Ajker Patrika

ভারতের বিপক্ষে সেই পুরোনো বাংলাদেশ

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ১৬: ৪০
ভারতের বিপক্ষে সেই পুরোনো বাংলাদেশ

ডাম্বুলার রনগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে গত পরশু মালয়েশিয়ার বিপক্ষে রেকর্ড গড়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও বাংলাদেশের হতশ্রী ব্যাটিং ফেরত এল। ভারতের বোলিংয়ের সামনে ধুঁকছে ডাম্বুলায় আজ ধুঁকছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ।

ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জ্যোতি জানিয়েছেন, উইকেট ব্যাটিং সহায়ক। ভালো জুটি গড়তে হলে ব্যাটিং ইউনিটকে পরিশ্রম করতে হবে বলে তিনি মনে করেন। বাস্তবে দেখা গেল জ্যোতির কথার ভিন্ন চিত্র। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশের স্কোর ১৪ ওভারে ৬ উইকেটে করেছে ৪৪ রান। অধিনায়ক জ্যোতি ৩৪ বলে ১৭ রানে ব্যাটিং করছেন। ৩ বল খেলে এখনো রানের খাতা খুলতে পারেননি স্বর্ণা আকতার।

প্রথমে ব্যাটিং নিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। ইনিংসের তৃতীয় বলে রেনুকা সিংকে ডিপ স্কয়ার লেগ দিয়ে বিশাল ছক্কা মারেন দিলারা আকতার। সেই সময় ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর ফিল্ডিংয়ে পরিবর্তন আনেন। দিলারা একইভাবে ছক্কা মারতে গিয়ে ধরা পড়েন ডিপ স্কয়ার লেগে উমা ছেত্রীর হাতে। ৭ রানে ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। ৪ বলে ১ ছক্কায় ৬ রান করেন দিলারা।

দ্বিতীয় ওভারে পূজা ভাস্ত্রকরকে দুটি চার মারেন ইশমা তানজিম। তিন নম্বরে নামা বাংলাদেশের এই ব্যাটার এবার আউট হয়েছেন রেনুকার বলে। এক ওভার বিরতিতে এসে রেনুকা ফিরিয়েছেন মুর্শিদা খাতুনকে। টানা দুই ম্যাচে ফিফটি করা মুর্শিদা এবার আউট হয়েছেন ৯ বলে ৪ রান করে। পাওয়ারপ্লেতে (প্রথম ৬ ওভারে) বাংলাদেশ শেষ করেছে ৩ উইকেটে ২৫ রানে।

ধীরগতির ব্যাটিংয়ের পাশাপাশি বাংলাদেশ নিয়মিত উইকেট হারাতে থাকে পাওয়ারপ্লের পরও। দশম ওভারের প্রথম বলে রাধা যাদবের আর্ম বল বুঝতে না পেরে বোল্ড হয়ে যান রুমানা আহমেদ। ১১ বলে ১ রান করে আউট হয়েছেন তিনি। 

একমাত্র আগলে খেলতে থাকা জ্যোতি দেখেছেন আরও দুই সতীর্থের বিদায়। রাবেয়া, রিতু দ্রুত দুই ব্যাটারের উইকেট হারালে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৩.৩ ওভারে ৪৪ রান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত