ক্রীড়া ডেস্ক
সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে তেমন কিছুই করতে পারেননি মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। কলম্বোর প্রেমাদাসায় আজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে জায়গা মেলেনি তাঁদের। একাদশে দুই পরিবর্তন আনতেই বাজিমাত বাংলাদেশের। মিরাজের পরিবর্তে একাদশে এসেই শেখ মেহেদী হাসান দেখালেন তাঁর ঘূর্ণিজাদু।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের তিনটি টি-টোয়েন্টিতেই টস জিতেছেন শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। কলম্বোর প্রেমাদাসায় আজ সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং নিয়েছেন তিনি। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখেছে প্রথমে ব্যাটিং নেওয়া শ্রীলঙ্কা। সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টি জিততে বাংলাদেশকে করতে হবে ১৩৩ রান। এই ম্যাচ জিতলেই লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ।
প্রেমাদাসায় আজ তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং নিয়ে শ্রীলঙ্কা বিস্ফোরক শুরু করে। ইনিংসের প্রথম ৫ বলের মধ্যে দুই চার হজম করেন শরীফুল ইসলাম। ওভারের শেষ বলে কুশল মেন্ডিসকে (৬) ফেরান শরীফুল। ডিপ স্কয়ার লেগ বাউন্ডারিতে তাওহিদ হৃদয় ক্যাচ ধরতেই ১৪ রানে ভেঙে যায় লঙ্কানদের উদ্বোধনী জুটি। প্রথম উইকেট হারানোর পর এরপর মেহেদীর ঘূর্ণিতে চোখে সর্ষেফুল দেখতে থাকে শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ও চতুর্থ ওভারে মেহেদী নিয়েছেন কুশল পেরেরা ও দিনেশ চান্দিমালের দুটি উইকেট। পেরেরা শূন্য রানে আউট হয়েছেন। আর তিন বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরে ৪ রান করেছেন চান্দিমাল।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা শ্রীলঙ্কা প্রথম পাওয়ারপ্লে (প্রথম ৬ ওভার) শেষ করেছে ৩ উইকেটে ৪০ রানে। পাওয়ারপ্লে শেষ হওয়ার পরও মেহেদী আঁটসাঁট লেংথে বোলিং চালিয়ে যান। অষ্টম ওভারের চতুর্থ বলে আসালাঙ্কাকে (৩) দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন মেহেদী। এরপর ১১তম ওভারের তৃতীয় বলে বাংলাদেশের এই স্পিনার নিয়েছেন পাথুম নিশাংকার উইকেট। একপ্রান্ত আগলে খেলতে থাকা নিশাংকা ৪৬ রান করে কট এন্ড বোল্ডের শিকার হয়েছেন।
নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি বাংলাদেশের ফিল্ডিংটাও হয়েছে দুর্দান্ত। যেখানে ১৪তম ওভারের প্রথম বলে শামীম হোসেন পাটোয়ারীকে রিভার্স সুইপ করেন কামিন্দু মেন্ডিস। ব্যাকওয়ার্ড পয়েন্টে উড়ে দারুণ ক্যাচ ধরেছেন তানজিম হাসান সাকিব। তানজিম সাকিব এসেছেন সাইফউদ্দিনের পরিবর্তে।
তানজিম সাকিবের ক্যাচে পরিণত হওয়া কামিন্দু ১৫ বলে ১ চার ও ১ ছক্কায় করেন ২১ রান। এরপর আরও একটি ক্যাচ ধরেন তানজিম সাকিব। ১৭তম ওভারের শেষ বলে মোস্তাফিজুর রহমানকে তুলে মারতে যান জেফরি ভ্যান্ডারসে। টাইমিংয়ে গড়বড় হওয়া বল তালুবন্দী করেন তানজিম সাকিব।
ভ্যান্ডারসের উইকেট হারিয়ে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ১৭ ওভারে ৩ উইকেটে ১০৩ রান। এরপর আর কোনো উইকেট হারায়নি লঙ্কানরা। অষ্টম উইকেটে ১৮ বলে ২৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন দাসুন শানাকা-মাহিশ তিকশানা। এই ২৯ রানের মধ্যে শেষ ওভারে শরীফুলকে পিটিয়েই ২২ রান নিয়েছেন লঙ্কান ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩২ রান করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের মেহেদী ৪ ওভারে ১১ রানে ৪ উইকেট নিয়েছেন। এক ওভার মেডেন দিয়েছেন।
সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে তেমন কিছুই করতে পারেননি মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। কলম্বোর প্রেমাদাসায় আজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে জায়গা মেলেনি তাঁদের। একাদশে দুই পরিবর্তন আনতেই বাজিমাত বাংলাদেশের। মিরাজের পরিবর্তে একাদশে এসেই শেখ মেহেদী হাসান দেখালেন তাঁর ঘূর্ণিজাদু।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের তিনটি টি-টোয়েন্টিতেই টস জিতেছেন শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। কলম্বোর প্রেমাদাসায় আজ সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং নিয়েছেন তিনি। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখেছে প্রথমে ব্যাটিং নেওয়া শ্রীলঙ্কা। সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টি জিততে বাংলাদেশকে করতে হবে ১৩৩ রান। এই ম্যাচ জিতলেই লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ।
প্রেমাদাসায় আজ তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং নিয়ে শ্রীলঙ্কা বিস্ফোরক শুরু করে। ইনিংসের প্রথম ৫ বলের মধ্যে দুই চার হজম করেন শরীফুল ইসলাম। ওভারের শেষ বলে কুশল মেন্ডিসকে (৬) ফেরান শরীফুল। ডিপ স্কয়ার লেগ বাউন্ডারিতে তাওহিদ হৃদয় ক্যাচ ধরতেই ১৪ রানে ভেঙে যায় লঙ্কানদের উদ্বোধনী জুটি। প্রথম উইকেট হারানোর পর এরপর মেহেদীর ঘূর্ণিতে চোখে সর্ষেফুল দেখতে থাকে শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ও চতুর্থ ওভারে মেহেদী নিয়েছেন কুশল পেরেরা ও দিনেশ চান্দিমালের দুটি উইকেট। পেরেরা শূন্য রানে আউট হয়েছেন। আর তিন বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরে ৪ রান করেছেন চান্দিমাল।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা শ্রীলঙ্কা প্রথম পাওয়ারপ্লে (প্রথম ৬ ওভার) শেষ করেছে ৩ উইকেটে ৪০ রানে। পাওয়ারপ্লে শেষ হওয়ার পরও মেহেদী আঁটসাঁট লেংথে বোলিং চালিয়ে যান। অষ্টম ওভারের চতুর্থ বলে আসালাঙ্কাকে (৩) দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন মেহেদী। এরপর ১১তম ওভারের তৃতীয় বলে বাংলাদেশের এই স্পিনার নিয়েছেন পাথুম নিশাংকার উইকেট। একপ্রান্ত আগলে খেলতে থাকা নিশাংকা ৪৬ রান করে কট এন্ড বোল্ডের শিকার হয়েছেন।
নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি বাংলাদেশের ফিল্ডিংটাও হয়েছে দুর্দান্ত। যেখানে ১৪তম ওভারের প্রথম বলে শামীম হোসেন পাটোয়ারীকে রিভার্স সুইপ করেন কামিন্দু মেন্ডিস। ব্যাকওয়ার্ড পয়েন্টে উড়ে দারুণ ক্যাচ ধরেছেন তানজিম হাসান সাকিব। তানজিম সাকিব এসেছেন সাইফউদ্দিনের পরিবর্তে।
তানজিম সাকিবের ক্যাচে পরিণত হওয়া কামিন্দু ১৫ বলে ১ চার ও ১ ছক্কায় করেন ২১ রান। এরপর আরও একটি ক্যাচ ধরেন তানজিম সাকিব। ১৭তম ওভারের শেষ বলে মোস্তাফিজুর রহমানকে তুলে মারতে যান জেফরি ভ্যান্ডারসে। টাইমিংয়ে গড়বড় হওয়া বল তালুবন্দী করেন তানজিম সাকিব।
ভ্যান্ডারসের উইকেট হারিয়ে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ১৭ ওভারে ৩ উইকেটে ১০৩ রান। এরপর আর কোনো উইকেট হারায়নি লঙ্কানরা। অষ্টম উইকেটে ১৮ বলে ২৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন দাসুন শানাকা-মাহিশ তিকশানা। এই ২৯ রানের মধ্যে শেষ ওভারে শরীফুলকে পিটিয়েই ২২ রান নিয়েছেন লঙ্কান ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩২ রান করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের মেহেদী ৪ ওভারে ১১ রানে ৪ উইকেট নিয়েছেন। এক ওভার মেডেন দিয়েছেন।
অম্ল-মধুর এক ম্যাচই কাটালেন দুনিথ ভেল্লালাগে। আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে তাঁর দল শ্রীলঙ্কা। এই ম্যাচেই আফগান ব্যাটার মোহাম্মদ নবির কাছে তাঁকে হজম করতে হয় টানা ৫ ছক্কা। সবমিলিয়ে শেষ ওভারে ৩২ রান খরচ করেন তিনি। পরে সেই দুঃসহ অভিজ্ঞতা ভুলিয়ে দেয় শ্রীলঙ্কার ৬ উইকেটের জয়।
৬ ঘণ্টা আগেসুপার ফোরে যাওয়ার জন্য ১০১ রান হলেই চলত শ্রীলঙ্কার। তাতে ম্যাচ হারলেও তাদের ‘আসে-যায়’-এর কিছু ছিল না। কিন্তু টি-টোয়েন্টি এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। লক্ষ্য যখন শিরোপা ধরে রাখা, তখন আফগানদের কাছে হারলে চলে!
৭ ঘণ্টা আগেলঙ্কান বোলারদের তোপে বড় পুঁজি আফগানদের জন্য কঠিনই ছিল। কিন্তু ওস্তাদের মার যে হয় শেষ রাতে। ওস্তাদের ভূমিকাটা বেশ সাদরেই নিলেন মোহাম্মদ নবি। দুনিথ ভেল্লালাগের শেষ ওভারে ৫ ছক্কা মেরে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেন এই অভিজ্ঞ ব্যাটার। একটা পর্যায়ে দেড় শ পেরোনো মুশকিল মনে হচ্ছিল আফগানিস্তানের।
৯ ঘণ্টা আগে২৫ বছর পর উৎসে ফিরলেন জোসে মরিনিও। প্রধান কোচ হিসেবে যে ক্লাবে ডাগআউটে তাঁর ক্যারিয়ার শুরু, সেই বেনফিকায় ফিরলেন তিনি। গতকাল দুই বছরের জন্য মরিনিওর ফেরার কথা নিশ্চিত করেছে পর্তুগিজ ক্লাবটি।
৯ ঘণ্টা আগে