নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
সকালে গা গরমের ফুটবল খেলতে গিয়ে মুখে আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয় মেহেদী হাসান মিরাজকে। যদিও সিটি স্ক্যানে খারাপ কিছু আসেনি। এরপর তাঁকে চোখের চিকিৎসকের কাছে পাঠানো হয়। সেখানের চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল প্রথম ওয়ানডেতে নামার আগে আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজকের পত্রিকাকে বলেছেন, ‘মিরাজ আজ পর্যবেক্ষণে থাকবে। কাল সকালে তার অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। চোখের চিকিৎসক এই অবস্থা জানিয়েছে। বড় কিছু না, আশা করছি। চোখে রক্ত জমেছে। ভেতরে ব্লিডিং হয়েছে। ব্লিডিং হওয়া মানে খারাপ কিছু যে তা না। দুজন চিকিৎসক দেখেছেন, তাঁরা আজ পর্যন্ত দেখতে বলেছেন। এখন পর্যন্ত খেলবে কি খেলবে না কোনোটাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’
শঙ্কা আছে তামিম ইকবালকে নিয়েও। গত কদিন ধরে ভাইরাস জ্বরে ভুগছেন ওয়ানডে অধিনায়ক তামিম। যদিও আজ সকালে দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। নেটে তাসকিন আহমেদ-হাসান মাহমুদদের বিপক্ষে বেশ সাবলীল খেলেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। ব্যাটিংয়ের মাঝে এবং অনুশীলনের পরে চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কয়েকবার আলোচনা করতে দেখে গেছে তামিমকে। এই আলোচনার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তাঁকে নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়ে যান হাথুরুসিংহে।
তামিমের ফিটনেস নিয়ে এক প্রশ্নে হাথুরুসিংহে বলেছেন, ‘তার (তামিম) স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আছে, ফিটনেস নিয়ে নয়। আমার মনে হয়, তার ভাইরাস-জাতীয় কিছু সংক্রমণ হয়েছে। সে আজ ব্যাটিং ও ফিল্ডিং করবে। এরপর আমরা তাকে নিয়ে সিদ্ধান্ত নেব।’ গতকাল আয়ারল্যান্ড সিরিজের দল থেকেই ছিটকে গেছেন জাকির হাসান।
সকালে গা গরমের ফুটবল খেলতে গিয়ে মুখে আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয় মেহেদী হাসান মিরাজকে। যদিও সিটি স্ক্যানে খারাপ কিছু আসেনি। এরপর তাঁকে চোখের চিকিৎসকের কাছে পাঠানো হয়। সেখানের চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল প্রথম ওয়ানডেতে নামার আগে আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজকের পত্রিকাকে বলেছেন, ‘মিরাজ আজ পর্যবেক্ষণে থাকবে। কাল সকালে তার অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। চোখের চিকিৎসক এই অবস্থা জানিয়েছে। বড় কিছু না, আশা করছি। চোখে রক্ত জমেছে। ভেতরে ব্লিডিং হয়েছে। ব্লিডিং হওয়া মানে খারাপ কিছু যে তা না। দুজন চিকিৎসক দেখেছেন, তাঁরা আজ পর্যন্ত দেখতে বলেছেন। এখন পর্যন্ত খেলবে কি খেলবে না কোনোটাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’
শঙ্কা আছে তামিম ইকবালকে নিয়েও। গত কদিন ধরে ভাইরাস জ্বরে ভুগছেন ওয়ানডে অধিনায়ক তামিম। যদিও আজ সকালে দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। নেটে তাসকিন আহমেদ-হাসান মাহমুদদের বিপক্ষে বেশ সাবলীল খেলেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। ব্যাটিংয়ের মাঝে এবং অনুশীলনের পরে চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কয়েকবার আলোচনা করতে দেখে গেছে তামিমকে। এই আলোচনার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তাঁকে নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়ে যান হাথুরুসিংহে।
তামিমের ফিটনেস নিয়ে এক প্রশ্নে হাথুরুসিংহে বলেছেন, ‘তার (তামিম) স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আছে, ফিটনেস নিয়ে নয়। আমার মনে হয়, তার ভাইরাস-জাতীয় কিছু সংক্রমণ হয়েছে। সে আজ ব্যাটিং ও ফিল্ডিং করবে। এরপর আমরা তাকে নিয়ে সিদ্ধান্ত নেব।’ গতকাল আয়ারল্যান্ড সিরিজের দল থেকেই ছিটকে গেছেন জাকির হাসান।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
৪ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
৪ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৯ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৯ ঘণ্টা আগে