Ajker Patrika

ছায়া দল করতে চান পাপনরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৬ জুন ২০২১, ১৭: ১৪
ছায়া দল করতে চান পাপনরা

ঢাকা: জাতীয় দলের বাইরে থাকা অনেক ক্রিকেটারই নিয়মিত অনুশীলনের সুযোগ না পাওয়ার অভিযোগ থাকে। আবার হুট করে জাতীয় দলের প্রয়োজনে প্রস্তুত কাউকেও পাওয়া যায় না। এই সমস্যার সমাধানে ‘বাংলাদেশ টাইগার্স’ নামে একটি ছায়া জাতীয় দল গঠনের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কাল বোর্ড সভা শেষে সাংবাদিকদের এমনটাই জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এই দলে থাকা ক্রিকেটারদের সারা বছর স্থানীয় কোচের অধীনে অনুশীলন করবেন। এমন দল গঠনের বিষয়ে পাপন একটি ধারণা দিয়েছেন। তিনি বলেছেন, ‘চোট বা অন্য সমস্যায় হঠাৎ করে জাতীয় দলের কোনো ক্রিকেটারকে পাওয়া না গেলে আমরা একেক দিন একেক খেলোয়াড়কে দিয়ে চেষ্টা করি। আমাদের যদি তৈরি ক্রিকেটার থাকত, আমাদের এই সমস্যায় পড়তে হতো না। পজিশন অনুযায়ী আমরা তৈরি ক্রিকেটার গড়ে তুলব।’

১৮ থেকে ২০জন ছেলে ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করার কথা ভাবছে বিসিবি। এরই মধ্যে চুক্তির বিষয়টি খসড়া করা হয়েছে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলে কয়েক দিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত করা হবে। চুক্তিতে দুই–একজন ক্রিকেটার নতুন করে অন্তর্ভুক্ত করা হচ্ছে জানালেও তাঁদের নাম বলেননি পাপন। গত বছরের মতো এবারও সংস্করণ ভেদে পৃথক চুক্তি করা হবে কি না তা কদিনের মধ্যই চূড়ান্ত করা হবে জানান তিনি। ক্রিকেটারদের চুক্তির বিষয়টা ক্রিকেট পরিচালনা বিভাগ চূড়ান্ত করবে। পাপন বলেছেন, ‘চুক্তিতে কে আসবে না আসবে সে বিষয়ে বিসিবি তাঁদের (পরিচালনা বিভাগ) ওপর হস্তক্ষেপ করবে না।’

কাল বিকেল সাড়ে তিনটা থেকে শুরু হওয়া এই সভা চলে প্রায় রাত ৮টা পর্যন্ত। সভাশেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো জানান বিসিবি সভাপতি। আগামী মাসের ৭ জুলাই বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার সিদ্ধান্ত হয়েছে কালকের সভায়। একই সঙ্গে ২০২১–২২ অর্থবছরের জন্য ২৬০ কোটি টাকার বাজেটও অনুমোদন দেওয়া হয়েছে।

বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির আয়োজকও হতে চায় বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফির জন্য বিডিং করার সিদ্ধান্তও হয়ে গেছে। এককভাবে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হতে চায় বিসিবি। তবে বিশ্বকাপ আয়োজনের চিন্তাটা যৌথভাবে।

এককভাবে বিশ্বকাপ আয়োজনের চিন্তা না থাকার পেছনে ভেন্যু সংকটের কথা তুলে ধরেন পাপন, ‘মূল বিশ্বকাপ আয়োজন করতে গেলে সব সুযোগ-সুবিধা সম্পন্ন ১০টি স্টেডিয়াম দরকার। এটা আমাদের নেই। টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে গেলেও আটটা স্টেডিয়াম দরকার। সেটি আমাদের জন্য কঠিন। আপাতত এককভাবে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে চাই। আর ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে চাই। একসঙ্গে বিডিং করলে বিশ্বকাপের আয়োজক হতে পারার সম্ভাবনাও বেড়ে যায়।’

বর্তমানে মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন তিন সদস্যের যে নির্বাচক প্যানেল রয়েছে, সেটি আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কাজ করবে। বিসিবি সভাপতি কথা বলেছেন ঢাকা প্রিমিয়ার লিগ নিয়েও। আম্পায়ারিং নিয়ে অভিযোগ ওঠার পর ডিপিএলই বন্ধ করে দিতে চেয়েছিলেন পাপন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত