নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ দলকে বহনকারী বিমান যখন চেন্নাইয়ের চিপকে, আকাশ থেকেই দেখা যাচ্ছিল, সমুদ্রতীরবর্তী এ এম চিদাম্বরম স্টেডিয়াম, যেখানে আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ। চেন্নাইয়ের আইটিসি গ্র্যান্ড চোলা হোটেলে কাল বিকেলে পৌঁছেই বাংলাদেশ দল উষ্ণ অভ্যর্থনা পেয়েছে। তবে মাঠের লড়াইয়ে ভারতীয়দের কাছে এতটা ‘অভ্যর্থনা’ পাবে না বাংলাদেশ। রোহিত-কোহলিরা বাংলাদেশকে কঠিন পরীক্ষা নিয়ে দারুণ একটা ‘হোম সিজন’ শুরু করতে চাইবেন।
কাল রওনা দেওয়ার আগে বিমানবন্দরে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বলে গেছেন, চ্যালেঞ্জিং এক সিরিজই হতে যাচ্ছে, ‘এটা অবশ্যই আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। তবে একটা ভালো সিরিজের পর (পাকিস্তানকে ধবলধোলাই) অবশ্যই বাড়তি আত্মবিশ্বাস দলের ভেতর আছে। আমরা দুইটা ম্যাচই জেতার জন্য খেলব।
শান্ত যেভাবে চ্যালেঞ্জিং ভাবছেন, একইভাবে ভারতও বাংলাদেশকে এবার যথেষ্ট সমীহ করছে। শুধু সৌজন্য দেখাতেই নয়, পাকিস্তানকে পাকিস্তানের মাঠে ধবলধোলাই করে আসায় বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব দিতে হচ্ছে স্বাগতিকদের। চেন্নাইয়ের উইকেট প্রথাগত স্পিন-সহায়ক হবে কি না, সেটি নিয়ে বেশ ধাঁধা তৈরি করে রাখছে স্বাগতিকেরা। শান্ত অবশ্য এসব নিয়ে ভাবছেন না। বাংলাদেশ অধিনায়ক শুধু নিজেদের নিয়েই ভাবছেন, ‘তারা কী চিন্তা করছে, এটা তো আমি বলতে পারব না। তবে আমাদের স্পিন ও পেস বিভাগ ভালো একটা অবস্থানে আছে। ওদের দলের সঙ্গে যদি তুলনা করেন, অভিজ্ঞতার দিক থেকে আমাদের পেসাররা ওদের চেয়ে তুলনামূলকভাবে পিছিয়ে আছে। অভিজ্ঞতার দিক থেকে ওদের এগিয়ে রাখব। এটুকু বলতে পারি, যারাই খেলবে, প্রত্যেকে শতভাগ দেবে। পাঁচ দিন ভালো খেলতে পারলে রোমাঞ্চকর হবে।’
তবে নির্দিষ্ট কোনো বিভাগ নয়, শান্ত মনে করেন, জিততে হলে পাকিস্তান সিরিজের মতো একটা দল হিসেবে ভালো খেলতে হবে বাংলাদেশকে। দল নিয়ে আত্মবিশ্বাসী হলেও নিজের পারফরম্যান্স নিয়ে তিনি বেশ চিন্তিত। লম্বা সময় ছন্দে নেই শান্ত। দলীয় পারফরম্যান্সে আড়াল হচ্ছে না তাঁর ব্যর্থতা। ছন্দে ফিরতে শান্ত অবশ্য দেশে যথেষ্ট অনুশীলন করেছেন। তিনি আশাবাদী, ভারতে নিজেকে ফিরে পাবেন, ‘ব্যক্তিগত লক্ষ্য, বাংলাদেশ দল জিতুক। আর ব্যাটার হিসেবে যেন দলে অবদান রাখতে পারি। ওটার জন্য যে রকম প্রস্তুতির দরকার ছিল, আমি নিতে পেরেছি। আমি সর্বোচ্চ চেষ্টা করব, যেন অবদান রাখতে পারি।’
শান্তর মতো সাকিব আল হাসানের ব্যাটিংও চিন্তা বাড়াচ্ছে টিম ম্যানেজমেন্টের। সাকিবকে নিয়ে শান্তর ব্যাখ্যা, ‘প্রস্তুতি তাঁর ভালোই হয়েছে, বিশেষ করে বোলিংটা। যদিও ব্যাটিংয়ে রান করতে পারেননি। এই সিরিজে আশা করি ভালো করবেন তিনি।’ আজই ভারতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিবের।
বাংলাদেশ দলকে বহনকারী বিমান যখন চেন্নাইয়ের চিপকে, আকাশ থেকেই দেখা যাচ্ছিল, সমুদ্রতীরবর্তী এ এম চিদাম্বরম স্টেডিয়াম, যেখানে আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ। চেন্নাইয়ের আইটিসি গ্র্যান্ড চোলা হোটেলে কাল বিকেলে পৌঁছেই বাংলাদেশ দল উষ্ণ অভ্যর্থনা পেয়েছে। তবে মাঠের লড়াইয়ে ভারতীয়দের কাছে এতটা ‘অভ্যর্থনা’ পাবে না বাংলাদেশ। রোহিত-কোহলিরা বাংলাদেশকে কঠিন পরীক্ষা নিয়ে দারুণ একটা ‘হোম সিজন’ শুরু করতে চাইবেন।
কাল রওনা দেওয়ার আগে বিমানবন্দরে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বলে গেছেন, চ্যালেঞ্জিং এক সিরিজই হতে যাচ্ছে, ‘এটা অবশ্যই আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। তবে একটা ভালো সিরিজের পর (পাকিস্তানকে ধবলধোলাই) অবশ্যই বাড়তি আত্মবিশ্বাস দলের ভেতর আছে। আমরা দুইটা ম্যাচই জেতার জন্য খেলব।
শান্ত যেভাবে চ্যালেঞ্জিং ভাবছেন, একইভাবে ভারতও বাংলাদেশকে এবার যথেষ্ট সমীহ করছে। শুধু সৌজন্য দেখাতেই নয়, পাকিস্তানকে পাকিস্তানের মাঠে ধবলধোলাই করে আসায় বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব দিতে হচ্ছে স্বাগতিকদের। চেন্নাইয়ের উইকেট প্রথাগত স্পিন-সহায়ক হবে কি না, সেটি নিয়ে বেশ ধাঁধা তৈরি করে রাখছে স্বাগতিকেরা। শান্ত অবশ্য এসব নিয়ে ভাবছেন না। বাংলাদেশ অধিনায়ক শুধু নিজেদের নিয়েই ভাবছেন, ‘তারা কী চিন্তা করছে, এটা তো আমি বলতে পারব না। তবে আমাদের স্পিন ও পেস বিভাগ ভালো একটা অবস্থানে আছে। ওদের দলের সঙ্গে যদি তুলনা করেন, অভিজ্ঞতার দিক থেকে আমাদের পেসাররা ওদের চেয়ে তুলনামূলকভাবে পিছিয়ে আছে। অভিজ্ঞতার দিক থেকে ওদের এগিয়ে রাখব। এটুকু বলতে পারি, যারাই খেলবে, প্রত্যেকে শতভাগ দেবে। পাঁচ দিন ভালো খেলতে পারলে রোমাঞ্চকর হবে।’
তবে নির্দিষ্ট কোনো বিভাগ নয়, শান্ত মনে করেন, জিততে হলে পাকিস্তান সিরিজের মতো একটা দল হিসেবে ভালো খেলতে হবে বাংলাদেশকে। দল নিয়ে আত্মবিশ্বাসী হলেও নিজের পারফরম্যান্স নিয়ে তিনি বেশ চিন্তিত। লম্বা সময় ছন্দে নেই শান্ত। দলীয় পারফরম্যান্সে আড়াল হচ্ছে না তাঁর ব্যর্থতা। ছন্দে ফিরতে শান্ত অবশ্য দেশে যথেষ্ট অনুশীলন করেছেন। তিনি আশাবাদী, ভারতে নিজেকে ফিরে পাবেন, ‘ব্যক্তিগত লক্ষ্য, বাংলাদেশ দল জিতুক। আর ব্যাটার হিসেবে যেন দলে অবদান রাখতে পারি। ওটার জন্য যে রকম প্রস্তুতির দরকার ছিল, আমি নিতে পেরেছি। আমি সর্বোচ্চ চেষ্টা করব, যেন অবদান রাখতে পারি।’
শান্তর মতো সাকিব আল হাসানের ব্যাটিংও চিন্তা বাড়াচ্ছে টিম ম্যানেজমেন্টের। সাকিবকে নিয়ে শান্তর ব্যাখ্যা, ‘প্রস্তুতি তাঁর ভালোই হয়েছে, বিশেষ করে বোলিংটা। যদিও ব্যাটিংয়ে রান করতে পারেননি। এই সিরিজে আশা করি ভালো করবেন তিনি।’ আজই ভারতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিবের।
চোট যেন লিওনেল মেসির এখন মহাশত্রু। মূল একাদশ তো দূরে থাক, বদলি খেলোয়াড় হিসেবেও খেলার মতো অবস্থায় নেই তিনি। ইন্টার মায়ামির সবশেষ দুই ম্যাচই তিনি মিস করেছেন।
১৪ মিনিট আগে২০২৫-২৬ মৌসুমের লা লিগা শুরু হচ্ছে আগামীকাল। নতুন মৌসুম শুরুর আগেই ঝামেলায় পড়েছে বার্সেলোনা। মার্ক আন্দ্রে টের স্টেগেন বিরোধ কাটিয়ে বার্সেলোনার অধিনায়কত্ব ফিরে পেয়েছেন ঠিকই। কিন্তু তাঁর চোটই দলকে বেশি চিন্তায় ফেলে দিয়েছে।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে ইমাম-উল-হক সবশেষ খেলেছেন এ বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে ২০১৭ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হওয়ার পর তিন সংস্করণ মিলে কোনোমতে ১০০-এর বেশি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা ইমাম ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন।
১ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে তুমুল সমালোচিত কিউরেটর গামিনি ডি সিলভার বিদায়ঘণ্টা বেজে গেছে কদিন আগে। বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হয়ে বিসিবিতে এসেছেন টনি হেমিং। পরশু মিরপুরে এসে ঘুরে ঘুরে উইকেটগুলো দেখেন হেমিং। উইকেটের পাশে পুঁইশাকের বাগান দেখে হতভম্ব হয়ে যান তিনি।
৩ ঘণ্টা আগে