সবকিছুর একটা শেষ থাকে। বিরাট কোহলি ও নাভিন-উল-হকও তাঁদের শত্রুতার শেষটা টানলেন। শত্রুতা ভুলে গতকাল বিশ্বকাপের ম্যাচে বন্ধু হলেন। ম্যাচ চলাকালীন একে অপরে হাত ও বুকে বুক মিলিয়ে যেন হৃদয়ের কথা শুনলেন।
আর দুজনে বলেছেন চলো বন্ধু অতীতের সবকিছু ভুলে যাই। ভ্রাতৃত্বের বন্ধন তৈরির সময় তাঁদের মধ্যে কী কথা হয়েছে, তা ম্যাচ শেষে জানিয়েছেন নাভিন। সঙ্গে আফগানিস্তানের বোলার কোহলির প্রশংসাও করেছেন। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, ‘দর্শক তাদের ঘরের ক্রিকেটারকে নিয়ে চিৎকার করেছে। সাধারণত যা হয়। এটি কোহলির ঘরের মাঠ। সে খুব ভালো ছেলে, ভালো খেলোয়াড়। আমরা একে অপরে হাত মিলিয়েছি।’
মাঠের ভেতরে অনেক কিছু ঘটলেও বাইরে তাঁদের মধ্যে কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন নাভিন। ২৪ বছর বয়সী পেসার বলেছেন, ‘মাঠের ভেতরেই ঘটনাটি ছিল। মাঠের বাইরে কোনো কিছুই ছিল না। লোকজন এটিকে বড় করে তোলে। নিজেদের ফলোয়ারের সংখ্যা বাড়ানোর জন্য। সে বলল পুরোনো সব শেষ করতে এবং আমিও বললাম সব ভুলে গেছি। এরপর আমরা একে অপরে হাত মিলিয়ে জড়িয়ে ধরি।’
সর্বশেষ আইপিএলে কোহলি-নাভিনের দ্বন্দ্বের শুরু হয়েছিল। কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও নাভিনের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের এক ম্যাচে একে অপরের সঙ্গে তর্কে জড়ান। সেই তর্কে যোগ দিয়েছিলেন ভারতের সাবেক ব্যাটার গৌতম গম্ভীরও। ঘটনায় জরিমানার শাস্তি পাওয়ার পরেও জল অনেক ঘোলা হয়েছিল। অবশেষ গতকাল সেই জল বিশুদ্ধ হয়েছে একে অপরের হাত ও বুক মেলানোতে। দুই ক্রিকেটারের বন্ধুত্বের ঘটনাটি গতকাল ধারাভাষ্যকক্ষ থেকে দেখেছেন গম্ভীরও।
এর আগে গতকাল কোহলি যখন নাভিনের বোলিংয়ের মুখোমুখি হচ্ছিলেন, তখন দর্শক ভারতীয় ব্যাটারের নাম ধরে চিৎকার করছিল। সে সময় কোহলি এমনটা করতে মানা করেন। এরপর দুজনে একে অপরের দ্বন্দ্বের ইতি টানেন। হাত ও বুক মেলানোর সময় ভারতীয় কিংবদন্তি আফগান বোলারের পিঠ চাপড়ে দেন। এরপর সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে কোহলিকে ধন্যবাদও জানান নাভিন।
সবকিছুর একটা শেষ থাকে। বিরাট কোহলি ও নাভিন-উল-হকও তাঁদের শত্রুতার শেষটা টানলেন। শত্রুতা ভুলে গতকাল বিশ্বকাপের ম্যাচে বন্ধু হলেন। ম্যাচ চলাকালীন একে অপরে হাত ও বুকে বুক মিলিয়ে যেন হৃদয়ের কথা শুনলেন।
আর দুজনে বলেছেন চলো বন্ধু অতীতের সবকিছু ভুলে যাই। ভ্রাতৃত্বের বন্ধন তৈরির সময় তাঁদের মধ্যে কী কথা হয়েছে, তা ম্যাচ শেষে জানিয়েছেন নাভিন। সঙ্গে আফগানিস্তানের বোলার কোহলির প্রশংসাও করেছেন। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, ‘দর্শক তাদের ঘরের ক্রিকেটারকে নিয়ে চিৎকার করেছে। সাধারণত যা হয়। এটি কোহলির ঘরের মাঠ। সে খুব ভালো ছেলে, ভালো খেলোয়াড়। আমরা একে অপরে হাত মিলিয়েছি।’
মাঠের ভেতরে অনেক কিছু ঘটলেও বাইরে তাঁদের মধ্যে কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন নাভিন। ২৪ বছর বয়সী পেসার বলেছেন, ‘মাঠের ভেতরেই ঘটনাটি ছিল। মাঠের বাইরে কোনো কিছুই ছিল না। লোকজন এটিকে বড় করে তোলে। নিজেদের ফলোয়ারের সংখ্যা বাড়ানোর জন্য। সে বলল পুরোনো সব শেষ করতে এবং আমিও বললাম সব ভুলে গেছি। এরপর আমরা একে অপরে হাত মিলিয়ে জড়িয়ে ধরি।’
সর্বশেষ আইপিএলে কোহলি-নাভিনের দ্বন্দ্বের শুরু হয়েছিল। কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও নাভিনের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের এক ম্যাচে একে অপরের সঙ্গে তর্কে জড়ান। সেই তর্কে যোগ দিয়েছিলেন ভারতের সাবেক ব্যাটার গৌতম গম্ভীরও। ঘটনায় জরিমানার শাস্তি পাওয়ার পরেও জল অনেক ঘোলা হয়েছিল। অবশেষ গতকাল সেই জল বিশুদ্ধ হয়েছে একে অপরের হাত ও বুক মেলানোতে। দুই ক্রিকেটারের বন্ধুত্বের ঘটনাটি গতকাল ধারাভাষ্যকক্ষ থেকে দেখেছেন গম্ভীরও।
এর আগে গতকাল কোহলি যখন নাভিনের বোলিংয়ের মুখোমুখি হচ্ছিলেন, তখন দর্শক ভারতীয় ব্যাটারের নাম ধরে চিৎকার করছিল। সে সময় কোহলি এমনটা করতে মানা করেন। এরপর দুজনে একে অপরের দ্বন্দ্বের ইতি টানেন। হাত ও বুক মেলানোর সময় ভারতীয় কিংবদন্তি আফগান বোলারের পিঠ চাপড়ে দেন। এরপর সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে কোহলিকে ধন্যবাদও জানান নাভিন।
পাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
৩৪ মিনিট আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
২ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
৩ ঘণ্টা আগেরাজনৈতিক দ্বন্দ্বের কারণে লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। সেই দ্বন্দ্বের আঁচ পড়ে ক্রিকেটারদের মধ্যেও। বন্ধুত্বের আড়ালে উঠে আসে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা। তেমনই এক ঘটনা শোনালেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। ২০০৬ সালে করাচি থেকে লাহোরে যাওয়ার সময় পাকিস্তানের সাবেক অলরাউন্ডা
৫ ঘণ্টা আগে