Ajker Patrika

সাকিবের ভালো লাগছে দুটি কারণে

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০১: ০৬
সাকিবের ভালো লাগছে দুটি কারণে

নতুন করে সাকিব আল হাসান টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পাওয়ার পর ক্রিকেটারদের মানসিকতা বদলের কথা বলেছিলেন। সাকিবের এই দলের মানসিকতা যে বদলেছে, সেটা মাঠেই প্রমাণিত। প্রতিপক্ষকে পিষে ফেলার মনোভাব, ভয়ডরহীন ক্রিকেট—কী নেই এই দলের মধ্যে! সবই আছে। ফলও পাওয়া শুরু করেছে দল!

আফগানিস্তানের বিপক্ষে গতকাল জিতে এ বছর টানা তিনটি সিরিজ জিতল বাংলাদেশ। মানসিকতা বদলের সঙ্গে ফলও মিলছে—এই ব্যাপারই সাকিবকে সবচেয়ে বেশি স্বস্তি দিচ্ছে। আফগানদের বিপক্ষে সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে এই কথাই জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ভবিষ্যতের দিকে তাকিয়ে এই দল নিয়ে সাকিবের সাহস সহজেই ধরা দেয় তাঁর আত্মবিশ্বাসে। দলের অবস্থা নিয়ে সাকিব বলছিলেন, ‘অবশ্যই স্বস্তির। মানসিকতা বদলের সঙ্গে ফল পাওয়া যাচ্ছে, এটার চেয়ে ভালো কিছু আর কী হতে পারে? যে জিনিসটা আমরা চেষ্টা করছি, সেটা কাজে দিচ্ছে, এটা ভালো লাগার ব্যাপার। ক্রিকেটাররাও পরিকল্পনা বাস্তবায়ন করছে, এগুলো অবশ্যই ভালো লাগার বিষয়।’

অধিনায়কত্ব নেওয়ার সময় সাকিবের সামনে ছিল এশিয়া কাপ ও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। দল নিয়ে সময় চেয়ে সাকিব তখন পাখির চোখ করেছিলেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে। এই বিশ্বকাপের এখনো ১০ মাসের মতো সময় বাকি। এই দলকে নিয়ে এখনই কি স্বপ্ন বোনা শুরু করা যায়? সাকিব অবশ্য এই প্রশ্নের উত্তরের দায়ভার ছেড়ে দিলেন সংবাদমাধ্যমের ওপর। সাকিবের সব মনোযোগ পারফর্ম করার দিকেই। পারফরম্যান্সের ধারাবাহিকতাই তো আফগানদের বিপক্ষে প্রথমবার সিরিজ জিতেছে বাংলাদেশ। এই সংস্করণের আফগানদের বিপক্ষে তাল মেলাতে বরাবরই ব্যর্থ হয়েছে বাংলাদেশ। সেখানে প্রথমবার সিরিজ জয়, অবশ্যই বড় কিছু। সাকিব সিরিজ জয়ের অনুভূতি জানালেন এভাবে, ‘অবশ্যই ভালো লাগছে। তাদের সঙ্গে টি-টোয়েন্টিতে আমরা সেভাবে কখনো ভালো খেলতে পারিনি। এই রকম কন্ডিশনে, এভাবে সিরিজ জয়—এটা নিশ্চিতভাবেই আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে।’

আপাতত লম্বা সময় টি-টোয়েন্টির বাইরে থাকতে হবে বাংলাদেশকে। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ। ওয়ানডে সংস্করণ নিয়েই ব্যস্ত থাকবে বাংলাদেশ। লম্বা বিরতিতে দলের ছন্দ নিয়ে সাকিব বলেছেন, ‘মোমেন্টাম টি-টোয়েন্টিতে খুব গুরুত্বপূর্ণ। এই সিরিজের পর লম্বা বিরতি। কবে টি-টোয়েন্টি হবে, এই মুহূর্তে মাথায় আসছে না। সামনে অবশ্য বিপিএলে আছে।’ তবে এই দলের বেশির ভাগ সদস্য ওয়ানডে দলে থাকায় আত্মবিশ্বাস ওয়ানডে দলেও সঞ্চার হবে বলে বিশ্বাস সাকিবের, ‘এই দলের বেশির ভাগই ওয়ানডে দলে আছে।

সামনে আমাদের এই সংস্করণে অনেক খেলা। এখান থেকে তারা আত্মবিশ্বাস পাবে।’

এখন দেখার বিষয়, আত্মবিশ্বাস তাঁরা কতটা নিতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত