ক্রীড়া ডেস্ক
অ্যান্টিগায় ২০১ রানে হেরে টেস্ট সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। ক্যারিবীয়রা নিজেদের মাঠে টেস্ট খেলছে, অথচ গ্যালারি খাঁ-খাঁ করছে। টেস্টে এমনি দর্শক কম হয়, তাই বলে ৫০ জন দর্শকও কি মাঠে আসবে না? জ্যামাইকায় পরশু শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। আয়োজকেরা স্যাবাইনা পার্কে সুলভ মূল্যে টিকিট ছেড়েছে—৪০০ জ্যামাইকান ডলার, যেটা বাংলাদেশের ৩০০ টাকার সমান।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে গতকাল রাতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের টিকিটের দাম প্রকাশ করেছে। দাম জানানো হয়েছে প্যাকেজের মতো করে। ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর—এই দুই দিনের প্যাকেজ অনুযায়ী নর্থ স্ট্যান্ডে শিশু ও বৃদ্ধদের জন্য টিকিটের দাম ৪০০ জ্যামাইকান ডলার, বাংলাদেশি মুদ্রায় সেটা ৩০২ টাকা। এই প্যাকেজে নর্থ স্ট্যান্ডে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের দাম ধরা হয়েছে ৮০০ জ্যামাইকান ডলার (৬০৫ টাকা)। ক্রিকেট কেভ ফ্যান জোনের পূর্ব পাশের গ্যালারিতে শিশু এবং বৃদ্ধের জন্য টিকিটের দাম ৬০০ জ্যামাইকান ডলার (৪৫৪ টাকা)। এই অংশে প্রাপ্ত বয়স্কদের খেলা দেখতে খরচ করতে হবে দ্বিগুণ টাকা। এ ক্ষেত্রে টিকিটের দাম ১২০০ জ্যামাইকান ডলার (৯০৮ টাকা)।
২ থেকে ৪ ডিসেম্বর—এই তিন দিনের জন্য রাখা হয়েছে আরেকটি প্যাকেজ। এই প্যাকেজে ক্রিকেট কেভ ফ্যান জোনের পূর্ব পাশের গ্যালারিতে শিশু এবং বৃদ্ধদের জন্য টিকিটের দাম ৫০০ জ্যামাইকান ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩৭৮ টাকা। এই অংশে প্রাপ্ত বয়স্কদের খেলা দেখতে খরচ করতে হবে ১০০০ জ্যামাইকান ডলার (৭৫৬ টাকা)। অপর গ্যালারি নর্থ স্ট্যান্ডের টিকিটের দাম হুবহু প্রথম প্যাকেজের মতো।
একসঙ্গে পাঁচ দিনের প্যাকেজ সিস্টেমও থাকছে জ্যামাইকা টেস্টে। এই প্যাকেজে নর্থ স্ট্যান্ডে টিকিটের দাম ২৪০০ জ্যামাইকান ডলার (১৮১৫ টাকা)। অপর গ্যালারি ক্রিকেট কেভ ফ্যান জোনের পূর্ব পাশে খেলতে খরচ হবে ৩৪০০ ডলার। বাংলাদেশি ২৫৭২ টাকা। এখানে শিশু, বৃদ্ধ, প্রাপ্ত বয়স্ক সবারই একই দাম দিয়ে খেলা দেখতে হবে।
ঘরের মাঠে দারুণ খেলছে নিজেদের দল, তাদের পারফরম্যান্স দেখতে জ্যামাইকানরা কি সুলভ মূল্যের টিকিট কেটে মাঠে আসবেন? সেটা বোঝা যাবে স্যাবাইনা পার্কে ৩০ নভেম্বর থেকে শুরু সিরিজের শেষ টেস্ট দেখেই।
অ্যান্টিগায় ২০১ রানে হেরে টেস্ট সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। ক্যারিবীয়রা নিজেদের মাঠে টেস্ট খেলছে, অথচ গ্যালারি খাঁ-খাঁ করছে। টেস্টে এমনি দর্শক কম হয়, তাই বলে ৫০ জন দর্শকও কি মাঠে আসবে না? জ্যামাইকায় পরশু শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। আয়োজকেরা স্যাবাইনা পার্কে সুলভ মূল্যে টিকিট ছেড়েছে—৪০০ জ্যামাইকান ডলার, যেটা বাংলাদেশের ৩০০ টাকার সমান।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে গতকাল রাতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের টিকিটের দাম প্রকাশ করেছে। দাম জানানো হয়েছে প্যাকেজের মতো করে। ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর—এই দুই দিনের প্যাকেজ অনুযায়ী নর্থ স্ট্যান্ডে শিশু ও বৃদ্ধদের জন্য টিকিটের দাম ৪০০ জ্যামাইকান ডলার, বাংলাদেশি মুদ্রায় সেটা ৩০২ টাকা। এই প্যাকেজে নর্থ স্ট্যান্ডে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের দাম ধরা হয়েছে ৮০০ জ্যামাইকান ডলার (৬০৫ টাকা)। ক্রিকেট কেভ ফ্যান জোনের পূর্ব পাশের গ্যালারিতে শিশু এবং বৃদ্ধের জন্য টিকিটের দাম ৬০০ জ্যামাইকান ডলার (৪৫৪ টাকা)। এই অংশে প্রাপ্ত বয়স্কদের খেলা দেখতে খরচ করতে হবে দ্বিগুণ টাকা। এ ক্ষেত্রে টিকিটের দাম ১২০০ জ্যামাইকান ডলার (৯০৮ টাকা)।
২ থেকে ৪ ডিসেম্বর—এই তিন দিনের জন্য রাখা হয়েছে আরেকটি প্যাকেজ। এই প্যাকেজে ক্রিকেট কেভ ফ্যান জোনের পূর্ব পাশের গ্যালারিতে শিশু এবং বৃদ্ধদের জন্য টিকিটের দাম ৫০০ জ্যামাইকান ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩৭৮ টাকা। এই অংশে প্রাপ্ত বয়স্কদের খেলা দেখতে খরচ করতে হবে ১০০০ জ্যামাইকান ডলার (৭৫৬ টাকা)। অপর গ্যালারি নর্থ স্ট্যান্ডের টিকিটের দাম হুবহু প্রথম প্যাকেজের মতো।
একসঙ্গে পাঁচ দিনের প্যাকেজ সিস্টেমও থাকছে জ্যামাইকা টেস্টে। এই প্যাকেজে নর্থ স্ট্যান্ডে টিকিটের দাম ২৪০০ জ্যামাইকান ডলার (১৮১৫ টাকা)। অপর গ্যালারি ক্রিকেট কেভ ফ্যান জোনের পূর্ব পাশে খেলতে খরচ হবে ৩৪০০ ডলার। বাংলাদেশি ২৫৭২ টাকা। এখানে শিশু, বৃদ্ধ, প্রাপ্ত বয়স্ক সবারই একই দাম দিয়ে খেলা দেখতে হবে।
ঘরের মাঠে দারুণ খেলছে নিজেদের দল, তাদের পারফরম্যান্স দেখতে জ্যামাইকানরা কি সুলভ মূল্যের টিকিট কেটে মাঠে আসবেন? সেটা বোঝা যাবে স্যাবাইনা পার্কে ৩০ নভেম্বর থেকে শুরু সিরিজের শেষ টেস্ট দেখেই।
বিদেশি কোচ নিয়ে কোনো দল কখনো ফিফা বিশ্বকাপ জিততে পারেনি। এই তথ্যটা ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) নিশ্চয়ই অজানা নয়। অপ্রিয় এই সত্যটা জানার পরও ব্রাজিল কেন কার্লো আনচেলত্তিকে নিয়ে দিল—এ এক বড় প্রশ্ন।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া দল ঘোষণার কিছুক্ষণ পর দক্ষিণ আফ্রিকার দলও এসে গেল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিদের রুখতে কঠিন দল দিয়েছে প্রোটিয়ারাও। একসঙ্গে তারকা পেসারদের চোটের কারণে ভুগছিল দলটি। তবে এবার তাঁদের পাচ্ছে দলটি। আগামী ১১ জুন লর্ডসে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
৩ ঘণ্টা আগেকদিন পর পরই পাকিস্তান দলের কোচ নিয়োগ। এবার সাদা বলের জন্য নতুন কোচ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে বাবর-রিজওয়ানদের নতুন প্রধান কোচ মাইক হেসন। বর্তমানে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এই কিউই কোচ। আগামী ২৬ মে থেকে পাকিস্তান দলের
৩ ঘণ্টা আগেবিপদের সময়ই জ্বলে ওঠেন মেহেদী হাসান মিরাজ। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন বলে হয়ে উঠেছেন বাংলাদেশের ‘ক্রাইসিসম্যান’। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের লক্ষ্য এখন আরও ওপরে যাওয়া।
৩ ঘণ্টা আগে