Ajker Patrika

বেতন বাড়ছে তামিম–মুশফিকদের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২২ জুন ২০২১, ১৬: ২৯
বেতন বাড়ছে তামিম–মুশফিকদের

ঢাকা: বেতন বাড়ছে সাকিব–তামিম–মুশফিকদের। কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের বেতন বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুরে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন আকরাম খান।

আকরাম জানিয়েছেন, প্রাথমিকভাবে কেন্দ্রীয় চুক্তিতে ২৩-২৪ ক্রিকেটারের নাম থাকলেও সেটা কমে আসবে। চূড়ান্ত তালিকাটা হতে পারে ১৮-২০ ক্রিকেটারের। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম সাংবাদিকদের বলেছেন, ‘করোনা পরিস্থিতিতে অন্য বোর্ডে খেলোয়াড়, স্টাফদের বেতন কমিয়েছে। আমরা বোর্ড সভাপতিকে অনুরোধ করেছি, বেতন যেন ১০-২০ শতাংশ বাড়ে। কীভাবে বাড়বে, এটা আমরা ভাবব। তবে মৌখিকভাবে অনুমোদন হয়েছে যে বেতনটা বাড়বে।’ 

বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়েছে জাতীয় দলের মতোই আরও একটি দল গঠন করা হবে। এই দলের নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ টাইগার্স’। এই ছায়া দলের কাজ কী বা কীভাবে এই দল পরিচালিত হবে—এই বিষয়ে অবশ্য পরিষ্কার নন আকরাম খান। ছায়া দল নিয়ে বিসিবির পরিচালক কাজী ইনাম আহমেদ পরশু সাংবাদিকদের জানিয়েছিলেন, জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটার ও যাঁদের জাতীয় দলে খেলার সম্ভাবনা আছে, এমন ক্রিকেটারদের নিয়ে ছায়া দল হবে। এখন প্রশ্ন উঠেছে, ‘এ’ দলের কাজ কী হবে তাহলে? 

যেকোনো দেশে জাতীয় দলের পরই দ্বিতীয় সেরা দল বিবেচনা করা হয় ‘এ’ দলকে। ‘এ’ দল সব সময়ই জাতীয় দল ও জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের সেতু হিসেবে কাজ করে। ছায়া দল নিয়ে কাজী ইনামের যে ধারণা দিয়েছেন, তাতে বোঝা যাচ্ছে, জাতীয় দলের বদলি ক্রিকেটারদের প্রস্তুত রাখা হবে এই দলের মূল লক্ষ্য। সেটিই যদি হয়, ‘এ’ দল আর ছায়া দলের কাজ তো একই দাঁড়াচ্ছে। তাহলে একই আদলে দুই নামে দুই দল কেন গঠন করা? 

এই প্রশ্নে আকরামের সরল স্বীকারোক্তি, ‘আমি পরিষ্কার নই, ওদের কাজটা কী। আমি জানি না। আমার সঙ্গে এটা নিয়ে ওদের আলাপ হয়নি। ব্যাপারটা নিয়ে ওদের সঙ্গে বসতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত