ওয়েলিংটনে নিউজিল্যান্ড-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে রেকর্ড গড়ার খেলায় নেমেছেন টিম সাউদি। নিউজিল্যান্ডের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাউদি। এবার টেস্টে ছক্কার রেকর্ডে মাহেন্দ্র সিং ধোনি ও মিসবাহ-উল-হককে ছাড়িয়ে গেলেন কিউই এই ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সাউদি।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলার আগে টেস্টে সাউদি ছক্কা হাঁকিয়েছিলেন ৭৬ টি। স্বাগতিকদের প্রথম ইনিংসে ৪৯ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন সাউদি। বিস্ফোরক এই ইনিংস খেলার সময় ৬ ছক্কা মেরেছেন তিনি। তাতে টেস্টে কিউই এই ক্রিকেটারের ছক্কা হলো ৮২। গতকাল দ্বিতীয় দিনে ধোনির রেকর্ডে ভাগ বসিয়ে আজই তাঁকে ছাড়িয়ে গেলেন সাউদি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ভারতের সাবেক অধিনায়কের ছক্কা হলো ৭৮। ধোনিকে ছাড়িয়ে সেরা দশেও জায়গা করে নিয়েছেন সাউদি। ৮২ ছক্কায় ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফ ও অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেনের সঙ্গে যৌথভাবে দশ নম্বরে আছেন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার। আর ৮১ ছক্কায় যৌথভাবে ১১ নম্বরে আছেন কেভিন পিটারসেন ও মিসবাহ।
টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ১০৯ ছক্কা মেরে শীর্ষে আছেন স্টোকস। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ম্যাককালাম মেরেছেন ১০৭ ছক্কা। টেস্টে স্টোকস ও ম্যাককালাম ছাড়া ন্যূনতম ১০০ ছক্কা হাঁকানোর রেকর্ড আছে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের। বর্তমানে টেস্ট খেলছেন, এমন ক্রিকেটারদের মধ্যে স্টোকসের ১০৯ ছক্কার পর ৮২ ছক্কা নিয়ে দুইয়ে আছেন কিউই পেসার টিম সাউদি।
ওয়েলিংটনে নিউজিল্যান্ড-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে রেকর্ড গড়ার খেলায় নেমেছেন টিম সাউদি। নিউজিল্যান্ডের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাউদি। এবার টেস্টে ছক্কার রেকর্ডে মাহেন্দ্র সিং ধোনি ও মিসবাহ-উল-হককে ছাড়িয়ে গেলেন কিউই এই ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সাউদি।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলার আগে টেস্টে সাউদি ছক্কা হাঁকিয়েছিলেন ৭৬ টি। স্বাগতিকদের প্রথম ইনিংসে ৪৯ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন সাউদি। বিস্ফোরক এই ইনিংস খেলার সময় ৬ ছক্কা মেরেছেন তিনি। তাতে টেস্টে কিউই এই ক্রিকেটারের ছক্কা হলো ৮২। গতকাল দ্বিতীয় দিনে ধোনির রেকর্ডে ভাগ বসিয়ে আজই তাঁকে ছাড়িয়ে গেলেন সাউদি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ভারতের সাবেক অধিনায়কের ছক্কা হলো ৭৮। ধোনিকে ছাড়িয়ে সেরা দশেও জায়গা করে নিয়েছেন সাউদি। ৮২ ছক্কায় ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফ ও অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেনের সঙ্গে যৌথভাবে দশ নম্বরে আছেন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার। আর ৮১ ছক্কায় যৌথভাবে ১১ নম্বরে আছেন কেভিন পিটারসেন ও মিসবাহ।
টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ১০৯ ছক্কা মেরে শীর্ষে আছেন স্টোকস। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ম্যাককালাম মেরেছেন ১০৭ ছক্কা। টেস্টে স্টোকস ও ম্যাককালাম ছাড়া ন্যূনতম ১০০ ছক্কা হাঁকানোর রেকর্ড আছে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের। বর্তমানে টেস্ট খেলছেন, এমন ক্রিকেটারদের মধ্যে স্টোকসের ১০৯ ছক্কার পর ৮২ ছক্কা নিয়ে দুইয়ে আছেন কিউই পেসার টিম সাউদি।
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
৮ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
৯ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
১০ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
১০ ঘণ্টা আগে