Ajker Patrika

সেই চট্টগ্রামেই ২৮ মাস পর এমন জুটি গড়ল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টেস্টের ষষ্ঠ ফিফটি পেয়েছেন সাদমান ইসলাম। এনামুল হক বিজয়ের সঙ্গে শতরানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রেখেছেন সাদমান। ছবি: বিসিবি
টেস্টের ষষ্ঠ ফিফটি পেয়েছেন সাদমান ইসলাম। এনামুল হক বিজয়ের সঙ্গে শতরানের উদ্বোধনী জুটি গড়তে অবদান রেখেছেন সাদমান। ছবি: বিসিবি

উদ্বোধনী জুটিতে সেঞ্চুরি তো দূরে থাক, ১০০ পেরোনোর আগেই বাংলাদেশের ৩-৪ উইকেট পড়াটাই বাংলাদেশ ক্রিকেটের দৃশ্য। বাংলাদেশের ব্যাটাররা কতটা ব্যর্থ হচ্ছেন, সেটা পরিসংখ্যানে চোখ রাখলেই বোঝা যাবে। সেখানে উদ্বোধনী জুটিতে সেঞ্চুরি আসতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ২৮ মাস।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল শুরু হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্ট। প্রথম দিকে বাংলাদেশ ছড়ি ঘোরালেও শেষ বিকেল থেকে দাপট দেখাতে থাকে বাংলাদেশ। বোলিংয়ের পর ব্যাটিংয়েও দুর্দান্ত স্বাগতিকেরা। এরই মধ্যে উদ্বোধনী জুটিতে বাংলাদেশ যোগ করেছে ১০৫ রান। টেস্টে উদ্বোধনী জুটিতে সবশেষ বাংলাদেশের সেঞ্চুরি এসেছিল ২০২২ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে। সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান যোগ করেছিলেন ১২৪ রান। ভারতের বিপক্ষে শান্ত-জাকির ১২৪ রানের জুটি গড়ার ৩২ ইনিংস পর বাংলাদেশের উদ্বোধনী জুটিতে দেখা গেল সেঞ্চুরি।

প্রথম ইনিংসে ৯০ ওভারে জিম্বাবুয়ে ৯ উইকেটে ২২৭ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে। দিনের প্রথম বলেই ব্লেসিং মুজারাবানিকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংসের ইতি টানেন তাইজুল ইসলাম। কাট করতে গিয়ে মুজারাবানি ধরা পড়েন উইকেটরক্ষক জাকের আলী অনিকের হাতে। তাতে ৯০.১ ওভারে ২২৭ রানে গুটিয়ে যায় সফরকারীরা। জিম্বাবুয়ের দুই ব্যাটার নিকোলাস ওয়েলচ (৫৪) ও শন উইলিয়ামস (৬৭) ফিফটি করেছেন। আর ইনিংসে বাংলাদেশের সেরা বোলার তাইজুল ২৭.১ ওভারে ৬০ রানে ৬ উইকেট নিয়েছেন। টেস্টে এই নিয়ে আটবার ইনিংসে ৬ বা বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়লেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার।

ব্যাটিংয়ে নেমে সাবলীলভাবে খেলতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়। ২৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৫ রানে দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ করে বাংলাদেশ। দলীয় স্কোরের ৫৬ রানই এসেছে বাউন্ডারি থেকে। সাদমান ৯১ বলে ১০ চারে করেছেন ৬৬ রান। টেস্টে এটা তাঁর ষষ্ঠ ফিফটি। আর বিজয় ৩৮ রানে ব্যাটিং করছেন। ৬৫ বলের ইনিংসে মেরেছেন ৫ চার। প্রায় তিন বছর পর তিনি টেস্ট খেলছেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সবশেষ ম্যাচ বাংলাদেশের এই ব্যাটার খেলেছেন ২০২২-এর জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত