ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার থেকে লন্ডনে ফিরতেই পরিস্থিতি উত্তপ্ত। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে লন্ডনের ওভালের পিচ কিউরেটরের বাকবিতণ্ডার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল। এমন ঘটনায় অবশ্য কোচ গম্ভীরের কোনো দোষ দেখছেন না ভারতীয় টেস্ট অধিনায়ক শুবমান গিল।
ওভালের পিচ কিউরেটর লি ফর্টিসের সঙ্গে গম্ভীরের ঝগড়ার ঘটনা ঘটেছে পরশু। ভারতের কোচিং স্টাফদের আড়াই মিটার দূর থেকে উইকেট দেখতে বলেন বলে জানা গেছে। গম্ভীর এসে যোগ দিলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। ফর্টিসের সঙ্গে গম্ভীরের তুমুল কথা কাটাকাটির ব্যাপারে জিজ্ঞেস করা হলে গিল কোচের পক্ষ নিয়েই কথা বলেছেন। ওভালে গতকাল সংবাদ সম্মেলনে ভারতীয় টেস্ট অধিনায়ক বলেন, ‘গতকাল (২৯ জুলাই) যা ঘটেছে, সেটা একেবারেই অপ্রয়োজনীয় ছিল। আমাদের উইকেট দেখার ঘটনা তো এবারই প্রথমবার নয়। প্রায় দুই মাস ধরে এখানে আছি আমরা। একজন কোচের কাছে গিয়ে উইকেট দেখার অধিকার রয়েছে। এখানে মনে হয় না কোনো ভুল হয়েছে। কিউরেটর আমাদের উইকেট দেখার কেন সুযোগ দেবেন না, ঠিক আছে।’
যে উইকেট দেখা নিয়ে পরিস্থিতি এত উত্তপ্ত, গিল এমন ঘটনার কোনো মানেই দেখেন না। লন্ডনের ওভালে গতকাল সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বলেন, ‘যতদূর জানি, আমরা কখনো কোনো নির্দেশনা পাইনি। রাবার স্পাইক পরে থাকেন বা খালি পায়ে থাকেন, কাছ থেকে উইকেট দেখা যাবে। এই সিরিজে এরই মধ্যে আমরা চার ম্যাচ খেলেছি। কেউ আমাদের পিচ দেখতে বাধা দেননি। কোচ ও অধিনায়কসহ আমরা অনেকবার পিচের কাছে গিয়েছি। যদি কিউরেটর এসে উইকেট দেখতে না করেন বা ৩ মিটার দূর থেকে দেখতে বলেন, তাহলে কিছু বলার থাকে না। এখানে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কারণ কী, আমি জানি না।’
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। সিরিজের পঞ্চম টেস্ট ভারত জিতলে সিরিজ শেষ হবে ২-২ সমতায়। লন্ডনের ওভালে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ইংল্যান্ড-ভারত সিরিজের শেষ টেস্ট। এই টেস্টে জসপ্রীত বুমরা খেলবেন কিনা, সেই ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি গিল। যদিও ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর আগে-পরে বারবার শোনা গেছে, বুমরা এই সিরিজে তিন টেস্ট খেলবেন। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ভারতীয় তারকা পেসারের তিন ম্যাচ এরই মধ্যে খেলা হয়েছে।
ম্যানচেস্টার থেকে লন্ডনে ফিরতেই পরিস্থিতি উত্তপ্ত। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে লন্ডনের ওভালের পিচ কিউরেটরের বাকবিতণ্ডার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল। এমন ঘটনায় অবশ্য কোচ গম্ভীরের কোনো দোষ দেখছেন না ভারতীয় টেস্ট অধিনায়ক শুবমান গিল।
ওভালের পিচ কিউরেটর লি ফর্টিসের সঙ্গে গম্ভীরের ঝগড়ার ঘটনা ঘটেছে পরশু। ভারতের কোচিং স্টাফদের আড়াই মিটার দূর থেকে উইকেট দেখতে বলেন বলে জানা গেছে। গম্ভীর এসে যোগ দিলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। ফর্টিসের সঙ্গে গম্ভীরের তুমুল কথা কাটাকাটির ব্যাপারে জিজ্ঞেস করা হলে গিল কোচের পক্ষ নিয়েই কথা বলেছেন। ওভালে গতকাল সংবাদ সম্মেলনে ভারতীয় টেস্ট অধিনায়ক বলেন, ‘গতকাল (২৯ জুলাই) যা ঘটেছে, সেটা একেবারেই অপ্রয়োজনীয় ছিল। আমাদের উইকেট দেখার ঘটনা তো এবারই প্রথমবার নয়। প্রায় দুই মাস ধরে এখানে আছি আমরা। একজন কোচের কাছে গিয়ে উইকেট দেখার অধিকার রয়েছে। এখানে মনে হয় না কোনো ভুল হয়েছে। কিউরেটর আমাদের উইকেট দেখার কেন সুযোগ দেবেন না, ঠিক আছে।’
যে উইকেট দেখা নিয়ে পরিস্থিতি এত উত্তপ্ত, গিল এমন ঘটনার কোনো মানেই দেখেন না। লন্ডনের ওভালে গতকাল সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বলেন, ‘যতদূর জানি, আমরা কখনো কোনো নির্দেশনা পাইনি। রাবার স্পাইক পরে থাকেন বা খালি পায়ে থাকেন, কাছ থেকে উইকেট দেখা যাবে। এই সিরিজে এরই মধ্যে আমরা চার ম্যাচ খেলেছি। কেউ আমাদের পিচ দেখতে বাধা দেননি। কোচ ও অধিনায়কসহ আমরা অনেকবার পিচের কাছে গিয়েছি। যদি কিউরেটর এসে উইকেট দেখতে না করেন বা ৩ মিটার দূর থেকে দেখতে বলেন, তাহলে কিছু বলার থাকে না। এখানে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কারণ কী, আমি জানি না।’
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। সিরিজের পঞ্চম টেস্ট ভারত জিতলে সিরিজ শেষ হবে ২-২ সমতায়। লন্ডনের ওভালে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ইংল্যান্ড-ভারত সিরিজের শেষ টেস্ট। এই টেস্টে জসপ্রীত বুমরা খেলবেন কিনা, সেই ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি গিল। যদিও ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর আগে-পরে বারবার শোনা গেছে, বুমরা এই সিরিজে তিন টেস্ট খেলবেন। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ভারতীয় তারকা পেসারের তিন ম্যাচ এরই মধ্যে খেলা হয়েছে।
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
৯ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
১১ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
১৩ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১৬ ঘণ্টা আগে