ক্রীড়া ডেস্ক
নেপিয়ারে অসাধ্য সাধন করেছে নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে প্রথম ১৫ ওভারে ৩ উইকেট খুইয়ে ফেলা নিউজিল্যান্ডের রান যেখানে ছিল মাত্র ৫৮, সেখানে তারা ৫০ ওভার শেষে তোলে ৯ উইকেটে ৩৪৪! যার জবাব দিতে এসে ভালো শুরু করলেও ২২ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ৪৪.১ ওভারে ২৭১ রানে অলআউট।
প্রথম ওয়ানডে ৭৩ রানে হারের পর দলের বোলিং নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে পাকিস্তান। আর সে ভাবনার কথা সংবাদমাধ্যমকে দলটির ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ। ২ এপ্রিল ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সে ম্যাচে বোলিংয়ে পরিবর্তন আসার কথাও বললেন পাকিস্তানের ব্যাটিং কোচ, ‘পরের ম্যাচ কি করা যায়, তা নিয়ে ভাবছি আমরা। দেখব কোনো পঞ্চম বোলার কিংবা অলরাউন্ডার খেলানো যায় কি না, বা খেলালে কী লাভ হবে।’
প্রথম ওয়ানডেতে দুই খণ্ডকালীন বোলার বল করেছিলেন। অফ স্পিনার সালমান আলী আগা ৫ ওভার বল করেছিলেন, মিডিয়াম পেসার ইরফান খানও বল করেছিলেন ৫ ওভার। কিন্তু দুজনে রান দিয়েছেন ৬৭ ও ৫১! ১০ ওভার বোলিং করেও সালমান আগার সমান রানও দেয়নি পাকিস্তানের অন্য কোনো বোলার।
ব্যাটিং কোচ হলেও দুই খণ্ডকালীন বোলারের দেদারসে রান দেওয়াটা দাগ কেটেছে ইউসুফের মনে, ‘আমাদের দুই খণ্ডকালীন বোলার ১২০ রানের (১১৮) মতো দিয়েছে। এটা অবশ্যই ব্যয়বহুল ছিল। তবে এই দলটাকে নতুনভাবে গড়ে তোলা হয়েছে। তাই আমি মনে করি এই দল নিয়ে এখনই কথা বলা ঠিক হবে না। তবে এটা বলতে পারি, বোলিংয়ে আরও ভালো করার সুযোগ ছিল, তারা আরও ভালো বল করতে পারত।’
আরও ‘ভালো’ বোলিং যে করা যেত, সেটা স্কোরকার্ড দেখেও বোঝা যায়। অতিরিক্ত খাতে এদিন পাকিস্তান রান দিয়েছে ৪৩ টি। বোলারদের সমালোচনা করলেও ইউসুফ স্বীকার করে নিচ্ছেন, চমৎকার ব্যাটিং করেছেন মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল ও মুহাম্মদ আব্বাসরা। মার্ক চ্যাপম্যান এই ম্যাচে ১১১ বলে ১৩২ রানের ইনিংস খেলেছিলেন। মিচেল ৮৪ বলে ৭৬ এবং আব্বাস ২৬ বলে ৫২ রান করেছিলেন।
নেপিয়ারে অসাধ্য সাধন করেছে নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে প্রথম ১৫ ওভারে ৩ উইকেট খুইয়ে ফেলা নিউজিল্যান্ডের রান যেখানে ছিল মাত্র ৫৮, সেখানে তারা ৫০ ওভার শেষে তোলে ৯ উইকেটে ৩৪৪! যার জবাব দিতে এসে ভালো শুরু করলেও ২২ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ৪৪.১ ওভারে ২৭১ রানে অলআউট।
প্রথম ওয়ানডে ৭৩ রানে হারের পর দলের বোলিং নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে পাকিস্তান। আর সে ভাবনার কথা সংবাদমাধ্যমকে দলটির ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ। ২ এপ্রিল ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সে ম্যাচে বোলিংয়ে পরিবর্তন আসার কথাও বললেন পাকিস্তানের ব্যাটিং কোচ, ‘পরের ম্যাচ কি করা যায়, তা নিয়ে ভাবছি আমরা। দেখব কোনো পঞ্চম বোলার কিংবা অলরাউন্ডার খেলানো যায় কি না, বা খেলালে কী লাভ হবে।’
প্রথম ওয়ানডেতে দুই খণ্ডকালীন বোলার বল করেছিলেন। অফ স্পিনার সালমান আলী আগা ৫ ওভার বল করেছিলেন, মিডিয়াম পেসার ইরফান খানও বল করেছিলেন ৫ ওভার। কিন্তু দুজনে রান দিয়েছেন ৬৭ ও ৫১! ১০ ওভার বোলিং করেও সালমান আগার সমান রানও দেয়নি পাকিস্তানের অন্য কোনো বোলার।
ব্যাটিং কোচ হলেও দুই খণ্ডকালীন বোলারের দেদারসে রান দেওয়াটা দাগ কেটেছে ইউসুফের মনে, ‘আমাদের দুই খণ্ডকালীন বোলার ১২০ রানের (১১৮) মতো দিয়েছে। এটা অবশ্যই ব্যয়বহুল ছিল। তবে এই দলটাকে নতুনভাবে গড়ে তোলা হয়েছে। তাই আমি মনে করি এই দল নিয়ে এখনই কথা বলা ঠিক হবে না। তবে এটা বলতে পারি, বোলিংয়ে আরও ভালো করার সুযোগ ছিল, তারা আরও ভালো বল করতে পারত।’
আরও ‘ভালো’ বোলিং যে করা যেত, সেটা স্কোরকার্ড দেখেও বোঝা যায়। অতিরিক্ত খাতে এদিন পাকিস্তান রান দিয়েছে ৪৩ টি। বোলারদের সমালোচনা করলেও ইউসুফ স্বীকার করে নিচ্ছেন, চমৎকার ব্যাটিং করেছেন মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল ও মুহাম্মদ আব্বাসরা। মার্ক চ্যাপম্যান এই ম্যাচে ১১১ বলে ১৩২ রানের ইনিংস খেলেছিলেন। মিচেল ৮৪ বলে ৭৬ এবং আব্বাস ২৬ বলে ৫২ রান করেছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেটে আগে কখনোই মুখোমুখি হয়নি পাকিস্তান-ওমান। আজ তারা প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে ক্রিকেটে। বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে পাকিস্তান-ওমান ম্যাচ। এশিয়া কাপের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১৫ মিনিট আগেম্যাচ তো নয়, যেন মিস ম্যাচ। মাত্র ২৭ বল খেলেই পরশু সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ জিতেছে ভারত। শক্তিশালী প্রতিপক্ষের সামনে পড়লে যা হয়, দুবাইয়ের সেই ম্যাচে তা-ই হয়েছে। একই ভেন্যুতে আজ শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ‘পুঁচকে’ ওমান। আজও কি আরেকটি মিস ম্যাচ দেখবে এশিয়া কাপ...
১ ঘণ্টা আগেআফগানিস্তানের কাছে হেরে এশিয়া কাপ শুরু করা হংকংয়ের কাছে ম্যাচগুলো এখন ‘বাঁচা-মরা’র ম্যাচ। টুর্নামেন্টে টিকে থাকতে বাংলাদেশের বিপক্ষে আবুধাবিতে গত রাতে জিততেই হতো হংকং। কিন্তু ম্যাচটি হেরে হংকং মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট থেকে এক রকম ছিটকে গেছে।
১ ঘণ্টা আগেতাওহিদ হৃদয় হংকং ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বাংলাদেশের নেট রানরেট বাড়ানোর চিন্তার চেয়েও জয় নিয়ে ভাবনা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু হৃদয়ের এই কথার সঙ্গে মোটেও একমত নন ওয়াসিম জাফর। ভারতের সাবেক ক্রিকেটারের মতে বাংলাদেশ ভিতুর মতো খেলেছে গত রাতে।
২ ঘণ্টা আগে