Ajker Patrika

মাঝে মাঝে হাসির দরকার আছে: সাকিব

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১১: ০১
মাঝে মাঝে হাসির দরকার আছে: সাকিব

আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনসে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ হেরে সেমিফাইনালের আশা কার্যত শেষ সাকিবদের। প্রথম দুই ম্যাচ জিতলেও শেষ চার ম্যাচে হেরে একই অবস্থা পাকিস্তানেরও। তারপরও ম্যাচটা যখন বাংলাদেশ-পাকিস্তানের; কিছু গুরুগম্ভীর প্রশ্ন সাকিবের কাছে রেখেছিলেন সাংবাদিকেরা।

কিন্তু এমন পরিস্থিতিতেও সংবাদ সম্মেলন শেষ করে গেলেন হাসি দিয়ে। চেয়ার থেকে উঠে দাঁড়ানোর আগে সবাইকে হাসালেন। বললেন, ‘মাঝে মাঝে হাসির দরকার আছে।’

সাম্প্রতিক পারফরম্যান্স যাই হোক না কেন, ইডেনে বলতে গেলে অপ্রতিরোধ্য পাকিস্তান। এই মাঠে ছয়টি ওয়ানডে খেলে তারা হেরেছে মাত্র এক ম্যাচ। ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ জয় তাদের। তবে দীর্ঘদিন ধরে এখানে খেলা হয় না তাদের। সাংবাদিকেরা সাকিবের কাছে জানতে চেয়েছিলেন, ইডেনের অপ্রতিরোধ্য পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের কৌশল। ভারতের মাটিতে বাংলাদেশের সিরিজ না খেলার প্রসঙ্গটিও এলো সঙ্গে। বাংলাদেশ অধিনায়ক এ ব্যাপারে বলেছেন, ‘যাদের আইপিএল খেলেছে, আমি, মোস্তাফিজ ও লিটনের ধারণা আছে। যারা খেলেনি তাদের তো আসলে ধারণা নেই। তাতে খুব বেশি কিছু যে হবে তা আমি বলব না। যদি ওদের (পাকিস্তান) কোচ বলে থাকেন, দুই দলের কাছে অপরিচিত কন্ডিশন, শেষ ১০-১৫ বছরে এখানে খুব একটা খেলা হয়নি। সেদিক থেকে আমাদের খুব একটা পরিচিত জায়গা আমাদের না, যদিও কাছাকাছি দেশ।’

এরপরই জানতে চাওয়া হয়, পাকিস্তানের টানা হার বাংলাদেশের জন্য সুবিধার হবে কি না এই ম্যাচে। তখনই সাকিব হেসে বলেন, ‘ওরাও বলতে পারে, আমরা পাঁচ ম্যাচ হেরেছি। এটা ওদের জন্য সুবিধাজনক। কি বলব, আপনি বলেন।’ এরপর হেসে হেসে বলেন, ‘মাঝে মাঝে হাসির দরকার আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত