ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। কলম্বোর প্রেমাদাসায় আজ তৃতীয় টি-টোয়েন্টিটা হয়ে গেল সিরিজ নির্ধারণী। এই ম্যাচের একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই টস জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কা। কলম্বোতে আজ সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আসালাঙ্কা। এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন। মিরাজের পাশাপাশি মোহাম্মদ সাইফউদ্দিনও বাদ পড়েছেন। তাঁদের পরিবর্তে এসেছেন শেখ মেহেদী হাসান আর তানজিম সাকিব।
শ্রীলঙ্কার বিপক্ষে আজ বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন স্পিনার ও তিন পেসার নিয়ে। আছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী ও শামীম হোসেন পাটোয়ারী। শেষের দিকে শামীমের ক্যামিও ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। দুই স্পিনিং অলরাউন্ডারের সঙ্গে থাকছেন লেগস্পিনার রিশাদ হোসেন। রিশাদের ব্যাটিংটাও কার্যকরী হতে পারে। পেস বোলিং লাইনআপে দুই বাঁহাতি পেসার শরীফুল ও মোস্তাফিজের সঙ্গে আছেন তানজিম সাকিব।
সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাও এনেছে দুই পরিবর্তন। আভিস্কা ফার্নান্দো ও চামিকা করুণারত্নের পরিবর্তে এসেছেন দিনেশ চান্দিমাল ও কামিন্দু মেন্ডিস। বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের ব্যাটিং লাইনআপে আছেন দুই ‘কুশল’ কুশল পেরেরা ও কুশল মেন্ডিস। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে কুশল মেন্ডিসের হাতে। টপ অর্ডারে কুশল মেন্ডিসের সঙ্গে আছেন তরুণ ওপেনার পাথুম নিশাংকা। স্পিন বোলিং লাইনআপে লেগস্পিনার জেফরি ভ্যান্ডারসের সঙ্গে থাকছেন মাহিশ তিকশানা। দুই স্বীকৃত পেসার বিনুরা ফার্নান্দো ও নুয়ান তুষারার সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার দাসুন শানাকা।
বাংলাদেশের একাদশ
লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান
শ্রীলঙ্কার একাদশ
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাংকা, দিনেশ চান্দিমাল আভিস্কা ফার্নান্দো, কুশল পেরেরা, দাসুন শানাকা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), জেফরি ভ্যান্ডারসে, মাহিশ তিকশানা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা, কামিন্দু মেন্ডিস
বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। কলম্বোর প্রেমাদাসায় আজ তৃতীয় টি-টোয়েন্টিটা হয়ে গেল সিরিজ নির্ধারণী। এই ম্যাচের একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই টস জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কা। কলম্বোতে আজ সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আসালাঙ্কা। এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন। মিরাজের পাশাপাশি মোহাম্মদ সাইফউদ্দিনও বাদ পড়েছেন। তাঁদের পরিবর্তে এসেছেন শেখ মেহেদী হাসান আর তানজিম সাকিব।
শ্রীলঙ্কার বিপক্ষে আজ বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন স্পিনার ও তিন পেসার নিয়ে। আছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী ও শামীম হোসেন পাটোয়ারী। শেষের দিকে শামীমের ক্যামিও ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। দুই স্পিনিং অলরাউন্ডারের সঙ্গে থাকছেন লেগস্পিনার রিশাদ হোসেন। রিশাদের ব্যাটিংটাও কার্যকরী হতে পারে। পেস বোলিং লাইনআপে দুই বাঁহাতি পেসার শরীফুল ও মোস্তাফিজের সঙ্গে আছেন তানজিম সাকিব।
সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাও এনেছে দুই পরিবর্তন। আভিস্কা ফার্নান্দো ও চামিকা করুণারত্নের পরিবর্তে এসেছেন দিনেশ চান্দিমাল ও কামিন্দু মেন্ডিস। বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের ব্যাটিং লাইনআপে আছেন দুই ‘কুশল’ কুশল পেরেরা ও কুশল মেন্ডিস। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে কুশল মেন্ডিসের হাতে। টপ অর্ডারে কুশল মেন্ডিসের সঙ্গে আছেন তরুণ ওপেনার পাথুম নিশাংকা। স্পিন বোলিং লাইনআপে লেগস্পিনার জেফরি ভ্যান্ডারসের সঙ্গে থাকছেন মাহিশ তিকশানা। দুই স্বীকৃত পেসার বিনুরা ফার্নান্দো ও নুয়ান তুষারার সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার দাসুন শানাকা।
বাংলাদেশের একাদশ
লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান
শ্রীলঙ্কার একাদশ
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাংকা, দিনেশ চান্দিমাল আভিস্কা ফার্নান্দো, কুশল পেরেরা, দাসুন শানাকা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), জেফরি ভ্যান্ডারসে, মাহিশ তিকশানা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা, কামিন্দু মেন্ডিস
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিবারের সঙ্গে কদিন ছুটি কাটাতে গেছেন মেলবোর্নে। ছুটি শেষে ১৮ আগস্ট ঢাকায় ফিরে আসার কথা তাঁর। এরপর শুরু সভাপতি হিসেবে বুলবুলের সংক্ষিপ্ত মেয়াদের বাকি অংশ।
২৯ মিনিট আগেফ্লোরিডার লডারহিলে গতকাল জেসন হোল্ডারের শেষ বলের বাউন্ডারিতে ওয়েস্ট ইন্ডিজ টানা ৯ হারের পর জয়ের দেখা পেয়েছিল। তাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আশা তৈরি হয়েছিল উইন্ডিজের। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই ফের যখন মাঠে নামল উইন্ডিজ, এবার তারা মাঠ ছাড়ল হারের হতাশা নিয়েই।
১ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটর হিসেবে গামিনি ডি সিলভাকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। মিরপুরের উইকেটকে ‘মাইনফিল্ডে পরিণত করে বাংলাদেশ দল শক্তিশালী দলের বিপক্ষে মাঝে মধ্যে সাফল্য পেলেও তাতে যতটা না প্রশংসা, তার চেয়ে বেশি নিন্দিত-সমালোচিত হয়েছেন গামিনি।
১ ঘণ্টা আগেকোচ হিসেবে মোহাম্মদ আশরাফুল যাত্রা শুরু করেছেন গত বছর। তবে এনসিএল বা জাতীয় লিগের কোচ হলেন প্রথমবার। সেপ্টেম্বরে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে বরিশালের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি।
১ ঘণ্টা আগে