Ajker Patrika

পাকিস্তানের ক্ষতি পুষিয়ে দিচ্ছে ইংল্যান্ড

পাকিস্তানের ক্ষতি পুষিয়ে দিচ্ছে ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপট দেখাচ্ছে পাকিস্তান। একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে উঠেছেন বাবর আজম-মোহাম্মদ হাফিজরা। 

মাঠে বাবরদের উজ্জ্বল পারফরম্যান্সের প্রভাব এবার মাঠের বাইরেও পড়তে শুরু করেছে। একের পর এক সুখবর আসতে শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)।

দুই যুগ পর পাকিস্তান সফরে যাওয়ার খবর পরশুই নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। গতকাল ইংল্যান্ড জানাল, আগামী বছর পাকিস্তান সফরে দুটি অতিরিক্ত টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। মানে, ২০ ওভারের সিরিজটি পাঁচ ম্যাচের বদলে হবে সাত ম্যাচের। 

লাহোরে কাল পিসিবির চেয়ারম্যান রমিজ রাজার সঙ্গে বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী টম হ্যারিসন। 

অথচ সেপ্টেম্বরেই পাকিস্তানের ক্রিকেটে নেমে এসেছিল ঘোর আঁধার। ১৮ বছর পর দেশটিতে গিয়েও নিরাপত্তাহীনতার ‘অজুহাতে’ না খেলেই চলে এসেছিল নিউজিল্যান্ড। কিউইদের দেখাদেখি সফর পিছিয়ে দেয় ইংলিশরা। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে পর পর দুটি সফর বাতিলে বাবরদের প্রস্তুতিতে শুধু ঘাটতিই থেকে যায়নি, বহির্বিশ্বে ক্ষুণ্ন হয় রমিজ রাজার নেতৃত্বাধীন পিসিবির ভাবমূর্তিও।

সেই ক্ষতি পুষিয়ে দিতেই আগামী বছর পাকিস্তানে বাড়তি দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। সাত ম্যাচের সিরিজটি হবে অস্ট্রেলিয়ায় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। বিশ্বকাপ শেষে আবারও পাকিস্তান যাবে ইংল্যান্ড। এ দফায় খেলবে টেস্ট সিরিজ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত