অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন ২০০ স্ট্রাইকরেটে ব্যাটিং করা যেন নিয়মিত দৃশ্য! অথচ ২০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের কাছে ২০০ স্ট্রাইকরেট কঠিন এক কাজই ছিল এত দিন। ২০২৫ বিপিএলে দেখা যাচ্ছে, ২০০ স্ট্রাইকরেটে অনায়াসে ব্যাটিং করতে পারেন বাংলাদেশের ব্যাটাররা।
গতকাল সন্ধ্যায় খুলনা টাইগার্স-দুর্বার রাজশাহীর ম্যাচের আগপর্যন্ত চলতি বিপিএলের স্ট্রাইকরেটের পরিসংখ্যানে বাংলাদেশের ব্যাটারদের দাপটই বেশি। এখন পর্যন্ত অন্তত ৭০ রান করেছেন, এ রকম ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ তিনজনের স্ট্রাইকরেট ২০০ ছাড়িয়েছে। ২৫০ স্ট্রাইকরেটে সবার ওপরে বরিশালের ফাহিম আশরাফ থাকলেও ২০০ পেরোনো স্ট্রাইকরেটের তালিকায় বাকি দুটি নাম নুরুল হাসান সোহান (২০১.৮৮) ও সাব্বির রহমান (২০০)।
গত তিন বিপিএলের পরিসংখ্যান বলছে, বাংলাদেশের কোনো ব্যাটারেরই স্ট্রাইকরেট ২০০ পেরোয়নি। এমনকি ১৫০ স্ট্রাইকরেটের ব্যাটারও খুঁজে পাওয়া কঠিন। শুধু সাকিব আল হাসান নিয়মিত ১৫০ স্ট্রাইকরেটে ব্যাটিং করতে পেরেছেন। টি-টোয়েন্টিতে মিডল ও লোয়ার মিডল অর্ডারে নামা ব্যাটারদের স্ট্রাইকরেট একটু বেশিই থাকে। যখন তাঁরা নামেন, তাঁদের প্রধান কাজই থাকে নেমে ঝড় তোলা। এবার লিটন দাস (ঢাকা), জাকির হাসান (সিলেট), তানজিদ হাসান তামিমদের (ঢাকা) মতো টপ অর্ডার ব্যাটাররাও এগোচ্ছেন ভালো স্ট্রাইকরেটে।
একজন ওপেনার যদি ১৫০ স্ট্রাইকরেটে ফিফটি কিংবা সেঞ্চুরি করেন, তাঁর দল পেয়ে যায় বড় স্কোরের ভিত্তি। তানজিদের রান তো এরই মধ্যে ৩০০ পেরিয়েছে। আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে। স্ট্রাইকরেট নিয়ে যে সমালোচনা হয় বাংলাদেশি ব্যাটারদের নিয়ে, সেটি খুব একটা নেই এবার। কেন? তানজিদের সহজ উত্তর, ‘এবার উইকেট অনেক ভালো—একটা উত্তরেই কারণ বুঝতে পারছেন! উইকেট ভালো, কারও মনে ভয় নেই। উইকেট এ রকমই হওয়া উচিত। আগের বারের তুলনায় যদি চিন্তা করেন, এবার স্পোর্টিং উইকেট। বোলাররা উইকেট পাচ্ছে, ব্যাটাররা রান পাচ্ছে।’
দেশে মন্থর ও নিচু উইকেটে খেলে অভ্যস্ত একজন ব্যাটারের পক্ষে আকর্ষণীয় স্ট্রাইকরেটে নিয়মিত ঝড় তোলা কঠিনই। দেশে ব্যাটারদের ভালো স্ট্রাইকরেটে আক্রমণাত্মক ব্যাটিংয়ের অভ্যাস গড়ে তুলতেই এবারের বিপিএলের উইকেটে বিশেষ নজর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলে ধারাভাষ্যে যুক্ত সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলছেন, টি-টোয়েন্টিসুলভ ব্যাটিংয়ের অভ্যাস তৈরি হোক বিপিএল থেকে, ‘উইকেটের কারণে এবার শট খেলার সাহসটা পাচ্ছে, বল ব্যাটে আসছে। আগে সাধারণত নিচু ও মন্থর উইকেটে খেলতাম আমরা, যেখানে সাহস নিয়ে শট খেলা যায় না। একটু আগে একটা শর্ট বলে দেখুন, আফিফ হোসেন ছক্কা মারল (রাজশাহীর মার্ক ডিয়ালকে ১০৩ মিটার, যেটা কাল সন্ধ্যা পর্যন্ত চলতি বিপিএল সর্বোচ্চ দূরত্বের ছক্কা), আগের উইকেটে কিন্তু এটা সহজ হতো না। বল কিছুটা ধীরে নিচু হয়ে আসত। উইকেট এবার অনেক সহায়তা করছে। ব্যাটাররা ভালো স্ট্রাইকরেটে ব্যাটিং করছে, এবার উইকেটে বিশেষ নজর দেওয়া হয়েছে।’
এবার ভালো উইকেটের সঙ্গে ছোট বাউন্ডারি নিয়েও কথা হচ্ছে। ২০০ স্ট্রাইকরেটে ব্যাটিং করে বরিশালকে হারিয়ে দেওয়া সোহান অবশ্য মনে করেন না বাউন্ডারি বড় কোনো ইস্যু, ‘সিলেটের বাউন্ডারি এক-দুইটা ম্যাচ ছোট ছিল। তবে বাউন্ডারি বড় বিষয় না। বাউন্ডারি ছোট হলেও সীমানাতেও ক্যাচ হয়েছে অনেক। চট্টগ্রামে আবার অনেক বড় সীমানা। আসল কথা উইকেট অনেক ভালো। সবাই মন খুলে খেলতে পারছে কি না, মারতে পারছে কি না, ইতিবাচক আছে কি না—এগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, উইকেট এখনো ভালো। টুর্নামেন্টের মাঝপথে আছি। আরও অনেক কিছু বাকি।’
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন ২০০ স্ট্রাইকরেটে ব্যাটিং করা যেন নিয়মিত দৃশ্য! অথচ ২০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের কাছে ২০০ স্ট্রাইকরেট কঠিন এক কাজই ছিল এত দিন। ২০২৫ বিপিএলে দেখা যাচ্ছে, ২০০ স্ট্রাইকরেটে অনায়াসে ব্যাটিং করতে পারেন বাংলাদেশের ব্যাটাররা।
গতকাল সন্ধ্যায় খুলনা টাইগার্স-দুর্বার রাজশাহীর ম্যাচের আগপর্যন্ত চলতি বিপিএলের স্ট্রাইকরেটের পরিসংখ্যানে বাংলাদেশের ব্যাটারদের দাপটই বেশি। এখন পর্যন্ত অন্তত ৭০ রান করেছেন, এ রকম ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ তিনজনের স্ট্রাইকরেট ২০০ ছাড়িয়েছে। ২৫০ স্ট্রাইকরেটে সবার ওপরে বরিশালের ফাহিম আশরাফ থাকলেও ২০০ পেরোনো স্ট্রাইকরেটের তালিকায় বাকি দুটি নাম নুরুল হাসান সোহান (২০১.৮৮) ও সাব্বির রহমান (২০০)।
গত তিন বিপিএলের পরিসংখ্যান বলছে, বাংলাদেশের কোনো ব্যাটারেরই স্ট্রাইকরেট ২০০ পেরোয়নি। এমনকি ১৫০ স্ট্রাইকরেটের ব্যাটারও খুঁজে পাওয়া কঠিন। শুধু সাকিব আল হাসান নিয়মিত ১৫০ স্ট্রাইকরেটে ব্যাটিং করতে পেরেছেন। টি-টোয়েন্টিতে মিডল ও লোয়ার মিডল অর্ডারে নামা ব্যাটারদের স্ট্রাইকরেট একটু বেশিই থাকে। যখন তাঁরা নামেন, তাঁদের প্রধান কাজই থাকে নেমে ঝড় তোলা। এবার লিটন দাস (ঢাকা), জাকির হাসান (সিলেট), তানজিদ হাসান তামিমদের (ঢাকা) মতো টপ অর্ডার ব্যাটাররাও এগোচ্ছেন ভালো স্ট্রাইকরেটে।
একজন ওপেনার যদি ১৫০ স্ট্রাইকরেটে ফিফটি কিংবা সেঞ্চুরি করেন, তাঁর দল পেয়ে যায় বড় স্কোরের ভিত্তি। তানজিদের রান তো এরই মধ্যে ৩০০ পেরিয়েছে। আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে। স্ট্রাইকরেট নিয়ে যে সমালোচনা হয় বাংলাদেশি ব্যাটারদের নিয়ে, সেটি খুব একটা নেই এবার। কেন? তানজিদের সহজ উত্তর, ‘এবার উইকেট অনেক ভালো—একটা উত্তরেই কারণ বুঝতে পারছেন! উইকেট ভালো, কারও মনে ভয় নেই। উইকেট এ রকমই হওয়া উচিত। আগের বারের তুলনায় যদি চিন্তা করেন, এবার স্পোর্টিং উইকেট। বোলাররা উইকেট পাচ্ছে, ব্যাটাররা রান পাচ্ছে।’
দেশে মন্থর ও নিচু উইকেটে খেলে অভ্যস্ত একজন ব্যাটারের পক্ষে আকর্ষণীয় স্ট্রাইকরেটে নিয়মিত ঝড় তোলা কঠিনই। দেশে ব্যাটারদের ভালো স্ট্রাইকরেটে আক্রমণাত্মক ব্যাটিংয়ের অভ্যাস গড়ে তুলতেই এবারের বিপিএলের উইকেটে বিশেষ নজর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলে ধারাভাষ্যে যুক্ত সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলছেন, টি-টোয়েন্টিসুলভ ব্যাটিংয়ের অভ্যাস তৈরি হোক বিপিএল থেকে, ‘উইকেটের কারণে এবার শট খেলার সাহসটা পাচ্ছে, বল ব্যাটে আসছে। আগে সাধারণত নিচু ও মন্থর উইকেটে খেলতাম আমরা, যেখানে সাহস নিয়ে শট খেলা যায় না। একটু আগে একটা শর্ট বলে দেখুন, আফিফ হোসেন ছক্কা মারল (রাজশাহীর মার্ক ডিয়ালকে ১০৩ মিটার, যেটা কাল সন্ধ্যা পর্যন্ত চলতি বিপিএল সর্বোচ্চ দূরত্বের ছক্কা), আগের উইকেটে কিন্তু এটা সহজ হতো না। বল কিছুটা ধীরে নিচু হয়ে আসত। উইকেট এবার অনেক সহায়তা করছে। ব্যাটাররা ভালো স্ট্রাইকরেটে ব্যাটিং করছে, এবার উইকেটে বিশেষ নজর দেওয়া হয়েছে।’
এবার ভালো উইকেটের সঙ্গে ছোট বাউন্ডারি নিয়েও কথা হচ্ছে। ২০০ স্ট্রাইকরেটে ব্যাটিং করে বরিশালকে হারিয়ে দেওয়া সোহান অবশ্য মনে করেন না বাউন্ডারি বড় কোনো ইস্যু, ‘সিলেটের বাউন্ডারি এক-দুইটা ম্যাচ ছোট ছিল। তবে বাউন্ডারি বড় বিষয় না। বাউন্ডারি ছোট হলেও সীমানাতেও ক্যাচ হয়েছে অনেক। চট্টগ্রামে আবার অনেক বড় সীমানা। আসল কথা উইকেট অনেক ভালো। সবাই মন খুলে খেলতে পারছে কি না, মারতে পারছে কি না, ইতিবাচক আছে কি না—এগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, উইকেট এখনো ভালো। টুর্নামেন্টের মাঝপথে আছি। আরও অনেক কিছু বাকি।’
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দিনই সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেন রোহিত শর্মা। এবার ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের অধিনায়ক। নিজেই অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন রোহিত।
৮ ঘণ্টা আগেবার্সেলোনার বিপক্ষে কঠিন লড়াইয়ের পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। ইতালিয়ান ক্লাবটিকে ফাইনাল পর্যন্ত তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লাউতারো মার্তিনেজ। গতকাল সেমিফাইনালের দ্বিতীয় লেগেও দলের দুটি গোলে অবদান ছিল তাঁর। দলের প্রথম গোল নিজে করেছেন, আরেকটি তাঁকে বক্সে ফাউল করায় পেন
৯ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যে গতকাল রাত থেকে চলছে সামরিক যুদ্ধ। ভয়াবহ আকার ধারণ না করলেও এর রেশ ছড়িয়ে পড়েছে পুরো উপমহাদেশে। ক্রিকেটাররাও নিজ দেশের পাশে থাকার সমর্থন জানিয়ে পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সব মিলিয়ে যুদ্ধের একটা প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়ার আশঙ্কা করা হচ্ছে। চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল
১০ ঘণ্টা আগেচলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দেওয়া কেভিন ডি ব্রুইনেকে দলে ভেড়ানোর চেষ্টায় ছিল ইন্টার মায়ামি। তবে এবার নিজেদের অবস্থান থেকে সরে এসেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি। ‘ডিসকভারি লিস্টের’ ডি ব্রুইনেকে তলে ভেড়ানোর আলোচনার অধিকার ছেড়ে দিয়েছে মায়ামি।
১১ ঘণ্টা আগে