Ajker Patrika

সাকিবের অবসর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২: ১৫
সাকিবের অবসর ঘোষণা

রীতি মেনে টেস্ট ম্যাচের আগের দিন আজ কানপুরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তরই আসার কথা ৷ এলেন সাকিব আল হাসান৷ হঠাৎ তাঁর আসার কারণ জানা গেল দ্রুতই। আন্তর্জাতিক ক্রিকেটের দুই সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। দেশের মাঠে আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টই হবে সাকিবের শেষ টেস্ট ম্যাচ। 

কানপুরে আগামীকাল সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ-ভারত। সেই টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘যেটা মনে হয়েছে, সামনের হোম সিরিজ আমার শেষ সিরিজ হবে৷ এভাবে ফারুক ভাই (বিসিবি সভাপতি) ও নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে ৷ মিরপুর টেস্ট (অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) হবে আমার শেষ টেস্ট ৷ বিশেষ করে টেস্টে। বোর্ড চেষ্টা করছে এটা কীভাবে সুন্দর করে আয়োজন করতে পারে। দেশে যাতে নিরাপদে খেলতে পারি ৷ দেশ থেকে যেন নিরাপদে বেরও হতে পারি।’

টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টি থেকেও নিজেকে সরিয়ে নিলেন সাকিব। বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার বলেন, ‘এখন নিজেকে টি-টোয়েন্টির জন্যও দেখছি না ৷ সে হিসেবে মনে করতে পারেন এ দুই সংস্করণে (টেস্ট ও টি-টোয়েন্টি) নিজের শেষ দেখছি।’

অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান। ছবি: আজকের পত্রিকা২০০৭ থেকে ২০২৪ পর্যন্ত সাকিব খেলেছেন ৭০ টেস্ট। ৩৮.৩৩  গড়ে করেছেন ৪৬০০ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে করেছেন ৫ সেঞ্চুরি ও ৩১ ফিফটি। সবশেষ টেস্টে সেঞ্চুরি পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৭ সালে কলম্বোর পি সারা ওভালে। সেই ম্যাচটা ছিল বাংলাদেশের ১০০তম টেস্ট।

গত বছর ওয়ানডে বিশ্বকাপের আগে সেই বিস্ফোরক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পাকিস্তানে হতে যাওয়া ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই হয়তো তাঁর এই সংস্করণেও শেষ হবে ৷  টেস্ট ও টি-টোয়েন্টিকে আজ কানপুরে বিদায় বলার পর এসেছে সেই পুরোনো কথা। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘আমি সেটাই আশা করি। আর হয়তো ৯টা ওয়ানডে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত