বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে মা দিবস। এই বিশেষ দিনে তারকা খেলোয়াড়েরা মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন। মাকে নিয়ে আবেগঘন পোস্টও সামাজিকমাধ্যমে দিয়েছেন খেলোয়াড়েরা। মাকে নিয়ে তাওহীদ হৃদয়ের পোস্ট চোখে জল এনে দেওয়ার মতো।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বিকাল ৫টা ৫৮ মিনিটে মায়ের সঙ্গে ছবি দেন হৃদয়। মমতাময়ী মাকে নিয়ে আবেগঘন এক পোস্ট করেন তিনি। মায়েদের পরিশ্রম, আত্মত্যাগ ফুটে উঠেছে হৃদয়ের লেখায়। বাংলাদেশের তরুণ ক্রিকেটার লেখেন, ‘তোমাকে দেখে বুঝতে শিখেছি একজন নারীর কতোটা ত্যাগ করতে হয়, একজন মায়ের কতোটা পরিশ্রম করতে হয়, একজন মেয়ের কতোটা সৎ হতে হয়। তুমি যে আমার সর্বোৎকৃষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান!! পরকালে মায়ের পায়ের নিচে জান্নাত হলেও, এ দুনিয়ায় তোমার হাসিতে আমি বেহেশত দেখেছি। তুমি হাসি-খুশি থাক, সুস্থ থাক, প্রতিটি মোনাজাতে এটাই আমার সবথেকে বড় চাওয়া।’
কোনো এক জন্মদিনের দিন মায়ের ক্যানসারের খবর পান হৃদয়। মমতাময়ী মায়ের এমন অসুখের খবর শুনে কেমন অবস্থা হয়েছিল, সেটা দিয়েই পোস্টের শুরু করেন তিনি। হৃদয় বলেন, ‘আমার মা। আমার জন্মদিনের দিন প্রথম খবর পাই তোমার ক্যান্সার। সেদিন প্রথম বুঝতে পারলাম পুরো পৃথিবীর বিনিময়ে হলেও আমার তোমাকেই দরকার। এরপর তোমার সেই কষ্টের পুরো ঘটনা ছিল আমার চোখের সামনে। তোমার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে কত চোখের পানি ফেলেছি তার হিসাব নেই। তুমি ঘুম থেকে উঠে আমার চোখ ভেজা দেখবে বলে নিজেই আবার সেই চোখের পানি মুছেছি। ক্যানসারের সঙ্গে লড়াই করেছ, প্রতিনিয়ত তোমাকে হারানোর ভয়ের সঙ্গে লড়াই করেছি। কিন্তু এই শক্তির পুরোটাই যে পেয়েছি তোমাকে দেখে মা।’
শেষটা হৃদয় করেছেন এভাবে, ‘মা দিবসে তোমাকে এই খোলা চিঠিতে বলছি, ভালোবাসি মা, যেমনটা আর কখনো কাউকে বাসতে পারবো না। তোমার দোয়া ছাড়া আমি অসহায়, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। ইতি তোমার বাবা।’
বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে মা দিবস। এই বিশেষ দিনে তারকা খেলোয়াড়েরা মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন। মাকে নিয়ে আবেগঘন পোস্টও সামাজিকমাধ্যমে দিয়েছেন খেলোয়াড়েরা। মাকে নিয়ে তাওহীদ হৃদয়ের পোস্ট চোখে জল এনে দেওয়ার মতো।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বিকাল ৫টা ৫৮ মিনিটে মায়ের সঙ্গে ছবি দেন হৃদয়। মমতাময়ী মাকে নিয়ে আবেগঘন এক পোস্ট করেন তিনি। মায়েদের পরিশ্রম, আত্মত্যাগ ফুটে উঠেছে হৃদয়ের লেখায়। বাংলাদেশের তরুণ ক্রিকেটার লেখেন, ‘তোমাকে দেখে বুঝতে শিখেছি একজন নারীর কতোটা ত্যাগ করতে হয়, একজন মায়ের কতোটা পরিশ্রম করতে হয়, একজন মেয়ের কতোটা সৎ হতে হয়। তুমি যে আমার সর্বোৎকৃষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান!! পরকালে মায়ের পায়ের নিচে জান্নাত হলেও, এ দুনিয়ায় তোমার হাসিতে আমি বেহেশত দেখেছি। তুমি হাসি-খুশি থাক, সুস্থ থাক, প্রতিটি মোনাজাতে এটাই আমার সবথেকে বড় চাওয়া।’
কোনো এক জন্মদিনের দিন মায়ের ক্যানসারের খবর পান হৃদয়। মমতাময়ী মায়ের এমন অসুখের খবর শুনে কেমন অবস্থা হয়েছিল, সেটা দিয়েই পোস্টের শুরু করেন তিনি। হৃদয় বলেন, ‘আমার মা। আমার জন্মদিনের দিন প্রথম খবর পাই তোমার ক্যান্সার। সেদিন প্রথম বুঝতে পারলাম পুরো পৃথিবীর বিনিময়ে হলেও আমার তোমাকেই দরকার। এরপর তোমার সেই কষ্টের পুরো ঘটনা ছিল আমার চোখের সামনে। তোমার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে কত চোখের পানি ফেলেছি তার হিসাব নেই। তুমি ঘুম থেকে উঠে আমার চোখ ভেজা দেখবে বলে নিজেই আবার সেই চোখের পানি মুছেছি। ক্যানসারের সঙ্গে লড়াই করেছ, প্রতিনিয়ত তোমাকে হারানোর ভয়ের সঙ্গে লড়াই করেছি। কিন্তু এই শক্তির পুরোটাই যে পেয়েছি তোমাকে দেখে মা।’
শেষটা হৃদয় করেছেন এভাবে, ‘মা দিবসে তোমাকে এই খোলা চিঠিতে বলছি, ভালোবাসি মা, যেমনটা আর কখনো কাউকে বাসতে পারবো না। তোমার দোয়া ছাড়া আমি অসহায়, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। ইতি তোমার বাবা।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৬ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৭ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৯ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৯ ঘণ্টা আগে