Ajker Patrika

বাংলাদেশের আগুনে বোলিংয়ে পুড়ছে নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ মে ২০২৫, ১০: ৩৬
নিয়মিত বিরতিতে উইকেট নেওয়ার পর বাংলাদেশের উদযাপন। ছবি: বিসিবি
নিয়মিত বিরতিতে উইকেট নেওয়ার পর বাংলাদেশের উদযাপন। ছবি: বিসিবি

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘এ’ দলের সিরিজে নিউজিল্যান্ডের ব্যাটারদের পরীক্ষা নিচ্ছেন শরীফুল ইসলাম-সৈয়দ খালেদ আহমেদরা। রান করতেই যে বেগ পেতে হচ্ছে কিউই ব্যাটারদের। উপরন্তু সফরকারীরা উইকেট হারাচ্ছে নিয়মিত বিরতিতে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সিলেটে শুরু হয়েছে আজ। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েই যেন বেকায়দায় পড়েছে নিউজিল্যান্ড। স্পিনারদের সাবলীলভাবে খেললেও পেসারদের যেন খেলতেই পারছেন না কিউই ব্যাটাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫.২ ওভারে ৫ উইকেটে ৪৮ রান করেছে নিউজিল্যান্ড ‘এ’ দল।

টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া নিউজিল্যান্ড ‘এ’ দলের উদ্বোধনী জুটি ভেঙে যায় ৫ রানে। তৃতীয় ওভারের পঞ্চম বলে কিউই ওপেনার ডেল ফিলিপসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শরীফুল ইসলাম। ৮ বল খেলেও কোনো রান করতে পারেননি ফিলিপস। ঠিক তার পরের ওভারে সৈয়দ খালেদ আহমেদ দেন জোড়া ধাক্কা। চতুর্থ ওভারে তৃতীয় ও পঞ্চম বলে ম্যাট বয়েল ও মুহাম্মদ আব্বাসকে ফিরিয়েছেন খালেদ। বয়েল হয়েছেন এলবিডব্লিউ। আর আব্বাসের ক্যাচ ধরেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কও তিনি।

খালেদের জোড়া ধাক্কা দিতে না দিতেই শরীফুল নিয়েছেন আরও এক উইকেট। সপ্তম ওভারের পঞ্চম বলে নিউজিল্যান্ড ‘এ’ দলের অধিনায়ক নিক কেলিকে বোল্ড করেন শরীফুল। ফিলিপস, বয়েল, আব্বাস, কেলি—এই চার ব্যাটারই শূন্য রানে আউট হয়েছেন। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নিউজিল্যান্ড ‘এ’ দলের স্কোর হয়ে যায় ৬.৫ ওভারে ৪ উইকেটে ১৩ রান।

বিপর্যস্ত নিউজিল্যান্ডের হাল ধরার চেষ্টা করেন জশ ক্লার্কসন ও রিস মারিউ। পঞ্চম উইকেটে ৩৫ রানের জুটি গড়েন তাঁরা। ১৬তম ওভারের দ্বিতীয় বলে ইবাদত হোসেন চৌধুরীকে পুল করতে যান ক্লার্কসন। টাইমিংয়ে গড়বড় হওয়া বল ক্যাচ ধরেন সোহান। ২৫ বল খেলে ক্লার্কসন করেছেন ৭ রান। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে ব্যাটিং করছেন ওপেনার মারিউ। ৪৫ বলে করেছেন ৩৫ রান। উইকেটরক্ষক ব্যাটার মিচ হে মাত্র উইকেটে এসেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত