নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলেছেন, এই ঢাকা প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলছেন। সাকিব ঘরোয়া ক্রিকেট খেলছেন, কিন্তু এ বছর এখনো জাতীয় দলে ফেরা হয়নি। গত কদিনের গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে, চট্টগ্রাম টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরছেন সাকিব।
বিসিবিকে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট ম্যাচটি খেলার আগ্রহের কথা নিজেই জানিয়েছেন সাকিব। যদিও আগে পুরো সিরিজ থেকে সাকিবকে ছুটি দেওয়ার কথা বলেছিল বোর্ড। এখন নিজের আগ্রহে আবার ফিরতে চাচ্ছেন তিনি। আজ নির্বাচক আবদুর রাজ্জাক সাংবাদিকদের নিশ্চিত করেছেন সাকিবের খেলার বিষয়টি, ‘সাকিব খেললে খুব ভালো কথা। সাকিবের মতো খেলোয়াড় থাকলে দলের শক্তি অনেকখানি বেড়ে যায়। আমরা যত দূর জেনেছি, ও খেলবে। খেললে খুব ভালো হবে দলের জন্য।’
শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশ দলের পারফরম্যান্স যাচ্ছেতাই। এক সঙ্গে একাধিক সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতি অভিজ্ঞতায় অনেক পিছিয়ে পড়েছে বাংলাদেশ। দলের যাচ্ছেতাই ব্যাটিং নিয়ে চরম হতাশ নির্বাচক রাজ্জাক, ‘সিনিয়রদের অভাব নয়, এই খেলোয়াড়দের ভালো সুযোগ ছিল। ব্যাটিং ভাবলে খুবই অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য। এ রকম ব্যাটিং এভাবে বিশেষ করে দ্বিতীয় ইনিংসে। আমি নিজেই হতাশ।’
এই ম্যাচে বাংলাদেশকে লঙ্কানরা দিয়েছে ৫১১ রানের লক্ষ্য। তবে পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে চোখে রীতিমতো সরষে ফুল দেখছে স্বাগতিকেরা। ৫ উইকেটে রানে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। যে উইকেটে শ্রীলঙ্কার ব্যাটাররা এত ভালো করল, সেখানে বাংলাদেশের ব্যাটারদের কী হলো? লিটনদের নিয়ে এখানেও হতাশ রাজ্জাক, ‘উইকেটে সমস্যা হবে কি না? কিছুক্ষণ আগে ওরা দুজন সেঞ্চুরি করে গেল। আধ ঘণ্টায় উইকেটে আকাশপাতাল পার্থক্য হয়ে যাবে নাকি? আমাদের প্রয়োগে সমস্যা। আমাদেরই ভুল।’
শেষ বিকেলে লিটন যেভাবে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে আজ গোল্ডেন ডাক মেরে ফিরেছেন তা নিয়েও চরম হতাশ রাজ্জাক, ‘হতাশজনক। একজন সিনিয়র ব্যাটারের এভাবে আউট হওয়া ঠিক না। লিটন একা বলে নয়, এখানে ৫ উইকেট পড়ে গেছে। সবারই ভুল। যারা টেস্ট খেলছে, এর বয়স কম, ও ছোট, সে এখনো বড় হয়নি, পাকাপোক্ত হয়নি—এসব বলার আসলে সুযোগ নেই। যেহেতু সে টেস্ট খেলতে নেমেছে। সে এসব পরিস্থিতি আসলে সামলাতে পারবে বলেই তো তাকে সুযোগ দেওয়া হয়েছে। যেহেতু খারাপ হয়েছে সবারই দায় আছে। শুধু লিটন, শান্তর একার দায় নয়।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলেছেন, এই ঢাকা প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলছেন। সাকিব ঘরোয়া ক্রিকেট খেলছেন, কিন্তু এ বছর এখনো জাতীয় দলে ফেরা হয়নি। গত কদিনের গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে, চট্টগ্রাম টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরছেন সাকিব।
বিসিবিকে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট ম্যাচটি খেলার আগ্রহের কথা নিজেই জানিয়েছেন সাকিব। যদিও আগে পুরো সিরিজ থেকে সাকিবকে ছুটি দেওয়ার কথা বলেছিল বোর্ড। এখন নিজের আগ্রহে আবার ফিরতে চাচ্ছেন তিনি। আজ নির্বাচক আবদুর রাজ্জাক সাংবাদিকদের নিশ্চিত করেছেন সাকিবের খেলার বিষয়টি, ‘সাকিব খেললে খুব ভালো কথা। সাকিবের মতো খেলোয়াড় থাকলে দলের শক্তি অনেকখানি বেড়ে যায়। আমরা যত দূর জেনেছি, ও খেলবে। খেললে খুব ভালো হবে দলের জন্য।’
শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশ দলের পারফরম্যান্স যাচ্ছেতাই। এক সঙ্গে একাধিক সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতি অভিজ্ঞতায় অনেক পিছিয়ে পড়েছে বাংলাদেশ। দলের যাচ্ছেতাই ব্যাটিং নিয়ে চরম হতাশ নির্বাচক রাজ্জাক, ‘সিনিয়রদের অভাব নয়, এই খেলোয়াড়দের ভালো সুযোগ ছিল। ব্যাটিং ভাবলে খুবই অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য। এ রকম ব্যাটিং এভাবে বিশেষ করে দ্বিতীয় ইনিংসে। আমি নিজেই হতাশ।’
এই ম্যাচে বাংলাদেশকে লঙ্কানরা দিয়েছে ৫১১ রানের লক্ষ্য। তবে পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে চোখে রীতিমতো সরষে ফুল দেখছে স্বাগতিকেরা। ৫ উইকেটে রানে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। যে উইকেটে শ্রীলঙ্কার ব্যাটাররা এত ভালো করল, সেখানে বাংলাদেশের ব্যাটারদের কী হলো? লিটনদের নিয়ে এখানেও হতাশ রাজ্জাক, ‘উইকেটে সমস্যা হবে কি না? কিছুক্ষণ আগে ওরা দুজন সেঞ্চুরি করে গেল। আধ ঘণ্টায় উইকেটে আকাশপাতাল পার্থক্য হয়ে যাবে নাকি? আমাদের প্রয়োগে সমস্যা। আমাদেরই ভুল।’
শেষ বিকেলে লিটন যেভাবে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে আজ গোল্ডেন ডাক মেরে ফিরেছেন তা নিয়েও চরম হতাশ রাজ্জাক, ‘হতাশজনক। একজন সিনিয়র ব্যাটারের এভাবে আউট হওয়া ঠিক না। লিটন একা বলে নয়, এখানে ৫ উইকেট পড়ে গেছে। সবারই ভুল। যারা টেস্ট খেলছে, এর বয়স কম, ও ছোট, সে এখনো বড় হয়নি, পাকাপোক্ত হয়নি—এসব বলার আসলে সুযোগ নেই। যেহেতু সে টেস্ট খেলতে নেমেছে। সে এসব পরিস্থিতি আসলে সামলাতে পারবে বলেই তো তাকে সুযোগ দেওয়া হয়েছে। যেহেতু খারাপ হয়েছে সবারই দায় আছে। শুধু লিটন, শান্তর একার দায় নয়।’
পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা লিটন দাসকে দেখতে হয়েছে ডাগ আউটে বসে। দুবাইয়ে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকদের একের পর এক আত্মাহুতি দেখে লিটনের মুখটা বেশ ফ্যাকাশে দেখিয়েছে। ওয়াসিম আকরামের মতে লিটন থাকলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত।
৩ মিনিট আগেজিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
৩৬ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১১ ঘণ্টা আগে