Ajker Patrika

সাকিবকে দেখে অনুপ্রাণিত মিরাজ

নিজস্ব প্রতিবেদক
সাকিবকে দেখে অনুপ্রাণিত মিরাজ

জস বাটলারকে সরাসরি থ্রোয়ে রানআউট করার পর মেহেদী হাসান মিরাজের উদ্‌যাপনটা ছিল দেখার মতো। গতকাল মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে এই রানআউটই ঠিক করে দিয়েছিল বাংলাদেশের জয়ের গতিপথ। দুর্দান্ত জয়ে ইংলিশদের বাংলাওয়াশও করে সাকিব আল হাসানরা। 

এই ম্যাচে ২ ওভার বল করে ১৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মেহেদী হাসান মিরাজ। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচসেরা হোন তিনি। বাংলাদেশের সিরিজ জয়েও বড় অবদান রাখেন এই অলরাউন্ডার। ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা নিয়ে সিরিজর আগে কিছু না ভাবলেও মিরাজ জানালেন, দলীয় কম্বিনেশনে সেটি সম্ভব হয়েছে। তিনি বিশ্বাস করেন, সাকিবের মতো ম্যাচজয়ী অলরাউন্ডার থাকায় অনুপ্রাণিত হয়েছেন দলের সবাই। 

ইন্টারন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিকস লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন মিরাজ। ইংল্যান্ড সিরিজ ও বিগত সময়ে পারফরম্যান্সের জন্য আরএকে সিরামিকস-এর পক্ষ থেকে আজ তাঁকে সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়।

সেখানে এসব কথা বলেছেন মিরাজ। 

অবিশ্বাস্য হলেও সত্যি টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। অবশ্য সিরিজ শুরুর আগে এমনটি কেউ না ভাবলেও এখন সেটিই সত্যি। মিরাজও ফল নিয়ে ভাবেননি। সেই কথায় তিন জানালেন অনুষ্ঠানে, ‘আমরা ফল নিয়ে চিন্তা করিনি প্রথমে। আমরা চেষ্টা করেছি কীভাবে খেলায় উন্নতি করা যায়, সে বিষয়ে। রেজাল্ট এটা আউটকাম, দিন শেষে সেটি আসে। কিন্তু আমরা যদি কোনো পদ্ধতি অনুসরণ না করি, রেজাল্ট কখনো আসবে না। আমরা মাঠে ওভাবে চেষ্টা করেছি। ব্যাটাররা রান করেছে, বোলাররা ভালো বোলিং করেছে, ফিল্ডাররাও সাহায্য করেছে। সব মিলিয়ে টিম কম্বিনেশন ভালো ছিল। সবাই ভালো ক্রিকেট খেলেছে বলে জিতেছি।’ 

সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডার দলে থাকায় সবাই অনুপ্রাণিত মনে করেন মিরাজ, ‘দলে অলরাউন্ডার যত বেশি থাকে, দলের পজিশন তত ভালো হয়। দলের কম্বিনেশন অনেক ভালো হয়। সাকিব ভাই বিশ্বের এক নম্বর অলরাউন্ডার এখন, সব সময়ই ছিলেন। তাকে দেখেই আমরা অনুপ্রাণিত হয়েছি। যখন চোখের সামনে বিশ্বমানের খেলোয়াড় দেখি, তখন আমাদের ভেতরও চাহিদাটা থাকে যে আমরা একদিন তেমন কিছু হব। দিন শেষে দলের ভেতর যত বেশি ম্যাচজয়ী খেলোয়াড় থাকবে...যদি একজনও থাকে, আমরা বিশ্বাস করি ও জেতাতে পারে। হয়তো একদিন জেতাতে পারবে কিন্তু দিনের পর দিন পারবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত