Ajker Patrika

ক্যালিসকে ছাড়িয়ে সাকিব, সাকিবের পাশে মিরাজ

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৮: ৪৭
ক্যালিসকে ছাড়িয়ে সাকিব, সাকিবের পাশে মিরাজ

আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু হলো বাংলাদেশের। আজ ধর্মশালায় আফগানদের দেওয়া ১৫৭ রানের লক্ষ্য তাড়ায় মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ৬ উইকেটে জিতেছে সাকিব আল হাসানের দল। এই জয়ের পথে দলীয় রেকর্ডের সঙ্গে বেশ কয়েকটি ব্যক্তিগত রেকর্ডও হয়েছে। দেখে নেওয়া যাক সেসব রেকর্ড—

২. বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ফিফটি ও ও তিন উইকেট পেলেন মেহেদী হাসান মিরাজ। ২০১৯ বিশ্বকাপে সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষেই এই কীর্তি গড়েছিলেন সাকিব আল হাসান। 

৩. এ নিয়ে ভারতের মাটিতে ওয়ানডেতে তিন ম্যাচ জিতল বাংলাদেশ। আগের দুটি কেনিয়া (১৯৯৮) ও জিম্বাবুয়ের বিপক্ষে (২০০৬)। আর বিশ্বকাপে আফগানদের বিপক্ষে তিনবারের মুখোমুখিতে তিনবারই জিতল বাংলাদেশ।

৪. এ নিয়ে টানা চার ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংসের দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত। 

১২. আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেট নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ১২ তম স্থানে উঠে এলেন সাকিব। তাঁর উইকেট সংখ্যা ৩০ ইনিংসে ৩৭। স্পিনারদের মধ্যে এ তালিকায় তৃতীয় স্থানে ৩৬ বছর বয়সী অলরাউন্ডার। 

১৩. ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের টানা হার। এই লজ্জার রেকর্ডে তাদের ওপরে আছে স্কটল্যান্ড (১৪) ও জিম্বাবুয়ে (১৮)। 

৩৭. এ নিয়ে টানা পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ খেলা সাকিব সর্বোচ্চ ম্যাচ খেলায় ছাড়িয়ে গেলেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরিকে (৩৬)। আর তিন ম্যাচ খেললে এ তালিকায় বাংলাদেশ অধিনায়ক ছুঁয়ে ফেলবেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরকে। সর্বোচ্চ ৬৮ ম্যাচ খেলে এ তালিকায় মোটামুটি ধরাছোঁয়ার বাইরে শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।

৯২. বলের ব্যবধানে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ জয়।

৭৫৭. এ বছর ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তর রান, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। 

১১৬০. ওয়ানডে বিশ্বকাপে সাকিবের রানসংখ্যা। ধর্মশালায় আফগানদের বিপক্ষে ১৪ রান করে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসকে টপকে তিনি এই তালিকায় উঠে এসেছেন ৮ নম্বরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত