Ajker Patrika

মারুফা-সুপ্তাদের নিয়ে নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দল

মারুফা-সুপ্তাদের নিয়ে নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দল

আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিউই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশের মেয়েরা। এই সফরের জন্য আজ ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অনেকটা অনুমিত দলই দিয়েছে বিসিবি। সিলেটে সর্বশেষ এশিয়া কাপের দলের প্রায় সবাই আছেন নিউজিল্যান্ড সফরের দলে। বাদ পড়ার তালিকায় আছেন, শামিমা সুলতানা, নাহিদা আক্তার ও সোহেলি আক্তার। দলে ফিরেছেন শারমিন আক্তার সুপ্তা, রাবেয়া খান, দিলারা আক্তার ও দিশা বিশ্বাস, মারুফা আক্তার। 

টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে নারীদের নিউজিল্যান্ড অভিযান। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে প্রথম ম্যাচ ২ ডিসেম্বর। একদিন বিরতি দিয়ে কুইন্সটাউনে দ্বিতীয় টি-টোয়েন্টি। ডানেডিন শেষ ম্যাচ ৭ ডিসেম্বর। আগামী ১১ ডিসেম্বর ওয়েলিংটনের বেসিন রিজার্ভে হবে প্রথম ওয়ানডে। নেপিয়ারে ১৪ ডিসেম্বর ও হ্যামিল্টনে ১৭ ডিসেম্বর হবে শেষ দুই ওয়ানডে। 

বাংলাদেশ নারী দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক পিঙ্কি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, রাবেয়া খান, দিলারা আক্তার ও দিশা বিশ্বাস। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত