ক্রীড়া ডেস্ক
ভারতকে হারানো যেন এই মুহূর্তে সবচেয়ে কঠিন কাজ। দাপুটে ক্রিকেট খেলে এবারের এশিয়া কাপে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। তবে একটা রেকর্ডের দিকে তাকালে সূর্যকুমার, শুবমান গিল, অভিষেক শর্মারা লজ্জায় মুখ লুকোতে চাইবেন।
বাজে রেকর্ডে ভারতের নাম উঠেছে গতকাল দুবাইয়ে সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে। ম্যাচটি সূর্যকুমার-অভিষেকরা ৪১ রানে জিতেছে ঠিকই। কিন্ত এই ম্যাচে ভারত পাঁচটি ক্যাচ মিস করেছে, যার মধ্যে সাইফ হাসান চারবার জীবন পেয়েছেন। ব্যক্তিগত ৪০ রানের সময় তাঁর (সাইফ) বিপক্ষে কট অ্যান্ড বোল্ডের সুযোগ হাতছাড়া করেন অক্ষর প্যাটেল। পরবর্তীতে ৬৫, ৬৬, ৬৭—এই তিনবার সাইফের ক্যাচ ছেড়েছেন শিবম দুবে, সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। শেষ ওভারে নাসুম আহমেদের ক্যাচ ছেড়েছেন কুলদীপ যাদব।
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ক্যাচ ছেড়ে দেওয়া ভারতের ২০২৫ এশিয়া কাপে সব মিলিয়ে ১২ ক্যাচ ড্রপ করেছে। এবারের এশিয়া কাপে সর্বোচ্চ ক্যাচ মিসের রেকর্ড এখন ভারতের। দুইয়ে থাকা হংকং টুর্নামেন্টে ক্যাচ মিস করেছে ১১টি। এই তালিকায় তিন ও চারে থাকা বাংলাদেশ ও শ্রীলঙ্কা এবারের এশিয়া কাপে ছেড়েছে ৮ ও ৬ ক্যাচ। অথচ যে পাকিস্তানের ফিল্ডিং নিয়ে সামাজিক মাধ্যমে এত রসিকতা চলে, তারা এই বিব্রতকর রেকর্ডে একটু পেছন দিকেই থাকছে। ২০২৫ এশিয়া কাপে তারা ছেড়েছে তিন ক্যাচ।
সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষেও ভারতের বাজে ফিল্ডিং লক্ষ করা গেছে। ২১ সেপ্টেম্বর ফিফটি করা পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান দুবার জীবন পেয়েছিলেন। দুটি ক্যাচই ছেড়েছিলেন অভিষেক শর্মা। সেদিন ক্যাচ মিস করেছিলেন কুলদীপ যাদব ও শুবমান গিল। দুবাইয়ে গত রাতে চারবার জীবন পাওয়া সাইফ আউট হয়েছেন ৬৯ রান করে। ৫১ বলের ইনিংসে ৩টি চার ও ৫টি ছক্কা মেরেছেন। বাংলাদেশের এই ওপেনার ২০ সেপ্টেম্বর লঙ্কানদের বিপক্ষেও করেছিলেন ফিফটি।
অভিষেক শর্মা গত রাতে বাংলাদেশের বিপক্ষে একটি ক্যাচ মিস করলেও দুটি ক্যাচ ধরেছেন। ৩৭ বলে ৬টি চার ও ৫ ছক্কায় ৭৫ রানের বিধ্বংসী ইনিংসের পাশাপাশি দুই ক্যাচ ধরে ম্যাচ-সেরার পুরস্কার পেয়েছেন। ভারতের একগাদা ক্যাচ মিসের বিপরীতে দারুণ ফিল্ডিং করেছেন সূর্যকুমার। ১৩তম ওভারের তৃতীয় বলে বরুণ চক্রবর্তীকে অফে ঠেলে সিঙ্গেল নিতে যান সাইফ। এক্সট্রা কাভার এলাকা থেকে দৌড়ে এসে সরাসরি থ্রোতে স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙেছেন সূর্যকুমার। তাতে রানআউট হয়ে যান জাকের (৪)।
ভারতের বিপক্ষে ম্যাচ হারের পর নিজের রানআউটকেই দায়ী করেছেন জাকের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আজ শেষ পর্যন্ত যদি থাকতে পারতাম। হয়তো রানআউটটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ফিনিশিং কীভাবে ভালো করা যায়, দলকে জেতানো যায়, সেটাই তো আমাদের কাজ।’ ভারত ৪১ রানে জিতে উঠে গেছে ফাইনালে। দুবাইয়ে আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি টুর্নামেন্টের অলিখিত সেমিফাইনাল। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
২০২৫ এশিয়া কাপে ক্যাচ মিস
মিস দল
১২ ভারত
১১ হংকং
৮ বাংলাদেশ
৬ শ্রীলঙ্কা
৪ আফগানিস্তান
৪ ওমান
৩ পাকিস্তান
২ আরব আমিরাত
*২৪ সেপ্টেম্বর পর্যন্ত
ভারতকে হারানো যেন এই মুহূর্তে সবচেয়ে কঠিন কাজ। দাপুটে ক্রিকেট খেলে এবারের এশিয়া কাপে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। তবে একটা রেকর্ডের দিকে তাকালে সূর্যকুমার, শুবমান গিল, অভিষেক শর্মারা লজ্জায় মুখ লুকোতে চাইবেন।
বাজে রেকর্ডে ভারতের নাম উঠেছে গতকাল দুবাইয়ে সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে। ম্যাচটি সূর্যকুমার-অভিষেকরা ৪১ রানে জিতেছে ঠিকই। কিন্ত এই ম্যাচে ভারত পাঁচটি ক্যাচ মিস করেছে, যার মধ্যে সাইফ হাসান চারবার জীবন পেয়েছেন। ব্যক্তিগত ৪০ রানের সময় তাঁর (সাইফ) বিপক্ষে কট অ্যান্ড বোল্ডের সুযোগ হাতছাড়া করেন অক্ষর প্যাটেল। পরবর্তীতে ৬৫, ৬৬, ৬৭—এই তিনবার সাইফের ক্যাচ ছেড়েছেন শিবম দুবে, সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। শেষ ওভারে নাসুম আহমেদের ক্যাচ ছেড়েছেন কুলদীপ যাদব।
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ক্যাচ ছেড়ে দেওয়া ভারতের ২০২৫ এশিয়া কাপে সব মিলিয়ে ১২ ক্যাচ ড্রপ করেছে। এবারের এশিয়া কাপে সর্বোচ্চ ক্যাচ মিসের রেকর্ড এখন ভারতের। দুইয়ে থাকা হংকং টুর্নামেন্টে ক্যাচ মিস করেছে ১১টি। এই তালিকায় তিন ও চারে থাকা বাংলাদেশ ও শ্রীলঙ্কা এবারের এশিয়া কাপে ছেড়েছে ৮ ও ৬ ক্যাচ। অথচ যে পাকিস্তানের ফিল্ডিং নিয়ে সামাজিক মাধ্যমে এত রসিকতা চলে, তারা এই বিব্রতকর রেকর্ডে একটু পেছন দিকেই থাকছে। ২০২৫ এশিয়া কাপে তারা ছেড়েছে তিন ক্যাচ।
সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষেও ভারতের বাজে ফিল্ডিং লক্ষ করা গেছে। ২১ সেপ্টেম্বর ফিফটি করা পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান দুবার জীবন পেয়েছিলেন। দুটি ক্যাচই ছেড়েছিলেন অভিষেক শর্মা। সেদিন ক্যাচ মিস করেছিলেন কুলদীপ যাদব ও শুবমান গিল। দুবাইয়ে গত রাতে চারবার জীবন পাওয়া সাইফ আউট হয়েছেন ৬৯ রান করে। ৫১ বলের ইনিংসে ৩টি চার ও ৫টি ছক্কা মেরেছেন। বাংলাদেশের এই ওপেনার ২০ সেপ্টেম্বর লঙ্কানদের বিপক্ষেও করেছিলেন ফিফটি।
অভিষেক শর্মা গত রাতে বাংলাদেশের বিপক্ষে একটি ক্যাচ মিস করলেও দুটি ক্যাচ ধরেছেন। ৩৭ বলে ৬টি চার ও ৫ ছক্কায় ৭৫ রানের বিধ্বংসী ইনিংসের পাশাপাশি দুই ক্যাচ ধরে ম্যাচ-সেরার পুরস্কার পেয়েছেন। ভারতের একগাদা ক্যাচ মিসের বিপরীতে দারুণ ফিল্ডিং করেছেন সূর্যকুমার। ১৩তম ওভারের তৃতীয় বলে বরুণ চক্রবর্তীকে অফে ঠেলে সিঙ্গেল নিতে যান সাইফ। এক্সট্রা কাভার এলাকা থেকে দৌড়ে এসে সরাসরি থ্রোতে স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙেছেন সূর্যকুমার। তাতে রানআউট হয়ে যান জাকের (৪)।
ভারতের বিপক্ষে ম্যাচ হারের পর নিজের রানআউটকেই দায়ী করেছেন জাকের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আজ শেষ পর্যন্ত যদি থাকতে পারতাম। হয়তো রানআউটটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ফিনিশিং কীভাবে ভালো করা যায়, দলকে জেতানো যায়, সেটাই তো আমাদের কাজ।’ ভারত ৪১ রানে জিতে উঠে গেছে ফাইনালে। দুবাইয়ে আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি টুর্নামেন্টের অলিখিত সেমিফাইনাল। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
২০২৫ এশিয়া কাপে ক্যাচ মিস
মিস দল
১২ ভারত
১১ হংকং
৮ বাংলাদেশ
৬ শ্রীলঙ্কা
৪ আফগানিস্তান
৪ ওমান
৩ পাকিস্তান
২ আরব আমিরাত
*২৪ সেপ্টেম্বর পর্যন্ত
দুবাইয়ে গত রাতে ভারতের কাছে ৪১ রানে হেরেছে বাংলাদেশ। তাতে ভারত কেটেছে ২০২৫ এশিয়া কাপের ফাইনালের টিকিট। তাতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি হয়ে গেছে অলিখিত সেমিফাইনাল। দুবাইয়ে বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-ভারত ম্যাচ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।
৩০ মিনিট আগেভারত-পাকিস্তান ম্যাচকে ‘হাইভোল্টেজ ম্যাচ’ বললে অনেকেই যে এখন হাসবেন। বেশির ভাগ ম্যাচে ভারত যখন একতরফাভাবে জেতে, তখন আর কী অর্থ থাকে হাইভোল্টেজের! কিন্তু দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই ছাপিয়ে অন্যান্য ঘটনায় বেশি উত্তপ্ত থাকে।
১ ঘণ্টা আগে‘টাইগার কৌন?’—মনস্তাত্ত্বিক লড়াইয়ের অংশ হিসেবেই কি শাহিন শাহ আফ্রিদি এটা বলেছেন? আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড়দের মধ্যে একটা দূরত্ব বা উত্তেজনা থাকে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সৌজন্যে সেই ‘শত্রু’ হয়ে যায় পরম ‘বন্ধু’! বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সৌজন্যে বাংলাদেশকে খুব ভালো চেনা শাহিনের।
২ ঘণ্টা আগেজয়ের সম্ভাবনা জাগিয়েও ভারতের কাছে ৪১ রানে হেরেছে বাংলাদেশ। এই হারে জাকের আলী অনিক-তানজিদ হাসান তামিমদের এখন খেলতে হবে বাঁচা-মরার ম্যাচ। দুবাইয়ে আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি হয়ে গেছে অলিখিত সেমিফাইনাল। ভারতের কাছে হারের পর সামাজিক মাধ্যমে এক পোস্টে বাংলাদেশকে ধুয়ে দিয়েছেন রুবেল হোসেন।
৩ ঘণ্টা আগে