Ajker Patrika

জাদেজা-কোহলিদের যেখানে টপকে গেলেন তাইজুল

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৭: ৪৪
বাঁহাতের ঘূর্ণিতে ব্যাটারদের নিয়মিত ভড়কে দিচ্ছেন তাইজুল ইসলাম। ছবি: ক্রিকইনফো
বাঁহাতের ঘূর্ণিতে ব্যাটারদের নিয়মিত ভড়কে দিচ্ছেন তাইজুল ইসলাম। ছবি: ক্রিকইনফো

তাইজুল ইসলাম যে রানের ফুলঝুরি ছোটাচ্ছেন, ব্যাপারটা তেমন নয়। তবে টেস্টে যেভাবে তিনি মাটি কামড়ে পড়ে থাকতে পারেন, সেটা বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা বেশির ভাগ সময় পারেন না। ধৈর্যের পরীক্ষায় তিনি পেছনে ফেলেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলিকে।

বোলিংয়ে তো তাইজুল নিয়মিত ভেলকি দেখাচ্ছেন। বাঁ হাতের ঘূর্ণিতে নিয়মিত কাবু করছেন তিনি। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে এই বাঁহাতি স্পিনার যা করেছেন, তাতে পেছনে পড়ে গেলেন রবীন্দ্র জাদেজা, রঙ্গনা হেরাথের মতো তারকা স্পিনাররা।

জ্যামাইকার স্যাবাইনা পার্কে পরশু রাতে শেষ হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। লেজের দিকে দ্রুত গুটিয়ে যাওয়ার হাত থেকে তাইজুল দুই ইনিংসেই বাংলাদেশকে রক্ষা করেছেন। প্রথম ও দ্বিতীয় ইনিংসে খেলেছেন ৬৬ ও ৫০ বল। এই ১১৬ বল খেলে তিনি (তাইজুল) ছাড়িয়ে গেছেন কোহলিকে। ২০২৪ সালে তাইজুল টেস্টে খেলেছেন ৫৪০ বল। ক্রিকেটের রাজকীয় সংস্করণে কোহলি এ বছর খেলেছেন ৫১৩ বল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ১০১ রানের জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তাইজুল। ৭৪ রানে নিয়েছেন ৬ উইকেট। যেখানে দ্বিতীয় ইনিংসের মতো গুরুত্বপূর্ণ সময়ে ৫ উইকেট পেয়েছেন। টেস্টে তাঁর অভিষেক থেকে শুরু করে বাঁহাতি স্পিনারদের মধ্যে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন সবচেয়ে বেশি। কারণ, ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর তাইজুলের টেস্টে অভিষেক হয়েছে। এখন পর্যন্ত টেস্টে ১৫ বার ইনিংসে ৫ উইকেট পেয়েছেন। গত ১০ বছরের হিসেবে এই তালিকায় যৌথভাবে দুইয়ে রঙ্গনা হেরাথ ও রবীন্দ্র জাদেজা। তাইজুলের অভিষেক থেকে শুরু করে টেস্টে ইনিংসে ৫ উইকেট পেয়েছেন ১৩ বার করে পেয়েছেন হেরাথ ও জাদেজা।

তাইজুলকে পেছনে ফেলার সুযোগ এখনো রয়েছে কোহলির। কারণ, বাংলাদেশের ২০২৪ সালে আর কোনো টেস্ট নেই। অন্যদিকে কোহলি এ বছর খেলতে পারবেন তিন টেস্ট। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে শুরু হচ্ছে আগামীকাল। ১৪ ও ২৬ ডিসেম্বর দুই দলের সিরিজের তৃতীয় ও চতুর্থ টেস্ট হবে। দ্রুত বিদায় না নিলে কোহলি সহজেই পেছনে ফেলতে পারবেন তাইজুলকে। টেস্টে ২০২৪ সালে সবচেয়ে বেশি ২২১২ বল খেলেছেন জো রুট। এই তালিকায় দুইয়ে থাকা যশস্বী জয়সওয়াল ক্রিকেটের রাজকীয় সংস্করণে খেলেছেন ১৭৬৫ বল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত