টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা এখন যেন খুব পরিচিত দৃশ্য। ক্রাইস্টচার্চে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা বাজেভাবে ব্যর্থ হয়েছেন। স্কোরবোর্ডে পর্যাপ্ত রান না ওঠার আক্ষেপ নাজমুল হোসেন শান্তর কণ্ঠে। তিনি মনে করেন, বাংলাদেশ আজ নিউজিল্যান্ডের বিপক্ষে 'স্মার্ট ক্রিকেট' খেলতে পারেনি।
প্রায় দুই মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন শান্ত। ওপেনিংয়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি বেঁধেছেন। ১২ রানে উদ্বোধনী জুটি ভেঙে গেলেও লিটনকে সঙ্গে নিয়ে দারুণভাবে এগোতে থাকেন শান্ত। ৮ম ওভারে লিটন বিদায় নিলে দ্বিতীয় উইকেটের ৪১ রানের জুটি ভেঙে যায়। ঠিক পরের ওভারেই ৩৩ রান করা শান্ত বিদায় নেন। এখান থেকেই বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারানো শুরু করে। শান্ত মনে করেন, এখানেই তাঁরা পিছিয়ে গেছেন। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘মাঝের ওভারে পরপর উইকেট দিয়েছি। প্রথম ইনিংসে উইকেট এত সহজও ছিল না। আরেকটু স্মার্ট ক্রিকেট খেললে আরেকটু বড় স্কোর হতো পারত। মাঝখানে আরও ভালো ব্যাট করার সুযোগ ছিল।’
টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। ২০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশ করে ১৩৭ রান। শান্তর মতে, শিশির পড়ায় আগে ব্যাটিং করা কঠিন ছিল। আর বাংলাদেশের পরের ম্যাচ দুটো সকালে হওয়াতে শান্ত খুব আশাবাদী। বাঁহাতি ওপেনার বলেন, ‘শিশিরের কারণে শুরুতে ব্যাটিং করা সহজ ছিল না। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং দেখে সহজই মনে হল। তখন আবার স্পিনারদের কাজ সহজ ছিল না। আমার মনে হয়, দিনের ম্যাচগুলো আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দুই ইনিংসে এত তারতম্য থাকবে না।’
টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা এখন যেন খুব পরিচিত দৃশ্য। ক্রাইস্টচার্চে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা বাজেভাবে ব্যর্থ হয়েছেন। স্কোরবোর্ডে পর্যাপ্ত রান না ওঠার আক্ষেপ নাজমুল হোসেন শান্তর কণ্ঠে। তিনি মনে করেন, বাংলাদেশ আজ নিউজিল্যান্ডের বিপক্ষে 'স্মার্ট ক্রিকেট' খেলতে পারেনি।
প্রায় দুই মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন শান্ত। ওপেনিংয়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি বেঁধেছেন। ১২ রানে উদ্বোধনী জুটি ভেঙে গেলেও লিটনকে সঙ্গে নিয়ে দারুণভাবে এগোতে থাকেন শান্ত। ৮ম ওভারে লিটন বিদায় নিলে দ্বিতীয় উইকেটের ৪১ রানের জুটি ভেঙে যায়। ঠিক পরের ওভারেই ৩৩ রান করা শান্ত বিদায় নেন। এখান থেকেই বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারানো শুরু করে। শান্ত মনে করেন, এখানেই তাঁরা পিছিয়ে গেছেন। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘মাঝের ওভারে পরপর উইকেট দিয়েছি। প্রথম ইনিংসে উইকেট এত সহজও ছিল না। আরেকটু স্মার্ট ক্রিকেট খেললে আরেকটু বড় স্কোর হতো পারত। মাঝখানে আরও ভালো ব্যাট করার সুযোগ ছিল।’
টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। ২০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশ করে ১৩৭ রান। শান্তর মতে, শিশির পড়ায় আগে ব্যাটিং করা কঠিন ছিল। আর বাংলাদেশের পরের ম্যাচ দুটো সকালে হওয়াতে শান্ত খুব আশাবাদী। বাঁহাতি ওপেনার বলেন, ‘শিশিরের কারণে শুরুতে ব্যাটিং করা সহজ ছিল না। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং দেখে সহজই মনে হল। তখন আবার স্পিনারদের কাজ সহজ ছিল না। আমার মনে হয়, দিনের ম্যাচগুলো আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দুই ইনিংসে এত তারতম্য থাকবে না।’
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে