আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু হলো বাংলাদেশের। আজ ধর্মশালায় আফগানদের দেওয়া ১৫৭ রানের লক্ষ্য তাড়ায় মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ৬ উইকেটে জিতেছে সাকিব আল হাসানের দল। এই জয়ের পথে দলীয় রেকর্ডের সঙ্গে বেশ কয়েকটি ব্যক্তিগত রেকর্ডও হয়েছে। দেখে নেওয়া যাক সেসব রেকর্ড—
২. বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ফিফটি ও ও তিন উইকেট পেলেন মেহেদী হাসান মিরাজ। ২০১৯ বিশ্বকাপে সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষেই এই কীর্তি গড়েছিলেন সাকিব আল হাসান।
৩. এ নিয়ে ভারতের মাটিতে ওয়ানডেতে তিন ম্যাচ জিতল বাংলাদেশ। আগের দুটি কেনিয়া (১৯৯৮) ও জিম্বাবুয়ের বিপক্ষে (২০০৬)। আর বিশ্বকাপে আফগানদের বিপক্ষে তিনবারের মুখোমুখিতে তিনবারই জিতল বাংলাদেশ।
৪. এ নিয়ে টানা চার ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংসের দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত।
১২. আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেট নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ১২ তম স্থানে উঠে এলেন সাকিব। তাঁর উইকেট সংখ্যা ৩০ ইনিংসে ৩৭। স্পিনারদের মধ্যে এ তালিকায় তৃতীয় স্থানে ৩৬ বছর বয়সী অলরাউন্ডার।
১৩. ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের টানা হার। এই লজ্জার রেকর্ডে তাদের ওপরে আছে স্কটল্যান্ড (১৪) ও জিম্বাবুয়ে (১৮)।
৩৭. এ নিয়ে টানা পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ খেলা সাকিব সর্বোচ্চ ম্যাচ খেলায় ছাড়িয়ে গেলেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরিকে (৩৬)। আর তিন ম্যাচ খেললে এ তালিকায় বাংলাদেশ অধিনায়ক ছুঁয়ে ফেলবেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরকে। সর্বোচ্চ ৬৮ ম্যাচ খেলে এ তালিকায় মোটামুটি ধরাছোঁয়ার বাইরে শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।
৯২. বলের ব্যবধানে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ জয়।
৭৫৭. এ বছর ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তর রান, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ।
১১৬০. ওয়ানডে বিশ্বকাপে সাকিবের রানসংখ্যা। ধর্মশালায় আফগানদের বিপক্ষে ১৪ রান করে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসকে টপকে তিনি এই তালিকায় উঠে এসেছেন ৮ নম্বরে।
আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু হলো বাংলাদেশের। আজ ধর্মশালায় আফগানদের দেওয়া ১৫৭ রানের লক্ষ্য তাড়ায় মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ৬ উইকেটে জিতেছে সাকিব আল হাসানের দল। এই জয়ের পথে দলীয় রেকর্ডের সঙ্গে বেশ কয়েকটি ব্যক্তিগত রেকর্ডও হয়েছে। দেখে নেওয়া যাক সেসব রেকর্ড—
২. বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ফিফটি ও ও তিন উইকেট পেলেন মেহেদী হাসান মিরাজ। ২০১৯ বিশ্বকাপে সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষেই এই কীর্তি গড়েছিলেন সাকিব আল হাসান।
৩. এ নিয়ে ভারতের মাটিতে ওয়ানডেতে তিন ম্যাচ জিতল বাংলাদেশ। আগের দুটি কেনিয়া (১৯৯৮) ও জিম্বাবুয়ের বিপক্ষে (২০০৬)। আর বিশ্বকাপে আফগানদের বিপক্ষে তিনবারের মুখোমুখিতে তিনবারই জিতল বাংলাদেশ।
৪. এ নিয়ে টানা চার ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংসের দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত।
১২. আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেট নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ১২ তম স্থানে উঠে এলেন সাকিব। তাঁর উইকেট সংখ্যা ৩০ ইনিংসে ৩৭। স্পিনারদের মধ্যে এ তালিকায় তৃতীয় স্থানে ৩৬ বছর বয়সী অলরাউন্ডার।
১৩. ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের টানা হার। এই লজ্জার রেকর্ডে তাদের ওপরে আছে স্কটল্যান্ড (১৪) ও জিম্বাবুয়ে (১৮)।
৩৭. এ নিয়ে টানা পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ খেলা সাকিব সর্বোচ্চ ম্যাচ খেলায় ছাড়িয়ে গেলেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরিকে (৩৬)। আর তিন ম্যাচ খেললে এ তালিকায় বাংলাদেশ অধিনায়ক ছুঁয়ে ফেলবেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরকে। সর্বোচ্চ ৬৮ ম্যাচ খেলে এ তালিকায় মোটামুটি ধরাছোঁয়ার বাইরে শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।
৯২. বলের ব্যবধানে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ জয়।
৭৫৭. এ বছর ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তর রান, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ।
১১৬০. ওয়ানডে বিশ্বকাপে সাকিবের রানসংখ্যা। ধর্মশালায় আফগানদের বিপক্ষে ১৪ রান করে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসকে টপকে তিনি এই তালিকায় উঠে এসেছেন ৮ নম্বরে।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৭ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৮ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৯ ঘণ্টা আগে