৬৪ রানে ৫ উইকেট—সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ ব্রিসবেন টেস্টের প্রথম দিন পার করেছে ২৬৬ রান নিয়ে। উইকেট পড়েছে ৮ টি। খেলেছে প্রায় ৯০ (৮৯.৪) ওভারই। বলতে গেলে, গ্যাবায় টেস্ট ক্রিকেটের বিশুদ্ধ বিনোদনই পাওয়া গেছে।
ক্যারিবীয়দের বড় ধাক্কা থেকে বাঁচিয়েছেন দুই মিডল অর্ডার ব্যাটার কাভেম হজ ও উইকেটরক্ষক জশুয়া ডি সিলভার প্রতিরোধ। ষষ্ঠ উইকেটে দুজনে গড়েন ১৪৯ রানের জুটি, খেলেছেন ৩১২ বল। অজিদের বিপক্ষে টেস্টে উইন্ডিজের ষষ্ঠ উইকেটে এটি অষ্টম সর্বোচ্চ রানের জুটি।
সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুরই আভাস দিয়েছিল সফরকারীরা। স্কোরবোর্ডে খুব বেশি রান জমা না করলেও দুই পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডকে বেশ সামলে রেখেছিলেন ক্রেইগ ব্রাথওয়েট ও তেজনারায়ণ চন্দরপল। তবে এই ওপেনিং জুটি এগোতে পারেনি বেশি দূর। ইনিংসের অষ্টম ওভারে হ্যাজলউডের বলে ফিরে যান ব্রাথওয়েট (৪)।
ওপেনার-অধিনায়কের ফেরার পরপরই পতন শুরু উইন্ডিজের। স্টার্কের তোপে মুহূর্তেই ছন্নছাড়া তারা। সেটিও মধ্যাহ্নবিরতির আগে। ৪ উইকেট নিয়ে দিনের সেরা বোলার অজি পেসারই। বিরতির পর ফিরেই প্রতিরোধ গড়েন হজ-ডি সিলভা। সেই জুটি ভাঙে তৃতীয় সেশনে। দলীয় ২১৩ রানে নাথান লায়নের এলবিডব্লুর ফাঁদে পড়া ডি সিলভা ১৫৭ বলে ফেরেন ৭৯ রানে। তার সঙ্গে ১২ রান যোগ হতেই স্টার্কের চতুর্থ শিকার হজ (১৯৪ বলে ৭১ রান)।
দিনের শেষ উইকেট হিসেবে বিদায় নেন আলঝারি জোসেফ। তাঁর বিদায়ের পরপরই শেষ হয় প্রথম দিনের খেলা। আগামীকাল দ্বিতীয় দিন শুরু করবেন কেভিন সিনক্লেয়ার (১৬)। আজ গ্যাবায় সারা দিনে যে ৮ উইকেট পড়েছে, তার ৭টি পেয়েছেন পেসাররা।
এই টেস্ট দিয়ে বিদেশের মাটিতে লাল বলের ক্রিকেটে প্রথম ম্যাচ পরিচালনা করলেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত।
৬৪ রানে ৫ উইকেট—সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ ব্রিসবেন টেস্টের প্রথম দিন পার করেছে ২৬৬ রান নিয়ে। উইকেট পড়েছে ৮ টি। খেলেছে প্রায় ৯০ (৮৯.৪) ওভারই। বলতে গেলে, গ্যাবায় টেস্ট ক্রিকেটের বিশুদ্ধ বিনোদনই পাওয়া গেছে।
ক্যারিবীয়দের বড় ধাক্কা থেকে বাঁচিয়েছেন দুই মিডল অর্ডার ব্যাটার কাভেম হজ ও উইকেটরক্ষক জশুয়া ডি সিলভার প্রতিরোধ। ষষ্ঠ উইকেটে দুজনে গড়েন ১৪৯ রানের জুটি, খেলেছেন ৩১২ বল। অজিদের বিপক্ষে টেস্টে উইন্ডিজের ষষ্ঠ উইকেটে এটি অষ্টম সর্বোচ্চ রানের জুটি।
সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুরই আভাস দিয়েছিল সফরকারীরা। স্কোরবোর্ডে খুব বেশি রান জমা না করলেও দুই পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডকে বেশ সামলে রেখেছিলেন ক্রেইগ ব্রাথওয়েট ও তেজনারায়ণ চন্দরপল। তবে এই ওপেনিং জুটি এগোতে পারেনি বেশি দূর। ইনিংসের অষ্টম ওভারে হ্যাজলউডের বলে ফিরে যান ব্রাথওয়েট (৪)।
ওপেনার-অধিনায়কের ফেরার পরপরই পতন শুরু উইন্ডিজের। স্টার্কের তোপে মুহূর্তেই ছন্নছাড়া তারা। সেটিও মধ্যাহ্নবিরতির আগে। ৪ উইকেট নিয়ে দিনের সেরা বোলার অজি পেসারই। বিরতির পর ফিরেই প্রতিরোধ গড়েন হজ-ডি সিলভা। সেই জুটি ভাঙে তৃতীয় সেশনে। দলীয় ২১৩ রানে নাথান লায়নের এলবিডব্লুর ফাঁদে পড়া ডি সিলভা ১৫৭ বলে ফেরেন ৭৯ রানে। তার সঙ্গে ১২ রান যোগ হতেই স্টার্কের চতুর্থ শিকার হজ (১৯৪ বলে ৭১ রান)।
দিনের শেষ উইকেট হিসেবে বিদায় নেন আলঝারি জোসেফ। তাঁর বিদায়ের পরপরই শেষ হয় প্রথম দিনের খেলা। আগামীকাল দ্বিতীয় দিন শুরু করবেন কেভিন সিনক্লেয়ার (১৬)। আজ গ্যাবায় সারা দিনে যে ৮ উইকেট পড়েছে, তার ৭টি পেয়েছেন পেসাররা।
এই টেস্ট দিয়ে বিদেশের মাটিতে লাল বলের ক্রিকেটে প্রথম ম্যাচ পরিচালনা করলেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
৮ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৩ ঘণ্টা আগে