনাল তে বটেই, পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত বোলিং করেছেন কারান। ৬ ম্যাচ খেলে নিয়েছেন ১৩ উইকেট। বোলিং গড় ১১.৩৮ এবং ইকোনমি ৬.৫৮। ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে প্রতিপক্ষের রান আটকে রেখেছেন বেশ দারুণভাবেই। টুর্নামেন্টসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
বিশ্বকাপের ম্যান অব দ্যা ফাইনাল:
১। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইরফান পাঠান (ভারত): ৪-০-১৬-৩; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা
২। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ: শহিদ আফ্রিদি (পাকিস্তান):৪০ বলে ৫৪* রান এবং ৪-০-২০-১; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা: ভেন্যু: লর্ডস, ইংল্যান্ড
৩। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ: ক্রেগ কিসওয়েটার (ইংল্যান্ড): ৪৯ বলে ৬৩ রান; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া;
৪। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ: মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ)): ৫৬ বলে ৭৮ রান ও ৪-০-১৫-১;প্রতিপক্ষ: শ্রীলঙ্কা: ভেন্যু: কলম্বো, শ্রীলঙ্কা।
৫। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ: কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা): ৩৫ বলে ৫২* রান; প্রতিপক্ষ: ভারত; ভেন্যু: মিরপুর, বাংলাদেশ
৬। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ: মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ): ৬৬ বলে ৮৫ রান; প্রতিপক্ষ: ইংল্যান্ড; ভেন্যু: ইডেন গার্ডেন্স, ভারত
৭। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ: মিচেল মার্শ (অস্ট্রেলিয়া): ৫০ বলে ৭৭* রান; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; ভেন্যু: দুবাই, সংযুক্ত আরব আমিরাত
৮। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ: স্যাম কারান (ইংল্যান্ড): ৪-০-১৬-৩; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)
বিশ্বকাপের ম্যান অব দ্যা টুর্নামেন্ট:
১। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ: শহিদ আফ্রিদি (পাকিস্তান):৯১ রান ও ১২ উইকেট
২। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ: তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা): ৩১৭ রান
৩। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ: কেভিন পিটারসেন (ইংল্যান্ড):২৪৮ রান
৪। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ: শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া): ২৪৯ রান ও ১১ উইকেট
৫। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ: বিরাট কোহলি (ভারত): ৩১৯ রান
৬। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ: বিরাট কোহলি (ভারত): ২৭৩ রান ও ১ উইকেট
৭। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): ২৮৯ রান
৮। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ: স্যাম কারান (ইংল্যান্ড):১৩ উইকেট
এলাম, দেখলাম এবং জয় করলাম- স্যাম কারানের কাছে ব্যাপারটা যেন এমনই। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপই কারানের প্রথম বিশ্বকাপ এবং এই বিশ্বকাপেই করলেন বাজিমাত। একই সঙ্গে ফাইনালসেরা এবং টুর্নামেন্টসেরা হলেন ইংল্যান্ডের এই বাঁহাতি পেসার।
আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) ফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন কারান। ৪ ওভার বোলিং করে ১২ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট।বৈচিত্র্যময় বোলিং করে পাকিস্তানি ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন কারান। যদিও কারান মনে করেন, তিনি ফাইনাল সেরার যোগ্য নন। বরং পুরষ্কার পাওয়া উচিত বেন স্টোকসের। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কারান বলেন, ‘আমি মনে করি না এই পুরস্কার আমার পাওয়া উচিত। স্টোকস অসাধারণ খেলেছে।’
ফাইনাল তে বটেই, পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত বোলিং করেছেন কারান। ৬ ম্যাচ খেলে নিয়েছেন ১৩ উইকেট। বোলিং গড় ১১.৩৮ এবং ইকোনমি ৬.৫৮। ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে প্রতিপক্ষের রান আটকে রেখেছেন বেশ দারুণভাবেই। টুর্নামেন্টসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
বিশ্বকাপের ম্যান অব দ্যা ফাইনাল:
১। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইরফান পাঠান (ভারত): ৪-০-১৬-৩; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা
২। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ: শহিদ আফ্রিদি (পাকিস্তান):৪০ বলে ৫৪* রান এবং ৪-০-২০-১; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা: ভেন্যু: লর্ডস, ইংল্যান্ড
৩। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ: ক্রেগ কিসওয়েটার (ইংল্যান্ড): ৪৯ বলে ৬৩ রান; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া;
৪। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ: মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ)): ৫৬ বলে ৭৮ রান ও ৪-০-১৫-১;প্রতিপক্ষ: শ্রীলঙ্কা: ভেন্যু: কলম্বো, শ্রীলঙ্কা।
৫। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ: কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা): ৩৫ বলে ৫২* রান; প্রতিপক্ষ: ভারত; ভেন্যু: মিরপুর, বাংলাদেশ
৬। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ: মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ): ৬৬ বলে ৮৫ রান; প্রতিপক্ষ: ইংল্যান্ড; ভেন্যু: ইডেন গার্ডেন্স, ভারত
৭। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ: মিচেল মার্শ (অস্ট্রেলিয়া): ৫০ বলে ৭৭* রান; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; ভেন্যু: দুবাই, সংযুক্ত আরব আমিরাত
৮। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ: স্যাম কারান (ইংল্যান্ড): ৪-০-১৬-৩; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)
বিশ্বকাপের ম্যান অব দ্যা টুর্নামেন্ট:
১। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ: শহিদ আফ্রিদি (পাকিস্তান):৯১ রান ও ১২ উইকেট
২। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ: তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা): ৩১৭ রান
৩। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ: কেভিন পিটারসেন (ইংল্যান্ড):২৪৮ রান
৪। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ: শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া): ২৪৯ রান ও ১১ উইকেট
৫। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ: বিরাট কোহলি (ভারত): ৩১৯ রান
৬। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ: বিরাট কোহলি (ভারত): ২৭৩ রান ও ১ উইকেট
৭। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া): ২৮৯ রান
৮। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ: স্যাম কারান (ইংল্যান্ড):১৩ উইকেট
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
১২ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
১২ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
১৪ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
১৪ ঘণ্টা আগে