অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে আগেই উঠে গেছে বাংলাদেশ। সেখানে শ্রীলঙ্কা না পাকিস্তান—কে হবে বাংলাদেশের ফাইনালিস্ট তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ পাকিস্তানকে ৩১ রানে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল লঙ্কানরা।
তিন ম্যাচের তিনটিতে জিতে ৬ পয়েন্টে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। দুইয়ে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৩। চার ম্যাচ খেলে লঙ্কানরা জিতেছে ১ ম্যাচ, ২ ম্যাচ হেরেছে ও ১ ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। তাদের নেট রানরেট: + ০.৩৫০। অন্যদিকে টুর্নামেন্টে এখনো পর্যন্ত জয়ের মুখ না দেখা পাকিস্তানের পয়েন্ট ১। কক্সবাজারে আগামীকাল লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ফাইনালে যেতে হলে পাকিস্তানকে জিতলেই শুধু হচ্ছে না, তাদের রানরেটের ব্যাপারও বিবেচনায় নিতে হবে। কারণ পাকিস্তানের নেট রানরেট: -১.৬৭৫।
১৩৫ রানের লক্ষ্যে নেমে ঝোড়ো শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার এয়মান ফাতিমা ও সামিয়া আফসার। প্রথম ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে পাকিস্তান করে ৩৯ রান। দলীয় ৪২ রানে ভেঙে যায় দলটির উদ্বোধনী জুটি। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে সামিয়াকে বোল্ড করেন রাশমিকা সেওয়ান্দি। ২১ বলে ৫ চারে ২৬ রান করেন সামিয়া।
উদ্বোধনী জুটি ভাঙার পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন মাহাম আনিস। পাকিস্তানের রান তোলার গতিও ধীর হতে থাকে। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে আনিস ফিরলে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৯.৫ ওভারে ২ উইকেটে ৫৬ রান। চার নম্বরে নামা কোমল খানের সঙ্গে ওপেনার ফাতিমার জুটিটা দারুণ হলেও রানরেটের সঙ্গে পাল্লা দিতে পারেনি পাকিস্তান। ১৭ তম ওভারের চতুর্থ বলে ফাতিমাকে ফেরান মানুদি দুলানসা নানায়াক্কারা। তাতে পাকিস্তানের স্কোর হয়ে যায় ১৬.৪ ওভারে ৩ উইকেটে ৮৬ রান। শেষ ২০ বলে ৪৯ রানের সমীকরণ মেলাতে পারেনি তারা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১০৩ রানে আটকে যায় পাকিস্তান। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন ফাতিমা। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন সেওয়ান্দি। ১টি করে উইকেট নিয়েছেন নানায়াক্কারা ও যশন্তি নিমন্তিকা মাদুশানি হেরাথ।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের অধিনায়ক নানায়াক্কারা। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৩৪ রান করেছে লঙ্কানরা। ইনিংস সর্বোচ্চ ৭১ রান করে অপরাজিত থাকেন ভিস্মি গুনারত্না। ৫৫ বলের ইনিংসে ১১ চার মারেন লঙ্কান টপ অর্ডার ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন নেথমি পূর্ণা সেনারত্না। পাকিস্তানের বোলারদের মধ্যে ১টি করে উইকেট নিয়েছেন জাইবুননিসা ও মাহাম আনিস।
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে আগেই উঠে গেছে বাংলাদেশ। সেখানে শ্রীলঙ্কা না পাকিস্তান—কে হবে বাংলাদেশের ফাইনালিস্ট তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ পাকিস্তানকে ৩১ রানে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল লঙ্কানরা।
তিন ম্যাচের তিনটিতে জিতে ৬ পয়েন্টে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। দুইয়ে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৩। চার ম্যাচ খেলে লঙ্কানরা জিতেছে ১ ম্যাচ, ২ ম্যাচ হেরেছে ও ১ ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। তাদের নেট রানরেট: + ০.৩৫০। অন্যদিকে টুর্নামেন্টে এখনো পর্যন্ত জয়ের মুখ না দেখা পাকিস্তানের পয়েন্ট ১। কক্সবাজারে আগামীকাল লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ফাইনালে যেতে হলে পাকিস্তানকে জিতলেই শুধু হচ্ছে না, তাদের রানরেটের ব্যাপারও বিবেচনায় নিতে হবে। কারণ পাকিস্তানের নেট রানরেট: -১.৬৭৫।
১৩৫ রানের লক্ষ্যে নেমে ঝোড়ো শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার এয়মান ফাতিমা ও সামিয়া আফসার। প্রথম ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে পাকিস্তান করে ৩৯ রান। দলীয় ৪২ রানে ভেঙে যায় দলটির উদ্বোধনী জুটি। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে সামিয়াকে বোল্ড করেন রাশমিকা সেওয়ান্দি। ২১ বলে ৫ চারে ২৬ রান করেন সামিয়া।
উদ্বোধনী জুটি ভাঙার পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন মাহাম আনিস। পাকিস্তানের রান তোলার গতিও ধীর হতে থাকে। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে আনিস ফিরলে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৯.৫ ওভারে ২ উইকেটে ৫৬ রান। চার নম্বরে নামা কোমল খানের সঙ্গে ওপেনার ফাতিমার জুটিটা দারুণ হলেও রানরেটের সঙ্গে পাল্লা দিতে পারেনি পাকিস্তান। ১৭ তম ওভারের চতুর্থ বলে ফাতিমাকে ফেরান মানুদি দুলানসা নানায়াক্কারা। তাতে পাকিস্তানের স্কোর হয়ে যায় ১৬.৪ ওভারে ৩ উইকেটে ৮৬ রান। শেষ ২০ বলে ৪৯ রানের সমীকরণ মেলাতে পারেনি তারা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১০৩ রানে আটকে যায় পাকিস্তান। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন ফাতিমা। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন সেওয়ান্দি। ১টি করে উইকেট নিয়েছেন নানায়াক্কারা ও যশন্তি নিমন্তিকা মাদুশানি হেরাথ।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের অধিনায়ক নানায়াক্কারা। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৩৪ রান করেছে লঙ্কানরা। ইনিংস সর্বোচ্চ ৭১ রান করে অপরাজিত থাকেন ভিস্মি গুনারত্না। ৫৫ বলের ইনিংসে ১১ চার মারেন লঙ্কান টপ অর্ডার ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন নেথমি পূর্ণা সেনারত্না। পাকিস্তানের বোলারদের মধ্যে ১টি করে উইকেট নিয়েছেন জাইবুননিসা ও মাহাম আনিস।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৬ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৬ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৭ ঘণ্টা আগে