Ajker Patrika

ক্যারিয়ারের সায়াহ্নে সুযোগের অপেক্ষায় তিনি

আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৮: ৩৭
ক্যারিয়ারের সায়াহ্নে সুযোগের অপেক্ষায় তিনি

দেখতে দেখতে দুই বছর হতে চলল। কিন্তু আসাদ শফিকের অপেক্ষা এখনো শেষ হয়নি। বয়সও হয়ে গেছে ৩৬। ক্যারিয়ারের সায়াহ্নে এসে কি তার ফের সুযোগ মিলবে জাতীয় দলে?

পাকিস্তানের এই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২০ সালের আগস্টে। দুর্বল পারফরম্যান্সের কারণে বাদ পড়ার পর আর দলে ফেরা হয়নি তার। 

তবে ক্যারিয়ারের শেষদিকে শফিক ফের সুযোগ চান জাতীয় দলে। সম্প্রতি পাকিস্তানের সংবাদমাধ্যমে এমন ইচ্ছেই প্রকাশ করেন তিনি। ক্যারিয়ারের বাকি সময়গুলোও শীর্ষ পর্যায়ে খেলে যেতে চান শফিক, ‘ক্যারিয়ারের বাকি সময় আমি শীর্ষ পর্যায়ের ক্রিকেট খেলে যেতে চাই।’ 

সেই লক্ষ্যে ঘরোয়া ক্রিকেটেও ভালো করতে উঠেপড়ে লেগেছেন তিনি। এই বছর বেলুচিস্তানের হয়ে পাকিস্তান কাপে ১১ ম্যাচে ১০২ গড়ে ৫১০ রান করেছেন শফিক। যার মধ্যে আছে দুই সেঞ্চুরি ও তিন ফিফটি। 

বর্তমানে টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে আছে পাকিস্তান। গলে চলছে দুই দলের প্রথম টেস্ট। সিরিজের শেষ টেস্ট হবে কলম্বোয়, ২৪ জুলাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত