Ajker Patrika

ধোনি-মিসবাহদের ছাড়িয়ে ভিভকে তাড়া করছেন সাউদি 

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ২১
ধোনি-মিসবাহদের ছাড়িয়ে ভিভকে তাড়া করছেন সাউদি 

ওয়েলিংটনে নিউজিল্যান্ড-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে রেকর্ড গড়ার খেলায় নেমেছেন টিম সাউদি। নিউজিল্যান্ডের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাউদি। এবার টেস্টে ছক্কার রেকর্ডে মাহেন্দ্র সিং ধোনি ও মিসবাহ-উল-হককে ছাড়িয়ে গেলেন কিউই এই ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সাউদি।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলার আগে টেস্টে সাউদি ছক্কা হাঁকিয়েছিলেন ৭৬ টি। স্বাগতিকদের প্রথম ইনিংসে ৪৯ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন সাউদি। বিস্ফোরক এই ইনিংস খেলার সময় ৬ ছক্কা মেরেছেন তিনি। তাতে টেস্টে কিউই এই ক্রিকেটারের ছক্কা হলো ৮২। গতকাল দ্বিতীয় দিনে ধোনির রেকর্ডে ভাগ বসিয়ে আজই তাঁকে ছাড়িয়ে গেলেন সাউদি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ভারতের সাবেক অধিনায়কের ছক্কা হলো ৭৮। ধোনিকে ছাড়িয়ে সেরা দশেও জায়গা করে নিয়েছেন সাউদি। ৮২ ছক্কায় ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফ ও অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেনের সঙ্গে যৌথভাবে দশ নম্বরে আছেন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার। আর ৮১ ছক্কায় যৌথভাবে ১১ নম্বরে আছেন কেভিন পিটারসেন ও মিসবাহ।

টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ১০৯ ছক্কা মেরে শীর্ষে আছেন স্টোকস। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ম্যাককালাম মেরেছেন ১০৭ ছক্কা। টেস্টে স্টোকস ও ম্যাককালাম ছাড়া ন্যূনতম ১০০ ছক্কা হাঁকানোর রেকর্ড আছে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের। বর্তমানে টেস্ট খেলছেন, এমন ক্রিকেটারদের মধ্যে স্টোকসের ১০৯ ছক্কার পর ৮২ ছক্কা নিয়ে দুইয়ে আছেন কিউই পেসার টিম সাউদি।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত