৬৪ রানে ৫ উইকেট—সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ ব্রিসবেন টেস্টের প্রথম দিন পার করেছে ২৬৬ রান নিয়ে। উইকেট পড়েছে ৮ টি। খেলেছে প্রায় ৯০ (৮৯.৪) ওভারই। বলতে গেলে, গ্যাবায় টেস্ট ক্রিকেটের বিশুদ্ধ বিনোদনই পাওয়া গেছে।
ক্যারিবীয়দের বড় ধাক্কা থেকে বাঁচিয়েছেন দুই মিডল অর্ডার ব্যাটার কাভেম হজ ও উইকেটরক্ষক জশুয়া ডি সিলভার প্রতিরোধ। ষষ্ঠ উইকেটে দুজনে গড়েন ১৪৯ রানের জুটি, খেলেছেন ৩১২ বল। অজিদের বিপক্ষে টেস্টে উইন্ডিজের ষষ্ঠ উইকেটে এটি অষ্টম সর্বোচ্চ রানের জুটি।
সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুরই আভাস দিয়েছিল সফরকারীরা। স্কোরবোর্ডে খুব বেশি রান জমা না করলেও দুই পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডকে বেশ সামলে রেখেছিলেন ক্রেইগ ব্রাথওয়েট ও তেজনারায়ণ চন্দরপল। তবে এই ওপেনিং জুটি এগোতে পারেনি বেশি দূর। ইনিংসের অষ্টম ওভারে হ্যাজলউডের বলে ফিরে যান ব্রাথওয়েট (৪)।
ওপেনার-অধিনায়কের ফেরার পরপরই পতন শুরু উইন্ডিজের। স্টার্কের তোপে মুহূর্তেই ছন্নছাড়া তারা। সেটিও মধ্যাহ্নবিরতির আগে। ৪ উইকেট নিয়ে দিনের সেরা বোলার অজি পেসারই। বিরতির পর ফিরেই প্রতিরোধ গড়েন হজ-ডি সিলভা। সেই জুটি ভাঙে তৃতীয় সেশনে। দলীয় ২১৩ রানে নাথান লায়নের এলবিডব্লুর ফাঁদে পড়া ডি সিলভা ১৫৭ বলে ফেরেন ৭৯ রানে। তার সঙ্গে ১২ রান যোগ হতেই স্টার্কের চতুর্থ শিকার হজ (১৯৪ বলে ৭১ রান)।
দিনের শেষ উইকেট হিসেবে বিদায় নেন আলঝারি জোসেফ। তাঁর বিদায়ের পরপরই শেষ হয় প্রথম দিনের খেলা। আগামীকাল দ্বিতীয় দিন শুরু করবেন কেভিন সিনক্লেয়ার (১৬)। আজ গ্যাবায় সারা দিনে যে ৮ উইকেট পড়েছে, তার ৭টি পেয়েছেন পেসাররা।
এই টেস্ট দিয়ে বিদেশের মাটিতে লাল বলের ক্রিকেটে প্রথম ম্যাচ পরিচালনা করলেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত।
৬৪ রানে ৫ উইকেট—সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ ব্রিসবেন টেস্টের প্রথম দিন পার করেছে ২৬৬ রান নিয়ে। উইকেট পড়েছে ৮ টি। খেলেছে প্রায় ৯০ (৮৯.৪) ওভারই। বলতে গেলে, গ্যাবায় টেস্ট ক্রিকেটের বিশুদ্ধ বিনোদনই পাওয়া গেছে।
ক্যারিবীয়দের বড় ধাক্কা থেকে বাঁচিয়েছেন দুই মিডল অর্ডার ব্যাটার কাভেম হজ ও উইকেটরক্ষক জশুয়া ডি সিলভার প্রতিরোধ। ষষ্ঠ উইকেটে দুজনে গড়েন ১৪৯ রানের জুটি, খেলেছেন ৩১২ বল। অজিদের বিপক্ষে টেস্টে উইন্ডিজের ষষ্ঠ উইকেটে এটি অষ্টম সর্বোচ্চ রানের জুটি।
সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুরই আভাস দিয়েছিল সফরকারীরা। স্কোরবোর্ডে খুব বেশি রান জমা না করলেও দুই পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডকে বেশ সামলে রেখেছিলেন ক্রেইগ ব্রাথওয়েট ও তেজনারায়ণ চন্দরপল। তবে এই ওপেনিং জুটি এগোতে পারেনি বেশি দূর। ইনিংসের অষ্টম ওভারে হ্যাজলউডের বলে ফিরে যান ব্রাথওয়েট (৪)।
ওপেনার-অধিনায়কের ফেরার পরপরই পতন শুরু উইন্ডিজের। স্টার্কের তোপে মুহূর্তেই ছন্নছাড়া তারা। সেটিও মধ্যাহ্নবিরতির আগে। ৪ উইকেট নিয়ে দিনের সেরা বোলার অজি পেসারই। বিরতির পর ফিরেই প্রতিরোধ গড়েন হজ-ডি সিলভা। সেই জুটি ভাঙে তৃতীয় সেশনে। দলীয় ২১৩ রানে নাথান লায়নের এলবিডব্লুর ফাঁদে পড়া ডি সিলভা ১৫৭ বলে ফেরেন ৭৯ রানে। তার সঙ্গে ১২ রান যোগ হতেই স্টার্কের চতুর্থ শিকার হজ (১৯৪ বলে ৭১ রান)।
দিনের শেষ উইকেট হিসেবে বিদায় নেন আলঝারি জোসেফ। তাঁর বিদায়ের পরপরই শেষ হয় প্রথম দিনের খেলা। আগামীকাল দ্বিতীয় দিন শুরু করবেন কেভিন সিনক্লেয়ার (১৬)। আজ গ্যাবায় সারা দিনে যে ৮ উইকেট পড়েছে, তার ৭টি পেয়েছেন পেসাররা।
এই টেস্ট দিয়ে বিদেশের মাটিতে লাল বলের ক্রিকেটে প্রথম ম্যাচ পরিচালনা করলেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৭ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৮ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৯ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১০ ঘণ্টা আগে