Ajker Patrika

দলে গ্রুপিং আর সাকিব-তামিমের দ্বন্দ্ব, স্বীকার করলেন পাপন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ৩২
দলে গ্রুপিং আর সাকিব-তামিমের দ্বন্দ্ব, স্বীকার করলেন পাপন

এক সময়ে তাঁরা ছিলেন ঘনিষ্ট বন্ধু। বাংলাদেশ দলের দুই ক্রিকেট তারকা সাকিব আল হাসান–তামিম ইকবালের সেই ঘনিষ্টতা এখন আর যে নেই, সেটি দেশের ক্রিকেটে এখন ‘ওপেন সিক্রেট’। দুই তারকার সম্পর্কে ফাটল, সেটি স্বীকার করে নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে পাপন বলেছেন, ‘এটা কোনো স্বাস্থ্যকর ড্রেসিংরুম নয়, এটি নিশ্চিত করেই বলতে পারি। এই বিষয়টি (সাকিব-তামিমের দূরত্ব) এমন নয় যে আমি দূর করার চেষ্টা করিনি। দুজনের সঙ্গেই কথা বলেছি। আমার মনে হয়েছে, এখন এটা সহজেই সমাধান করা যাবে না, আমার পর্যবেক্ষণ। দুজনকেই একটি বার্তা দিয়েছি, জানি না কী ঘটেছে তোমাদের মধ্যে। তবে সিরিজ চলার সময়, খেলার সময় এটার প্রভাব যেন না পড়ে। দুজনই নিশ্চিত করেছে, খেলায় এটার প্রভাব পড়বে না। ’ 

দলের স্বার্থেই সাকিব–তামিমকে মাঠে ও ড্রেসিংরুমে কথা বলতে হবে বলে মনে করেন পাপন। বিসিবি সভাপতি বললেন, ‘তাদের মাঠে ও ড্রেসিংরুমে কথা বলতে হবে। আগে তো ড্রেসিংরুমের পরিবেশ আরও খারাপ ছিল। এখন কিছুটা উন্নতি হয়েছে। এই সিরিজ (ইংল্যান্ড সিরিজ থেকে) আরও বদলাতে চাই (দুজনের সম্পর্ক) অন্তত ড্রেসিংরুমে। বাইরে তারা কী করছে, সেটি আমার চিন্তার বিষয় নয়।’   

শুধু দুজন খেলোয়াড়ের মধ্যেই সমস্যা সীমাবদ্ধ নয়, বাংলাদেশ দলের ড্রেসিংরুমে যে গ্রুপিং বিদ্যমান, সেটি অস্বীকার করেননি বিসিবি সভাপতি। পাপন বলছেন, ‘এই মুহূর্তে বাংলাদেশ দলে সবচেয়ে বড় সমস্যা গ্রুপিং। এটাই বাস্তবতা। আমার সঙ্গে কারও সমস্যা নেই। তবে আমি এই গ্রুপিং নিয়ে ভীত। আমি এটি জেনেইছি সাম্প্রতিক সময়ে। এমনকি বিশ্বকাপে দেখেছি, শুনেছি নিজেদের হোটেলে থাকছে না...বিশ্বাসই করতে পারিনি কীভাবে এটা সম্ভব। ভালো ভবিষ্যৎ দেখতেই সবাইকে বুঝতে হবে, গ্রুপিংয়ের সুযোগ নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত