যুক্তরাষ্ট্রের কাছে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হারানো বাংলাদেশ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পেয়েছে সান্ত্বনার জয়। সেটিও অনেক রেকর্ড গড়ে। রেকর্ডের এই ম্যাচে সাকিব আল হাসান স্পর্শ করছেন একটি অনন্য রেকর্ড।
যুক্তরাষ্ট্রের আন্দ্রেস গাউসকে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব। তাঁর আগে এই মাইলফলক আরও ১৭ জন বোলার স্পর্শ করলেও বাংলাদেশি অলরাউন্ডার বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়ে যা করেছেন তা পৃথিবীর আর কোনো ক্রিকেটার করতে পারেননি। ৭০০ উইকেটের সঙ্গে ব্যাটিংয়ে করেছেন ১৪০০০ বা তার চেয়ে বেশি রান।
ব্যাটে-বলে এমন বিরল কীর্তি গড়তে পারেননি বিশ্বের আর কোনো ক্রিকেটার। সাকিবের এই বিশেষ কৃতিত্বে তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেনি বিসিবি। ক্যাপশনে লিখেছে, ‘দ্য ওয়ান অ্যান্ড অনলি সাকিব আল হাসান।’ কীর্তি গড়ার পর সাকিব নিজেও একটি পোস্ট শেয়ার করেছেন।
সামাজিক মাধ্যমে সাকিব লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রর বিপক্ষে ৩য় টি-টোয়েন্টিতে উইকেট নেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১৪,০০০+ রান এবং ৭০০ উইকেটের ডাবল মাইলফলক অর্জন।’
এই কীর্তি গড়ায় স্বাভাবিকভাবেই প্রশংসায় ভাসছেন সাকিব। তবে সিরিজটা ভালো কাটেনি সাকিবের। সিরিজে তিন ম্যাচে মাত্র একটি উইকেট পেয়েছেন। প্রথম দুই ম্যাচে কোনো উইকেটই পাননি। ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। তবে তা করতে তৃতীয় ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাঁকে।
৬৭ টেস্টে সাকিবের উইকেট ২৩৭টি। আর সীমিত সংস্করণে ক্রিকেটে ওয়ানডের ২৪১ ইনিংসে ৩১৭ এবং ১২২ টি-টোয়েন্টিতে উইকেট ১৪৬টি। ব্যাট হাতে ওয়ানডের ৭৫৭০ এবং টি-টোয়েন্টির ২৪৪০ রানের বিপরীতে টেস্টে রান করেছেন ৪৫০৫।
রেকর্ড এবং জয়ের স্বস্তি নিয়ে আজ টেক্সাসে যাবে বাংলাদেশ। সেখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষেই বিশ্বকাপের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন সাকিবরা। জয়ে ফেরায় সাকিব আর বাংলাদেশের মূল চ্যালেঞ্জ হবে এখন জয়ের ধারাটা অব্যাহত রাখা।
যুক্তরাষ্ট্রের কাছে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হারানো বাংলাদেশ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পেয়েছে সান্ত্বনার জয়। সেটিও অনেক রেকর্ড গড়ে। রেকর্ডের এই ম্যাচে সাকিব আল হাসান স্পর্শ করছেন একটি অনন্য রেকর্ড।
যুক্তরাষ্ট্রের আন্দ্রেস গাউসকে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব। তাঁর আগে এই মাইলফলক আরও ১৭ জন বোলার স্পর্শ করলেও বাংলাদেশি অলরাউন্ডার বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়ে যা করেছেন তা পৃথিবীর আর কোনো ক্রিকেটার করতে পারেননি। ৭০০ উইকেটের সঙ্গে ব্যাটিংয়ে করেছেন ১৪০০০ বা তার চেয়ে বেশি রান।
ব্যাটে-বলে এমন বিরল কীর্তি গড়তে পারেননি বিশ্বের আর কোনো ক্রিকেটার। সাকিবের এই বিশেষ কৃতিত্বে তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেনি বিসিবি। ক্যাপশনে লিখেছে, ‘দ্য ওয়ান অ্যান্ড অনলি সাকিব আল হাসান।’ কীর্তি গড়ার পর সাকিব নিজেও একটি পোস্ট শেয়ার করেছেন।
সামাজিক মাধ্যমে সাকিব লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রর বিপক্ষে ৩য় টি-টোয়েন্টিতে উইকেট নেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১৪,০০০+ রান এবং ৭০০ উইকেটের ডাবল মাইলফলক অর্জন।’
এই কীর্তি গড়ায় স্বাভাবিকভাবেই প্রশংসায় ভাসছেন সাকিব। তবে সিরিজটা ভালো কাটেনি সাকিবের। সিরিজে তিন ম্যাচে মাত্র একটি উইকেট পেয়েছেন। প্রথম দুই ম্যাচে কোনো উইকেটই পাননি। ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। তবে তা করতে তৃতীয় ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাঁকে।
৬৭ টেস্টে সাকিবের উইকেট ২৩৭টি। আর সীমিত সংস্করণে ক্রিকেটে ওয়ানডের ২৪১ ইনিংসে ৩১৭ এবং ১২২ টি-টোয়েন্টিতে উইকেট ১৪৬টি। ব্যাট হাতে ওয়ানডের ৭৫৭০ এবং টি-টোয়েন্টির ২৪৪০ রানের বিপরীতে টেস্টে রান করেছেন ৪৫০৫।
রেকর্ড এবং জয়ের স্বস্তি নিয়ে আজ টেক্সাসে যাবে বাংলাদেশ। সেখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষেই বিশ্বকাপের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন সাকিবরা। জয়ে ফেরায় সাকিব আর বাংলাদেশের মূল চ্যালেঞ্জ হবে এখন জয়ের ধারাটা অব্যাহত রাখা।
এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলা শেষ করেছে ভারত। ৩ ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়েছে সূর্যকুমার যাদবের দল। এবার তাদের সামনে সুপার ফোরের মিশন। শেষ চারের প্রথম ম্যাচে আগামীকাল রাতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা। তার আগে বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে ভারত।
১১ মিনিট আগেএশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ। সেই লঙ্কানদের সহায়তায় শেষ পর্যন্ত সুপার ফোরের টিকিট পেয়েছে লিটন দাসরা। ফাইনালে উঠার মিশনে আজ রাতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ফিল সিমন্সের শিষ্যদের সামনে তাই থাকছে গ্রুপ পর্বের হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ। এছাড়া ইউরোপিয়ান ফুটবলে আজ মাঠে..
১ ঘণ্টা আগেগ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত ২১ রানে হারিয়েছে ওমানকে। এই জয়ে তিন ম্যাচের তিনটিতেই জিতে এশিয়া কাপের সুপার ফোর শুরু করবে ভারত। এই রাউন্ডে সূর্যকুমার যাদবদের পরের ম্যাচ রোববার, প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
১১ ঘণ্টা আগেনারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ছয়বার খেলেছে বাংলাদেশ। কিন্তু সাদা বলের আইসিসির আরও এক টুর্নামেন্ট ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পায় না বললেই চলে। এখন পর্যন্ত একবারই ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন নিগার সুলতানা জ্যোতি-নাহিদা আক্তাররা।
১৩ ঘণ্টা আগে