Ajker Patrika

চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের দরকার ১২৮ রান

আপডেট : ২১ জুন ২০২৩, ১২: ০৯
চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের দরকার ১২৮ রান

নারী ইমার্জিং এশিয়া কাপের শিরোপাজয়ের লক্ষ্যে দুর্দান্ত খেলছে বাংলাদেশ ‘এ’ দল। আজ ফাইনালে বাংলাদেশ ‘এ’ দলের দুর্দান্ত বোলিংয়ে ভুগেছে ভারতীয় ‘এ’ দল। চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশকে করতে হবে ১২৮ রান।

মংকক গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্বেতা শেহরাওয়াত। অধিনায়ক শ্বেতা ও ইউ ছেত্রীর উদ্বোধনী জুটি সাবলীলভাবে এগোচ্ছিল। তবে এই জুটিকে বেশিক্ষণ টিকতে দেননি নাহিদা আকতার। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে ১৩ রান করা শ্বেতাকে বোল্ড করেন নাহিদা। ভারতের রান তখন ১ উইকেটে ২৮ রান। এরপর রাবেয়া খানের বলে বোল্ড হয়ে দ্রুত আউট হয়ে যান ছেত্রী। ২০ বলে ২২ রান করেন ভারতীয় এই ওপেনার।

৪৩ রানে ২ উইকেট পড়ার পর ব্যাটিংয়ে আসেন গঙ্গাদি তৃষা। তৃতীয় উইকেট জুটিতে দিনেশ বৃন্দা-তৃষা যোগ করেন ২৭ রান। তৃষাকে ফিরিয়ে জুটি ভাঙেন সুলতানা খাতুন। তৃষার পর সুলতানা ফিরিয়েছেন বৃন্দাকেও। ২৯ বলে ৩৬ রান করে বৃন্দা আউট হলে ভারতের স্কোর ৪ উইকেটে ৯১ হয়ে যায়। এখান থেকেই সাময়িক ধস নামে ভারতের ইনিংসে। ৪ উইকেটে ৯১ থেকে ৭ উইকেটে ১০৫ হয়ে যায় ভারত। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১২৭ রান করে ভারত। সর্বোচ্চ ৩৬ রান করেন বৃন্দা। বাংলাদেশের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন নাহিদা আকতার ও সুলতানা খাতুন। স্বাগতিকদের দেওয়া ১২৮-এর লক্ষ্যে ব্যাটিং করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪.২ ওভারে ২ উইকেটে ২৩ রান করেছে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত