Ajker Patrika

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ৭ বছরের খরা কাটাল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১৭: ২৪
১৮ রানের জন্য ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাননি। তবে তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ে এলোমেলো হয়ে যায় অস্ট্রেলিয়া। ছবি: ক্রিকইনফো
১৮ রানের জন্য ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাননি। তবে তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ে এলোমেলো হয়ে যায় অস্ট্রেলিয়া। ছবি: ক্রিকইনফো

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) প্রথম ওয়ানডেতে জয়ের সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমদের থেকে জয় কেড়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে নিয়ে আজ পাকিস্তান রীতিমতো ছেলেখেলা করেছে। তাতে পাকিস্তানের দীর্ঘ অপেক্ষার প্রহর ফুরোল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ জয় পাকিস্তান পেয়েছিল ২০১৭ সালে। মেলবোর্নে সেবার ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। অ্যাডিলেড ওভালে আজ ৯ উইকেটে জিতে পাকিস্তান ফুরিয়েছে ৭ বছরের অপেক্ষা। পাকিস্তান-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়।

১৬৪ রান তাড়া করতে নেমে সাবধানী শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিক। পাওয়ারপ্লেতে (প্রথম ১০ ওভারে) কোনো উইকেট না হারিয়ে ৪৭ রান করে পাকিস্তান। ১২তম ওভার থেকেই স্বাগতিক বোলারদের ওপর চড়াও হওয়ার কাজ শুরু করে পাকিস্তান। মিচেল স্টার্কের ওভারে ২ চার ও ১ ছক্কায় একাই ১৪ রান করেন আইয়ুব।

বিধ্বংসী হতে গিয়ে পাকিস্তানের উদ্বোধনী জুটিটা ৮৭ রানেই ভাঙতেই বসেছিল। ১৫তম ওভারের তৃতীয় বলে প্যাট কামিন্সকে ডাউন দ্য উইকেটে খেলতে যান আইয়ুব। আউটসাইড এজ হওয়া বল ডিপ পয়েন্টে মিস করেছেন অ্যাডাম জাম্পা। আইয়ুবের রান তখন ৪৭। এই ওভারেই পাকিস্তানি বাঁহাতি ওপেনার তাঁর ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়েছেন।

একটা পর্যায়ে হিসেব করা হচ্ছিল আইয়ুব তাঁর ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাবেন কি না। কারণ পাকিস্তানের স্কোর ছিল ২০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৩৭ রান। এই ১৩৭ রানেই ভাঙে পাকিস্তানের উদ্বোধনী জুটি। ২১তম ওভারের দ্বিতীয় বলে জাম্পাকে ইনসাইড আউট খেলতে গিয়ে শর্ট থার্ড ম্যানে ধরা পড়েন আইয়ুব। সহজ ক্যাচটি তালুবন্দী করেন জশ হ্যাজলউড। ৭১ বলে ৫ চার ও ৬ ছয়ে আইয়ুব করেন ৮২ রান।

জয়ের জন্য বাকি পথটুকু পাড়ি দিতে পাকিস্তানের আর লেগেছে ৩৭ বল। দ্বিতীয় উইকেটে বাবর আজমের সঙ্গে আব্দুল্লাহ শফিক গড়েন ৩৭ বলে ৩২ রানের অবিচ্ছেদ্য জুটি। ২৭তম ওভারের তৃতীয় বলে জাম্পাকে মিড উইকেট দিয়ে ছক্কা মেরে পাকিস্তানের জয় নিশ্চিত করেন বাবর। ৬৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৬৪ রান করে অপরাজিত থাকেন শফিক।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক রিজওয়ান। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে চোখে রীতিমতো সর্ষেফুল দেখেছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বোলিং তোপে ৩৫ ওভারে ১৬৩ রানে গুটিয়ে গেছে স্বাগতিকেরা। ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন স্টিভ স্মিথ। ৪৮ বলের ইনিংসে ৫ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। ম্যাচে পাকিস্তানের সেরা বোলার হারিস রউফ নিয়েছেন ৫ উইকেট। ৮ ওভার বোলিং করে খরচ করেন ২৯ রান। পাকিস্তানি পেসারই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত