Ajker Patrika

স্কটিশদের নিয়ে হারিসের জন্মদিন পালন করল পাকিস্তান

আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৫: ১৯
স্কটিশদের নিয়ে হারিসের জন্মদিন পালন করল পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশ, ওমান, পাপুয়া নিউ গিনিকে হারিয়ে শীর্ষ দল হিসেবে বি গ্রুপ থেকে সুপার টুয়েলভে এসেছিল স্কটল্যান্ড। সুপার টুয়েলভে কোনো ম্যাচে জয় না পেলেও ভরডরহীন ক্রিকেট খেলেছে স্কটল্যান্ড। নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর দিনটি স্মরণীয় হয়ে থাকল কাইল কোয়েটজারের দলের কাছে। 

গতকাল রোববার ছিল পাকিস্তানি পেসার হারিস রউফের ২৮ তম জন্মদিন। শারজায় ম্যাচ শেষে ড্রেসিংরুমে কেক কেটে হারিসের জন্মদিন পালন করা হয়। যেখানে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে আনন্দঘন মুহূর্তে যোগ দিয়েছিলেন স্কটিশ ক্রিকেটাররাও। কেক কেটে হারিস প্রথমেই তুলে দেন এক স্কটিশ ক্রিকেটারের মুখে। এরপর ড্রেসিংরুমে দুই দলের ক্রিকেটাররা মিশে যায় একে অপরের সঙ্গে। 

ইমাদ ওয়াসিম, সাদাব খানরা স্কটিশ ক্রিকেটারদের নিজের হাতে কেক দেন। ড্রেসিংরুমে এই দুই দলের ক্রিকেটার, কোচিং স্টাফ নিজেদের মতো করে কেক খেতে খেতে দারুণ কিছু সময় কাটান। এ সময় সাদাব খান ও স্কটিশ দুই ক্রিকেটার একসঙ্গে গল্প করতেও দেখা যায়। ভিডিওতে দেখে মনে হচ্ছিল তারা বোলিং নিয়েই কথা বলছিলেন। 

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ক্রিকেট স্কটল্যান্ডসহ আইসিসিও হারিসের জন্মদিন উদযাপনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে। এর আগে গত ২ নভেম্বর আবুধাবিতে ম্যাচ শেষে নামিবিয়ার ড্রেসিংরুমে তাদের অভিনন্দন জানাতে ছুটে গিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত