১৭ মার্চ দিনটি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে স্মরণীয় এক দিন। ১৬ বছর আগে পোর্ট অব স্পেনে ইতিহাস গড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে ভারতকে হারিয়ে অঘটন ঘটিয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল দুঃসংবাদকে সঙ্গী করে। ২০০৭-এর ১৬ মার্চ সড়ক দুর্ঘটনায় মারা যান মাঞ্জারুল ইসলাম রানা। ২২ বছর বয়সেই তরুণ এই ক্রিকেটারের অকালপ্রয়াণের খবর চলে যায় সুদূর পোর্ট অব স্পেনে। শোককে শক্তিতে পরিণত করতেই যেন এদিন খেলতে নেমেছিল বাংলাদেশ। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়দের নিয়ে গড়া শক্তিশালী ভারত হাঁসফাঁস করা শুরু করে। মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারতীয়রা। ৪৯.৩ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় ভারত। সর্বোচ্চ ৬৬ রান করেছিলেন গাঙ্গুলী। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছিলেন মাশরাফি। রাজিথা ও তিনটি করে উইকেট নিয়েছিলেন রাজ্জাক ও মোহাম্মদ রফিক।
১৯২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন তামিম ইকবাল। জহির খান, মুনাফ প্যাটেলদের ওপর যেভাবে চড়াও হয়ে খেলছিলেন, বোঝাই যাচ্ছিল না যে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেছেন তামিম। বিশ্বকাপের প্রথম ম্যাচেই তুলে নিয়েছেন ফিফটি। ৫৩ বলে ৫১ রান আসে বাংলাদেশের এই বাঁহাতি ওপেনারের ব্যাট থেকে। যেখানে জহিরকে ডাউন দ্য উইকেটে তামিমের ছক্কা মারার কথা আজও অনেকের মুখে শোনা যায়। তামিমের পাশাপাশি ফিফটি পেয়েছিলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ৫৩ রান করেন সাকিব। আর তুলির শেষ আচড়টা দেন মুশফিক। ৪৯ তম ওভারের শেষ বলে মুনাফ প্যাটেলকে কভার ড্রাইভ করে বাংলাদেশকে ৫ উইকেটের জয় এনে দেন মুশফিক। ভারত বধের এই ম্যাচে ম্যাচসেরা হয়েছেন মাশরাফি।
বাংলাদেশের ভারত বধের দিন অঘটনের শিকার হয়েছিল পাকিস্তানও। জ্যামাইকার স্যাবাইনা পার্কে ডাকওয়ার্থ-লুইস মেথডে (ডিএলএস) পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছিল আইরিশরা।
১৭ মার্চ দিনটি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে স্মরণীয় এক দিন। ১৬ বছর আগে পোর্ট অব স্পেনে ইতিহাস গড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে ভারতকে হারিয়ে অঘটন ঘটিয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল দুঃসংবাদকে সঙ্গী করে। ২০০৭-এর ১৬ মার্চ সড়ক দুর্ঘটনায় মারা যান মাঞ্জারুল ইসলাম রানা। ২২ বছর বয়সেই তরুণ এই ক্রিকেটারের অকালপ্রয়াণের খবর চলে যায় সুদূর পোর্ট অব স্পেনে। শোককে শক্তিতে পরিণত করতেই যেন এদিন খেলতে নেমেছিল বাংলাদেশ। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়দের নিয়ে গড়া শক্তিশালী ভারত হাঁসফাঁস করা শুরু করে। মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারতীয়রা। ৪৯.৩ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় ভারত। সর্বোচ্চ ৬৬ রান করেছিলেন গাঙ্গুলী। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছিলেন মাশরাফি। রাজিথা ও তিনটি করে উইকেট নিয়েছিলেন রাজ্জাক ও মোহাম্মদ রফিক।
১৯২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন তামিম ইকবাল। জহির খান, মুনাফ প্যাটেলদের ওপর যেভাবে চড়াও হয়ে খেলছিলেন, বোঝাই যাচ্ছিল না যে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেছেন তামিম। বিশ্বকাপের প্রথম ম্যাচেই তুলে নিয়েছেন ফিফটি। ৫৩ বলে ৫১ রান আসে বাংলাদেশের এই বাঁহাতি ওপেনারের ব্যাট থেকে। যেখানে জহিরকে ডাউন দ্য উইকেটে তামিমের ছক্কা মারার কথা আজও অনেকের মুখে শোনা যায়। তামিমের পাশাপাশি ফিফটি পেয়েছিলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ৫৩ রান করেন সাকিব। আর তুলির শেষ আচড়টা দেন মুশফিক। ৪৯ তম ওভারের শেষ বলে মুনাফ প্যাটেলকে কভার ড্রাইভ করে বাংলাদেশকে ৫ উইকেটের জয় এনে দেন মুশফিক। ভারত বধের এই ম্যাচে ম্যাচসেরা হয়েছেন মাশরাফি।
বাংলাদেশের ভারত বধের দিন অঘটনের শিকার হয়েছিল পাকিস্তানও। জ্যামাইকার স্যাবাইনা পার্কে ডাকওয়ার্থ-লুইস মেথডে (ডিএলএস) পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছিল আইরিশরা।
ভারত-পাকিস্তান যুদ্ধটা শুধু দুই দেশের মধ্যেই চলছে না। যুদ্ধের মারপ্যাঁচে দুই দেশের ক্রিকেটও অনেক বেশি প্রভাবিত হচ্ছে। আইপিএল, পিএসএল দুটি টুর্নামেন্ট শেষভাগে এসে স্থগিত হয়েছে। আরব আমিরাতে হওয়ার সম্ভাবনা থাকলেও পিএসএলের বাকি অংশ আর হচ্ছেই না।
৪ ঘণ্টা আগেঅর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের অনেক ক্রিকেটার। কিন্তু ভারত-পাকিস্তান চলমান যুদ্ধের কারণে ২০২৫ আইপিএল স্থগিত করা হয়েছে। কবে আবার শুরু হবে, সেটা এখনো অনিশ্চিত।
৬ ঘণ্টা আগেপ্রিমিয়ার লিগে আজ ম্যাচ তিনটি হবে কি না, তা নিয়ে ছিল শঙ্কা। কারণ, বকেয়া পারিশ্রমিকের দাবিতে খেলা পরিচালনা করতে চাননি রেফারিরা। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের আশ্বাসে শেষ মুহূর্তে সিদ্ধান্ত থেকে সরে আসেন তাঁরা। তবে বসুন্ধরা কিংস অ্যারেনা ও মুন্সিগঞ্জে খেলা নির্ধারিত সময়ে শুরু হলেও দেরি হয় ময়মনসিংহে।
৬ ঘণ্টা আগেভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাবে স্থগিত হয়েছে আইপিএল, পিএসএলের শেষ অংশ। যেটার প্রভাব পড়তে পারে বাংলাদেশ-ভারত সিরিজেও। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান মনোভাব দেখে মনে হচ্ছে, বাংলাদেশ-ভারত সিরিজ মাঠে নাও গড়াতে পারে।
৬ ঘণ্টা আগে